দুঃখীর ব্যথা

কষ্ট (জুন ২০১১)

মোঃ মামুন মনির
  • ১২
  • 0
  • ১৮
সর্বহারা এক দুঃখীর মনে
প্রশ্ন উঠিল জাগি
গরীবেরা জন্মায় কি শুধু
দুঃখ পাওয়ার লাগি।

দুঃখতে জীবন শুরু
দুঃখতেই শেষ
কি সুন্দর জীবন দিয়েছেন
খোদা মোদের বেশ বেশ।

করতলাঘাত, এত কিছুই না
লাথিও মোদের জোটে।
হাসতে চাইলে মুখের সেটা
হৃদয়েতে নাহি ফোটে।

কান্না মোদের চক্ষু অশ্রুতে নয়
কান্না সে তো হৃদয়ে
তারি জন্য আপনারা ভাবতে পারেন
ও-বেটা আছেই তো বড় সুখে।

রাস্তায় বসে হাত পাতি যখন
একমুঠো ভাতের জন্য
চার আনা, আট আনা দিয়ে আপনারা
নিজেকে ভাবেন ধন্য।
কেউবা মোদের জঙ্গল ভাবি
ফিরায় না তাদের চক্ষু-আঁখি
কেউবা বলেন অজমূর্খ লোক
পারনা খেতে হাত ও পায়ে খাটি।

কঙ্কাল সার বুড়ো দেহ খানি
চলতে নারাজ,
নারাজ সে দিতে এ জীবন পথ পাড়ি।

মাঝে মাঝে খোদা ভাবি গো তাই
কি হবে বেঁচে থেকে
দুঃখ থেকে মুক্তি পাবো
মোর নিজ জীবনটা গেলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য সাধারণের চোখ থাকে দুটো, কবির থাকতে হয় একটা বেশী সেটা ছন্দ-তাল আর ভাবের চোখ। এ কবিতাটায় ভাব আছে, আকুতি আছে, শুরুটাও ভাল হয়েছিল। তবে আবেগের কাছে কবিতা হার মেনেছে। ভবিষ্যৎ লেখায় এই দুর্বলতা থাকবেনা বলে আশাবাদী রইলাম।
উপকুল দেহলভি ভিক্ষুকের আত্মকথন কবিতাটি অসাধারণ রকমের ভালো লাগলো; আপনাকে আমার ঘরে আমন্ত্রণ;
মোঃ আক্তারুজ্জামান থিমটা অসাধারণ| ছন্দ পতনের যে কথাগুলি বলা হচ্ছে সেগুলি একটু যত্ন নিলেই ঠিক হয়ে যাবে|
খোরশেদুল আলম গরীব দূঃখীদের নিয়ে সুন্দর একটি ভাবনার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই, ছন্দেলিখলে পুরো কবিতা ছন্দদিয়েই শেষ করতে হবে তাহলে পড়তে ভালো লাগবে। তবু ভালো হয়েছে।
মামুন ম. আজিজ আরও অনেক পথ দিত হবে পাড়ি। /কবিতার ভেতর বাহির বড্ড আহাজারি/ কবিতা কি হযগো বল এতই সহজে/ খারাপ হয়নি তবুও চেষ্টা আরও দরকার আছে
আবু ওয়াফা মোঃ মুফতি ভালই বলব| তবে অন্য ভাইয়ারা যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলোর প্রতি মনোযোগ দিলে লেখার মানোন্নয়ন ঘটবে |
sakil ছন্দে ছন্দে দারুন লিখেছ . ভালো লেগেছে . নাজমুল ভাইয়া যে উপদেশ গুলো দিল সেদিকে খেয়াল রেখো .
ওবাইদুল হক ছন্দের মিল হলে আরো সুন্দর হতো । এমনীতেই খুব সুন্দর । ভাল লাগল । ধন্যবাদ ।
আবু ফয়সাল আহমেদ শুরুটি খারাপ ছিল না। কিন্তু শেষে এসে একদম শেষ করে দিলে!
নাজমুল হাসান নিরো প্রথম প্যারাতে ছন্দের যে কারুকাজ ছিল পরবর্তীতে তা আর অব্যাহত থাকে নি। ছন্দের ব্যাপারে আরো কুশলী হওয়া প্রয়োজন আর অনেক ক্ষেত্রে যতি চিহ্ন ব্যবহার দরকার ছিল। যেমন প্রথম প্যারার শেষে "?" দরকার ছিল।

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪