পূর্ণতার দু'টি অকবিতা.......

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

এই মেঘ এই রোদ্দুর
  • ১১
১। মা ডাকে পূর্ণতা.........
---------------------------
হরেক রকম ডাকের মাঝে
নিজেকে খুঁজে পাই
রোদ্দুর বলে ডাকলে কেউ
খুশির কোনো অন্ত নাই ।

মেঘ বলে কেউ যদি ডাকে
বুকে বাজে আনন্দের ঢেউ
মন টা আমার ভরায় আবার
আপু ডেকেও কেউ ।

সেদিন যেন কে ডাকল আমায়
আদরের বুবু বলে
দিদি ডাকের মাঝেও আমার
হৃদয়ে মমতার আলো জ্বলে ।

ছবি'পু বলে ডাকে ভাইয়েরা
অনেক আদরের তারা
ছোট্টো বলে ডাকে বোনটি
পু বলে ডাকে, কাছের আছে যারা ।

বাবা ডাকে ছোট পুত
পরম মমতায়
আপি বলে ডাকে কেউ
আদরের নির্ভরতায় ।

মামী চাচী খালা ডাকে
শান্তি মনের মাঝে
ভাবী, আন্টি ডাকটা শুনি
রোজ সকাল সাজে ।

বন্ধু বলে ডাকে ভার্চূয়ালী
শুনতে মন্দ নয়
নানান ডাকের মাঝে আমি
বন্ধুত্ব করি জয় ।

নানান ডাকে মমতার সম্বোধনে
ডাকে যারা ভালবেসে, আমায় আপন করে
জীবনটা হয় ধন্য আমার
তৃপ্তিতে যায় অন্তরাত্মা ভরে ।

এত ডাকের পরেও আমি
গর্বে বলি বুক ফুলিয়ে
মা ডাকের উপরে অন্য ডাক নাই এ জীবনে
যে ডাকে অদৃশ্য সব দু:খ কষ্ট দেয় ভুলিয়ে ।

আল্লার কাছে চাওয়ার আমার
আর কিছুই নাই
মা ডাকের মাঝে আমি
সকল পূর্ণতা ফিরে পাই ।
==========================

২। তোমার যত ইচ্ছা পূর্ণতা পাক........
-------------------------------------------

এই বিকেলের এলোমেলো হাওয়ায়
কল্পনায় জাল বুনেছ যত মনের জানালায় ,
তোমার মনের ইচ্ছা আছে যতো
পূর্ণতা পাক সব তোমার মনের মতো ।

চাই না তোমার মনের ইচ্ছাগুলো
অকারণেই যেন না হয় ধুলো ।
স্বপ্নগুলো না হউক বৃথা
সম্মানের সাথে উঁচু থাকুক মাথা ।

মনের যত ভালবাসা আছে সর্বস্ব
ভাসায়ে দিলাম,জয় কর তুমি বিশ্ব,
যতই আমি হই না নি:স্ব
থাকব পাশে, হয়ে অস্পৃশ্য ।

ওই দুর দুর সুদূরে
কষ্টগুলো হারাক সুখের সুরে ।
হারাক তিক্ততা ঘোর অমানিশায়
ধুলো হয়ে মিলাক ধমকা হাওয়ায় ।

অকারণেই ভালবাসি
তোমার অই মৃদু হাসি।
চাইনা কিছু তোমার তরে
ভালবেসে মন নাই বা দিলে ভরে ।

আমি না হয় থাকলাম অধরা
একগুচ্ছ ফুল হতে একটি ফুল ঝরা ।
অপূর্ণ যত আকাঙ্খা দিয়ে সাজায়েছ ডালি
প্রাপ্তি দিয়ে পূর্ণ হউক ডালি, চাঁদ উঠুক জীবনে এক ফালি ।

ব্যর্থ হৃদয়ে দিবে তুমি আমায় ফাঁকি!!
কষ্টগুলো বুকের এক কোণে জমা তাই রাখি ।

ব্যর্থ আমি ভালবাসায়
ভাল থাকব এই আশায়,
তুমি থাক হাসিখুশি
সেই হাসির সাথে থাকব মিশি ।

অনাবিল আনন্দে জীবন তোমার ভরে থাক
সকল আশা সকল স্বপ্নই বাস্তবে পূর্ণতা পাক ।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য আবেগে ভরপুর দুটোই। গঠনটা আরেকটু সংহত হতে পারতো। (আপনিতো কাজী ফাতেমা ছবি আপু যদি ভুলে না যাই)
ধন্যবাদ...... হ্যা আমি
ইব্রাহীম রাসেল -দ্বিতীয়টা বেশ ভালো। কবি এগিয়ে চলো।--
আন্তরিক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
জসীম উদ্দীন মুহম্মদ আপনার দুটি অকবিতাই কিন্তু খুব ভাল কবিতা । অনেক ভাল লেখেন ভাই আপনি । এগিয়ে যান দুর্বার গতিতে ---- ।
এত সুন্দর মন্তব্যই আমাকে লেখার আগ্রহ জোগায় । অনেক ধন্যবাদ আপনাকে । শুভ কামনা আপনার জন্য ভাল থাকবেন সব সময়
রোদের ছায়া সুন্দর দুটি কবিতার জন্য সাধুবাদ । ২য় টি কিন্তু একটু বেশি প্রাণবন্ত মনে হল ।। কবি একে অকবিতা কেন বলছে জানি না।।
সরি...... অকবিতা বলার জন্য । ধন্যবাদ ছায়াপু...... সুন্দর মন্তব্যের জন্য
জায়েদ রশীদ "অকবিতা" শব্দটি বড্ড কানে বাজছে। আপনার কবিতা কিন্তু ঐ শব্দটির ধারে কাছেও নেই। :)
সরি ফর দেট । অনেক ধন্যবাদ এবং ভাল থাকবেন সব সময়
মিলন বনিক ২য় কবিতাটা খুব ভালো লাগলো...নিজেকে রিক্ত করে ত্যাগের নিলীমায় পূর্ণতা খোঁজার আনন্দ সকলের হয় না...অনেক অনেক শুভকামনা....
অসংখ্য ধন্যবাদ........ :)
তানি হক দুটি চমৎকার কবিতার জন্য ... ধন্যবাদ ছবি আপু :)
আপনাকেও অনেক ধন্যবাদ আপু । ভাল থাকবেন
ওয়াছিম প্রথম কবিতাটি ভালো লাগলো খুব। পরের টা ও।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া । শুভ কামনা আর ভাল থাকবেন সব সময়
Tumpa Broken Angel বাহ!!!!!! চমৎকার!!!!

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪