স্বাধীনতা.....অনুকাব্যে ও ছড়ায়

স্বাধীনতা (মার্চ ২০১৩)

এই মেঘ এই রোদ্দুর
  • ১২
১।
স্বাধীন স্বাধীন বলে
যাই শুধু চেঁচিয়ে
শিকলে বন্দি থেকেও
স্বাধীন বলি দু পা নাচিয়ে ।

২।
স্বাধীন আর হলো কবে দেশ
স্বাধীন করার জন্য
এখনো তো লড়ছে মানুষ
সেই লড়ার হবে কবে শেষ ।

৩।
যারা ছিল মানবতা বিরোধী
স্বাধীনতার বিরোধী
অজস্র সুখ নিয়ে তাদের জীবন
স্থির চোখে দেখে যাচ্ছি নিরবধি ।

৪।
যাদের নিয়ে গর্বে ভরে বুক
যাদের দ্বারা পেয়েছি স্বাধীনতার সুখ
ভিক্ষার থালা হাতে নিয়ে কেন তারা আজ গৃহ হারা
রাস্তায় রাস্তায় জীবনযাপন, কি কারণে আজ অবহেলিত তারা?

৫।
করেছে লোট, করেছে অসংখ্য ধর্ষণ
অসংখ্য তরুণীর ললাটে করে দিয়েছে কালিমা লেপন
চালিয়েছে অসহায়ের উপর কত নিপীড়ন
তারাই আজ সমাজের উঁচু স্থানে এটাই কি তাদের ভাগ্য লিখন?

৬।
যতই চিৎকার করি নিয়ে স্বাধীনতা
স্বাধীনতা পাইনি এখনো এটাই বাস্তবতা
শিকলে পেঁচিয়ে রেখেছে পা পরাধীনতা
স্বাধীনতা হরণ করেছে যার আছে বেশী ক্ষমতা ।

৭।
স্লোগানের সুরে সুরে
মন বেড়ায় মিছিলে ঘুরে ঘুরে।
ফাঁসি চাই ফাঁসি চাই সব রাজাকারের
অন্যরকম স্বাধীনতার যুদ্ধটা এই বারের ।
=========================

আমার কাছে স্বাধীনতা মানে.........
=====================
আমার কাছে স্বাধীনতা মানে
লুকিয়ে লুকিয়ে কবিতা লেখা
স্বাধীনতা মানে চুপি চুপি
প্রিয় মানুষটিকে দেখা ।

আমার কাছে স্বাধীনতা মানে
একা একা মেঠো পথে হেঁটে চলা
স্বাধীনতা মানে নিজের মনে মনে
আবোল তাবোল কথা বলা ।

আমার কাছে স্বাধীনতা মানে
আমার মাকে বার বার জড়িয়ে ধরা
স্বাধীনতা মানে মায়ের কুলে মাথা রেখে
শান্তিতে খানিকক্ষণ ঘুমিয়ে পড়া ।

আমার কাছে স্বাধীনতা মানে
অবাক হয়ে ফাল্গুনের পাতা ঝরা দেখা
স্বাধীনতা মানে লাল হলুদ পাতার উপর
মড়মড় করে হেঁটে চলা একা একা ।

আমার কাছে স্বাধীনতা মানে
নেটে নেটে বিশ্ব ঘুরা
স্বাধীনতা মানে ওয়েবে ওয়েবে
নাম ছড়াতে বিশ্ব জুড়া ।

আমার কাছে স্বাধীনতা মানে
আমার সীন মীমের মুখের হাসি
স্বাধীনতা মানে তাদের নিয়ে
আনন্দ রাশি রাশি ।

আমার কাছে স্বাধীনতা মানে
অবহেলিত শিশুর হাসির ঝিলিক
স্বাধীনতা মানে মলিন মুখটিতে
ক্যামেরার শাটারে একটি ক্লিক ।

আমা কাছে স্বাধীনতা মানে
সবাই মিলে আড্ডায় মশগুল
স্বাধীনতা মানে প্রথম অক্ষর দিয়ে
গান নিয়ে পাকানো সোরগোল ।

আমার কাছে স্বাধীনতা মানে
ছোট সোনার তুলতুলে গাল
স্বাধীনতা মানে পাপ্পিতে পাপ্পিতে
ভরে দিতে সেই গাল ।

আমার কাছে স্বাধীনতা মানে
ছোট সোনাদের মুখের ঘ্রাণ
স্বাধীনতা মানে সেই ঘ্রাণে
আকুলতায় ভরে প্রাণ ।

আমার কাছে স্বাধীনতা মানে
মেঘ রোদ্দুরের খেলা
স্বাধীনতা মানে এই হাসি এই কান্নায়
কেটে যাক বেলা ।

আমার কাছে স্বাধীনতা মানে
আমার বাবার স্নেহে ধরা হাত
স্বাধীনতা মানে বাবার সাথে
কাটাতে মন চায় দিন রাত ।

আমার কাছে স্বাধীনতা মানে
প্রতিটি মেয়ে বেঁচে থাক সমাজে সম্মানের সাথে
স্বাধীনতা মানে ভালবাসায় জড়িয়ে থাকে যেন
প্রতিটি মেয়ে, ভালবাসায় রাখুক তার প্রিয় হাতে ।


আমার কাছে স্বাধীনতা মানে
দিনমান তোমার কাছাকাছি থাকা
স্বাধীনতা মানে তোমার চোখে
একটিবার নির্ভয়ে চোখ রাখা ।

আমার কাছে স্বাধীনতা মানে
বাতাসে উড়ানো তোমার এলোমেলো চুল
স্বাধীনতা মানে তোমার হাতে হাত রেখে
ইচ্ছা হয় একসাথে দোলনায় খেতে দোল ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ কবির হোসেন অনেক সুন্দর কবিতা. অনেক কবিতার মাঝে ভিন্নধর্মী স্বাধীনতার কবিতা মনে হল. ধন্যবাদ.
এশরার লতিফ ভালো লাগলো এই কাব্যগুচ্ছ. শুভেচ্ছা রইলো.
সুমন হতাশাও যেমন ব্যক্ত হয়েছে তেমন স্বাধীনতাকে নিজের মতো করে পাবার আর অনুভব করাটাও ব্যক্ত হয়েছে। ভাল লাগল আপা আপনার কবিতা।
তাপসকিরণ রায় ছন্দবদ্ধ,সাবলীল গতি নিয়ে চলা একটি কবিতা।সুর ভাব ভাষা, শব্দশৈলী খুব ভালো।মনে হোল মন ডেলে দিয়ে লেখা কবিতাটি।অনেক ধন্যবাদ কবিকে।
শাহ আকরাম রিয়াদ নতুন ফরমেট! ভাল লাগল।
জালাল উদ্দিন মুহম্মদ এ তো দেখি দশভুজা ---- ! অপূর্ব কবিতা গুচ্ছ । খুব খুব ভাল লাগলো।
নাইম ইসলাম ফাঁসি চাই, ফাঁসি চাই সব রাজাকারের / অন্যরকম স্বাধীনতার যুদ্ধটা এই বারের। স্বাধীনতার ব্যাপারে আপনার উচ্ছ্বাস যে অনেক তা অনুকাব্যের দূরত্ব দেখেই বোঝা যায় ছবি আপা। আপনার এই উচ্ছ্বাসকে স্বাগত জানাই। ভালো লাগলো আপনার লেখা । আপনার লেখায় জানতে পারলাম সীন মীমের কথা।ওদের জন্য সুভেচ্ছা আর আপনার জন্য শুভকামনা...
আসাদ রুবেল খুব ভালো লাগল আপু-৫
রোদের ছায়া অন্যকাব্য ও ছড়া সবগুলোই খুব ভালো লাগলো....বেশ ঝরঝরে লেখা ........শুভেচ্ছা জানাই আর এত ভালো লেখার জন্য ভোট তো করতেই হবে ....
''১। স্বাধীন স্বাধীন বলে যাই শুধু চেঁচিয়ে শিকলে বন্দি থেকেও স্বাধীন বলি দু পা নাচিয়ে । '' একদম মনের কথা বলেছেন ..
ইউশা হামিদ এ তো রীতিমত একটি মহাকাব্য ।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪