আপন নয় আমার এ ইহ

ভৌতিক (ডিসেম্বর ২০১৮)

এই মেঘ এই রোদ্দুর
  • ৬৪
কাছের মানুষগুলো না বলে না কয়ে হুটহাট চলে যায়
গলে যায়, পঁচে যায়, না ফেরার দেশে রয়ে যায়,
এইতো দেখি আবার ঘাড় ফিরিয়ে দেখি নাই
বন্ধ চোখে ডেকে যেনো বলে সময় ফুরালো এবার তবে যাই!

ফেটে যায় ভিতর ফেটে যায়, ফেটে যায়-চোখ যায় ফেটে
কপালে মৃত্যু তিলক রেখেছেন প্রভু সেঁটে!
কে কার, কার কে? নিজেই কেবল নিজের, আহা কষ্ট
দিন যায় মোহ কেটে যায়,
চোখের সম্মুখ জরাজীর্ণ জীবন পষ্ট।

কত পরিচিত মুখ হলো অপরিচিত
ছিঁড়ে গেলো সহসা বন্ধনের সূতো
হুম মানুষ মরে যায়, কথা রেখে চলে যায়
মৃত্যুর মিছিলে ঝরে হাহাকার অবিরত।

ভাল লাগে না দুনিয়ার রঙ্গমঞ্চ, ভুলে যাই সব ভুলে যাই
ঠোঁট উল্টিয়ে বলে যাই আনমনায়, এই দুনিয়া ধুচ্ছাই।
খিলখিলিয়ে হাসলেই, ধক ধক কেঁপে উঠে বুক
জলে ভেসে যায় হা হুতাশ, আহা এই দুনিয়ার যত সুখ!

কিছুই না, না না না কিছুই না, ক্ষণস্থায়ী সুখ, আঁকড়ে ধরা কড়ি
ব্যাংক ব্যালেন্স, বিত্ত বৈভব, প্রাসাদ অট্টালিকা- সময় বসায় বুকে বার্ধক্যের ছুরি।
তবু সেজে থাকি, তবু উত্তম রঙচঙা পোষাকে ঢেকে থাকি
এ কেবল মৃত্যু ভুলে থাকার মন্ত্র, দেই নিজেকেই ফাঁকি!

ভয় লাগে খুব ভয়, বন্ধ চোখে দেখি গোর, মাটি, ঘুরঘুট্টি আঁধার
কি হবে আমার, কে হবে আমার, কেমন করে থেকে যাব একা
মিটে না আশ, হয় না সমাধা এ অলীক ধাঁধার।

আনন্দ উল্লাস সব মাটি লাগে ছাই লাগে, লাগে আমায় বিমর্ষ
কিসের তরে তবে হিংসা অহম ঈর্ষা স্বার্থ, কিসের তরে এ অমর্ষ!
ক্ষমা করো আমার আল্লাহ, দাও কাটিয়ে দুনিয়ার মোহ
আপন হবে আমার মাটি, আঁধারে একাকিত্বে, নয় আমার এই ইহ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। মৃত্যু কাউকে ক্ষমা করবে না। সময় ফুরে গেলে সবাইকে বিদায় নিতে হবে। চমৎকার একটি ইসলামিক কবিতা। শুভেচ্ছা সহ শুভ কামনা রইল।।
মোঃ মোখলেছুর রহমান ক্ষমা করো আমার আল্লাহ,দাও কাটিয়ে দুনিয়ার মোহ........ইহ। হৃদয় ছোঁয়ে গেল। ধন্যবাদ।
নাজমুল হুসাইন থিম গুলো ঠিক আছে।আরো পরিপক্ক হবেন নেক্সটে এই আশায় পরবর্তি সংখ্যা পড়ার অপেক্ষায় রইলাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মৃত্যু পরবর্তী কথা ভাবলেই ভয় জেগে উঠে প্রাণে। এই লেখায় মূলতঃ পরকালের ভয়ের কথাই বুঝানো হয়েছে।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী