মিলে না মুক্তির পথ...

লাজ (জুন ২০১৮)

এই মেঘ এই রোদ্দুর
  • ১১৫
রাত ঘুমের কাছে বিকিয়ে দিয়েছি, দুচোখে ভর দিয়ে সকাল উঠে দাঁড়ায়
চোখ বড্ড ক্লান্ত, স্বপ্ন ছিল নাকি দুঃস্বপ্ন!!
আচ্ছা স্বপ্নগুলো হারিয়ে যায় কেনো!
ভেসে ডুবে স্বপ্ন সমুদ্দুরে রাত পিছন ঠেলে সকাল ভর করে চোখে
তবুও ঘুম স্বপ্নে বিভোর থেকে আধ খোলার স্মৃতির পাতায়
খুঁজে ফিরি ভুলে যাওয়া স্বপ্ন, না কিছুতেই ফিরে আসে না স্বপ্নরা!
রাত হয় স্বপ্নের অথবা দুঃস্বপ্নের...
অথচ এই রাতেই কিছু বিকিয়ে দেয়া দেহের কাছে কেউ সুখ খুঁজে
পাপের খাতায় নাম লিখিয়ে হাতের মুঠোয় পোরে টাকার বান্ডিল,
রাত বদলে যায় রাতের চাদরের নিচে, রাত গিলে খায় পাপ।
অথচ ওরাই সকালের আলোয় চোখ পুড়িয়ে নিষ্কলঙ্কের ভান ধরে
ক্ষণিকের তরে চোখের পাতায় লজ্জাদের শুইয়ে দিয়ে
লোভকে জেটিয়ে বিদায় দিয়ে হেসে উঠে পূর্বাশার আলোয়।
কোন এক রাতে যদি আমি ফড়িং হতে পারতাম
রাতের বুকে চষে বেড়াতাম স্বপ্নের ঝুলি হাতে,
স্বপ্ন বিলাতাম, নষ্টদের মাঝে, চোখে ছুঁয়ে দিতাম পবিত্র ঘুম।
আঁধার ভয় পাই বলে আমার আর ফড়িং হওয়া হয়ে উঠে না,
আমি থেকে যাই এখানেই শুয়ো পোকা হয়ে
ভয় জয় করতে পারি না, কেবল রাত নেমে আসে চোখে
একটু বাদেই আকাশ ভেঙ্গে রোদ নামবে
দেহ বিকিয়ে দেয়া মানুষ আর যারা টাকায় সুখ কিনেছিল মিনিট পাঁচেকের জন্য
তারাও মিশে যাবে আলোর মিছিলে
এখানে স্বপ্ন দুঃস্বপ্ন কেউ মনে রাখেনা
ভদ্র অভদ্র পাপ পুন্যি, শুদ্ধ অশুদ্ধতা নিয়ে কেউ মাথা ঘামায় না,
কেবল আমিই ভেবে যাই অন্তহীন
হেঁটে বেড়াই ভাবনার বেড়াজাল ছিন্ন করে এপথ ওপথ।
হোচট খেয়ে ফিরে যাই সকালের বাহুতে
বৃত্তবন্দি হয়ে পালাবোই বা কোথায়,
নেই কোথাও মুক্তি না আলোয়, না আঁধারে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) নেই কোথাও মুক্তি না আলোয়, না আঁধারে।............................... জীবনের কঠিন বাস্তবতা , কেউ সেটা ভোগ করে কেউ করে বেচে ফেরার অপেক্ষা কেউ চায় দুমুঠো ভাত। বাহ আপি সুন্দর লেখা কিন্তু তাদের কথ আমনে পড়তেই খারাপ লাগছে কেমন ।
Jamal Uddin Ahmed আঁধার জয় করে ফড়িং হয়ে উঠুন। শুভ কামনা।
রাহাত "আঁধার ভয় পাই বলে আমার আর ফড়িং হওয়া হয়ে উঠে না" দারুণ লেখা। অনেক অনেক শুভ কামনা।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত কবিতার অৰ্থ , উপস্থাপনা সব মিলিয়ে ভাল লাগল । ভোট আর অনেক শুভকামনা রইল ।
মাইনুল ইসলাম আলিফ অসাধারণ ! অসাধারণ ! অসধারণ।এর বেশি কিছু বলার ভাষা নেই আমার।শুভ কামনা আর ভোট রইল।আসবেন কিন্তু আমার পাতায়। গত সংখ্যায় জাহাঙ্গীর ভাই কে তিনটা অসাধারণ লিখেছিলাম। উনি প্রথম হয়ছে।এবার আপনার পালা।
সেলিনা ইসলাম আঁধারে থাকা কিছু নির্লজ্জদের আলোতে লজ্জা পাবার কাহিনী কবিতায় চমৎকারভাবে উঠে এসেছে। শুভকামনা রইল।
এস জামান হুসাইন যেমন সুন্দর কবির নাম তেমন সুন্দর কবিতা। ভাল লাগল।
Shamima Sultana অনেক ভাল লাগল সমাজের কিছু নষ্ট চিত্র স্বপ্ন দুঃস্বপ্নের মাঝে দেখালেন। শুভ কামনা থাকল ভোট দিয়ে গেলাম আমিও আশা করব
মোঃ নুরেআলম সিদ্দিকী হোচট খেয়ে ফিরে যাই সকালের বাহুতে বৃত্তবন্দি হয়ে পালাবোই বা কোথায়, নেই কোথাও মুক্তি না আলোয়, না আঁধারে। দারুণ লিখেছেন কবি, চমৎকার মনকাড়া কবিতা। অনেক শুভকামনা সহ শুভেচ্ছা রইল

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

রাতের আঁধারে যারা লজ্জা বিকিয়ে টাকা কামায় তাদের নিয়ে লেখা, এখানেই লাজ বিষয়টি ফুটে উঠেছে।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী