তার চে তুই আমার কলজে কাটা ডাক্তারই হ! হবি?

প্রশ্ন (ডিসেম্বর ২০১৭)

এই মেঘ এই রোদ্দুর
আমি দূরেই থাকি না হয়, তুই তো বেশিই চাইছিস
কিইবা আর দেয়ার আছে আমার, না প্রেম না ভালবাসা;
নিজের হৃদয়টা তো সেই যুগ আগে থেকেই ফুটো,
জমা নেই এক ফুটা আবেগ... কলজে ভর্তি পাথর।
ইচ্ছে হয় তোর সামনে অপারেশন টেবিলে শুয়ে পড়ি
আর তুই হবি আমার কলজে কাটা ডাক্তার।
নে মার্কার হাতে, আগে এঁকে নে,কই থেকে কই পর্যন্ত কাঁটবি
শুন্ না, থিয়েটারের আলো জ্বালিস নে..
এত আলো আমার আর সহ্য হয় নে
তোরা তো ঝলসানো আলোয় বিরিয়ানি খাস!
আর আমি আঁধারের চাদর টেনে নেই চোখে।
আমি দীর্ঘশ্বাস খাই, হতাশা চিবাই আর
নিমের রস সমেত তিক্ত কথন গিলি
ডুকে ডুকে অবহেলা করি গলদঃগরণ।
হিংসুটে প্রেমিক শুন্,
এনেস্তেসিয়া লাগবে না...
কাটাকুটিতে ভয় লাগে না আর
না না, কষ্টও না!
দিনের পর দিন হৃদয়ে রক্তক্ষরণ সে কি কষ্টের
সে বুঝবি নে, তুই তো বলেই খালাস! প্রেম নিবি!
যদি আমি বলি....
কষ্ট ধার নিবি? তা নিবি না সে জানি রে
তুই তো প্রেমই নিতে আসছিস তাই নে?
কলজে ভর্তি পাথর, পরিস্কার করে তোর দখলে নিয়ে নিস।
তার চেয়ে তুই আমার কলজে কাটার ডাক্তারই হ,
কাঁচি হাতে দাঁড়া শিয়রে আমার,
হাতে পড়ে নে গ্লাবস, মুখে মেকি মুখোশ
আর সবুজ এপ্রনে তুই সৌষ্টব পুরুষ...
এনেস্তেসিয়ার বদলে আমি তোর সবুজ দেহাবরণ থেকে
নিঃশ্বাসে অক্সিজেন নিব, তোর ঘ্রাণে মাতাল হয়ে
আমি নিস্তেজ হব, তুই হবি কলজে কাটা ডাক্তার!
কিসব যন্ত্রপাতি যেনো!
একটা কাঁচি, একটা সুই, সুতা, রাব আর এসিড নিস প্লেটে
কেটে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দে
বুকের বাম পাশটা....
এসিড দিয়ে সব ব্যথা জ্বালিয়ে দিস ডাক্তার, জ্বালিয়ে দে!
জ্ঞান ফিরবে কি ফিরবে না
ভাবিস নে, কলজে ভর্তি পাথর নিয়ে চাইনে বাঁচতে!
কেনোই বা চাইব? তুইও তো প্রেম চাস, আবেগ চাস
অনুভুতি চুপসে গেছে, ভালবাসা বুঝি নে আমি
শুধু হিংসা বুঝি, দাঁতে কটমট বুঝি আর
কপালে জমা ঘাম বুঝি!
সেলাইনের সুইটা আমার চোখে গেঁথে দে ডাক্তার
তোর হাতে কাঁচি সে দেখতে পারব নে...
ইঞ্জেকশনের সুই দিস ঠোঁটে
যাতে তোর কাটাকুটিতে
উহ আহ বলে ডিস্টার্ব করতে না পারি।
আর প্রেম চাইবি?
না একফোটা দুঃখ নিবি?
সে তোর বিবেচনা!
তার চে তুই আমার কলজে কাটা ডাক্তারই হ!
হবি?

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু দিনের পর দিন হৃদয়ে রক্তক্ষরণ হলে তা কি যে কষ্টের সেটা যার রক্তক্ষরণ হয় কেবল সেই বোঝে। অনেক মানসম্পন্ন কবিতা। শ্রদ্ধা জানবেন। শুভকামনা। ভাল থাকবেন।
মামুনুর রশীদ ভূঁইয়া ভালো লিখেছেন.. ধন্যবাদ
রাকিব মাহমুদ তার চে তুই আমার কলজে কাটা ডাক্তারই হ!" বিষাদমাখা লাইন.. শুভেচ্ছা আর ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রন রইল।
মোঃ মোখলেছুর রহমান নিজের হৃদয়টাতো সেই যুগ আগে থেকেই ফুটো,জমা নেই একফুটা আবেগ..... ভাল লাগল,সাথে শুভ কামনা।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৭

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী