একদিন প্রসূতি হাসপাতালে (ভালবাসার ঋণ)

ঋণ (জুলাই ২০১৭)

এই মেঘ এই রোদ্দুর
  • ৮৭
চকচকে মেঝে হেঁটে হেঁটে এখান ওখানে পায়চারী
টিমটিম মৃদু আলো- শীতাতপ কক্ষে নি:শ্বাসটা ভারী
ঊনত্রিশ পোয়াতি মা -বেডে বেডে শুয়ে হাঁসফাঁস ক্ষণ
সময় কি আর হয় পার - নীড়ে ফিরে যাওয়ার তরে পাগল
একেকটি মন।

যন্ত্রনায় কুঁকড়ায় এক ভবিষ্য মা ছলছল চোখে
নার্সের পানে অবাক তাকিয়ে থাকা-মলিন মুখে
রক্তের চাপ বাড়ছে কমছে - অসহায় সটান শুয়ে
বেডে এপাশ ওপাশ হাতে স্যালাইন টপটপ ঝরে
ধীরে নল চুয়ে।

পর্বত পেটে মেশিন ছুঁয়ে আছে প্রজন্মের হার্টবিট
শ্বাস উঠানামা দেখি - যন্ত্রে ধড়াস ধড়াস পিটপিট,
হার্টের শব্দ শুনতে পাই- পৃথিবীতে আসার পূর্বেই,
তলপেটে ভুমিকম্প তুলে প্রজন্ম খেলছে ফুটবল;
মা-সে লড়বেই।

একশত চল্লিশ কি পঞ্চাশ হার্টবিট নার্সের হাসি
বাচ্চার সবই ভাল, চিন্তা নেই, নার্স যেনো স্বপ্নচাষী
ভবিষ্যত মা নিশ্চিন্ত, আবেগে পেটে হাত, ভালবাসি
সব খুশি সঙ্গে নিয়ে আয় বাঁচা, আমি মা-যে অপেক্ষায়
বসে সুখ নাশি।

দেহের ওজন নিয়ে হাঁটা দায়, মা সাবধানে পা ফেলে
ঘুম নেই চোখে তবু স্বপ্ন তার মনে হরদম খেলে
ক্যানোলা গাঁথা শিরায় হাত পেটে রেখে বাচ্চার স্পন্দন
ঠাহর পেতে আপ্রাণ চেষ্টা মন ডুবিয়ে শুনে, সন্তান
আহ্ সেকি বন্ধন।

অপেক্ষার পালা হবে শেষ, প্রসব ব্যথায় কাতরাবে
দাঁতে দাঁত পিষে আর কত সহ্যের সাগরে সাঁতরাবে!!
ধৈর্য্যের বাঁধটা ভাঙ্গতে ভাঙ্গতে সহসা পৃথিবী কাঁপিয়ে
কান্নার ভেঙ্গে আসবে খুশির বারতা নিয়ে সেই শিশু
আর মা হাঁপিয়ে।

মা নিথর বেডে শুয়ে বিতৃষ্ণার ব্যথা সর্বাঙ্গে বিমর্ষ
একোলে ওকোলে বাবু কাঁদে হাসে মুগ্ধ পরিবেশে হর্ষ
নিভৃতে ফেলে চোখের জল কষ্টের সাগরে ভেসে মা-যে,
রক্তে ভেসে যায় প্যাড -শক্তি নেই দেহে, তবু মা'র মনে
কি সুখ যে বাজে!!

আচ্ছা তোমরাই বলো মা হওয়াটা কি চাট্টিখানি কথা
বাবারা, মায়ের পাশে থেকে অনুভব করো সেই ব্যথা!
রক্তগঙ্গায় ভাসছে মা সন্তান আগলে ধরেছে বুকে
কষ্টের তো সবে শুরু, বুঝতে পারছো, প্রস্রাবে শুয়েও
মা আহা কি সুখে!

আল্লাহ মহান তিনি দিয়েছেন মায়ার পায়ের তলে
সন্তানের বেহেশত, সন্তানরা যেয়োনা পায়ে দলে
সে সুখ, অনুভবের দোর খুলে ভেবে চিন্তে দেখো দেখি
মিষ্টি মধুর মা ডাক শুনতে কষ্ট সহন সেতো হতে
পারে নাকো মেকি!

মা-যে আমাদের- প্রভুর দেয়া নেয়ামত, জীবনে সুখের বীণ
কেউ কি পারব শুধতে মায়ের দেয়া সে ভালবাসার ঋণ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রংতুলি ভাল লাগল। শুভ কামনা সহ ভোট রইল।
ইমরানুল হক বেলাল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুন্দর করে ফুটে ওঠেছে কবিতাটি। তাই ভালোলাগায় ভোট (4) ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী পৃথিবীর সকল মায়ের প্রতি রইলে হাজারও সালাম। কবিতা খুব দারুণ হয়েছে। ভালো লাগা জানিয়ে অনেক শুভকামনা ও ভোট রইলো
খন্দকার আনিসুর রহমান জ্যোতি পর্বত পেটে মেশিন ছুঁয়ে আছে প্রজন্মের হার্টবিট শ্বাস উঠানামা দেখি - যন্ত্রে ধড়াস ধড়াস পিটপিট, হার্টের শব্দ শুনতে পাই- পৃথিবীতে আসার পূর্বেই, তলপেটে ভুমিকম্প তুলে প্রজন্ম খেলছে ফুটবল; মা-সে লড়বেই। মায়ের ঋণ কখনো শোধ করার মতো নয় .....অনেেক ভাালো লাগো শুভেেচ্ছা রইলো ...........
আন্তরিক ধন্যবাদ জ্যোতি দা ভাল থাকুন

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪