একাত্তুরের খোকা

গর্ব (অক্টোবর ২০১১)

সৌরভ শুভ (কৌশিক )
  • ৫৮
  • 0
  • ১০
মা: এই পাড়া আর সেই পাড়া,কোথায় গেলি হতচ্ছাড়া
আর কতকাল শুনবো নালিশ,তুই আমারে বলতে পারিস?

খোকা: দেখো মা কোন সুযোগ পেলে, দেখিয়ে দেবে তোমার ছেলে
আমায় নিয়ে গর্ব হবে,মুখে মুখে নামটি রবে।

সত্যি সত্যি সময় এলো, পূর্ব বাংলা অশান্ত হল।
যুদ্ধ করে আনবে জয়,বাঙালীরা পায় না ভয়।

মা: কি হয়েছে বলরে খোকা,থাকছিস কেন একা একা।

খোকা: ভাললাগেনা কিছু আমার, অনুমতি দাও যুদ্ধে যাবার।

দুষ্টু হলেও ছেলে তাহার, পণ করেছে যুদ্ধে যাবার।
দেশের জন্য যুদ্ধ করে ,আনবে এ দেশ স্বাধীন করে।
মা ভাবে তার ছোট্ট ছেলে, চিন্তায় দেখি দিয়েছে ফেলে।
কি করে সে বাধা দেবে, দেশ কি তবে পরাধীন রবে।

খোকা: ভয় কেন তুমি পাচ্ছ মা, তোমার ছেলে অত ছোট না।
স্বাধীনতা নিয়ে আসবে দেখো, লাটাই ঘুড়ি তুলে রেখো।
চোখে তোমার পানি কেন, তোমার ছেলে সাহসী জেনো।
বিজয়ী বেশে আসবে খোকা, তুমি না মা সত্যি বোকা !


পা ছুঁয়ে মার সালাম করে , যুদ্ধ চলে ন মাস ধরে।
আসবে খোকা যুদ্ধ শেষে, যুদ্ধ বিজয়ী বীরের বেশে।
খাবার রেঁধে বসে থাকে, খোকা এসে ডাকবে মাকে।
দিন চলে যায় মাস চলে যায়, খোকার তবু দেখা নাহি পায়।

কে বলে তার খোকা মরেছে,গর্বে মায়ের বুক ভরেছে
জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, মাকে দেয়া তার কথা রেখেছে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৌরভ শুভ (কৌশিক ) ফাতেমা প্রমি ,ধন্যবাদ নিও তুমি /
ফাতেমা প্রমি বেশ ভালো লাগলো,বিশেষ করে স্টার্টিং.....।
সৌরভ শুভ (কৌশিক ) অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা তোমাকে / সুন্দর অনুভুতি জানিয়ে লিখতে অনুপ্রেরণা জুগিয়েছ আমাকে /--@Monir Khalzee @রোদেলা শিশির (লাইজু মনি )@সেলিনা ইসলাম @খোরশেদুল আলম @শেখ এ কে এম জাকারিয়া /
খোরশেদুল আলম কে বলে তার খোকা মরেছে,গর্বে মায়ের বুক ভরেছে // সুন্দর গর্বের কবিতা, বেশ ভালো লাগলো।
সেলিনা ইসলাম এ যেন কবিতা নয় মুক্তিযুদ্ধ ভিত্তিক সফল নাটিকা যা মনে করিয়ে দিল ক্ষুদে মুক্তিসেনা রুমির কথা -অসাধারন গাঁথুনি , শুভকামনা কবি ।
রোদেলা শিশির (লাইজু মনি ) আমার এক শিক্ষক বলতেন .., সহজাত কবি তাকেই বলা হয় যে , অনুকরণ প্রিয় নয় , কিন্তু অনুকরণকে আশ্রয় করে সৃষ্টিশীল চেতনায় নিজেকে বিকশিত করতে পারে . অর্থাৎ বারমুডা ঠাস ! চমত্কার কবিতা ...! এগিয়ে যান ....! আর গল্প কবিতার সাথেই থাকুন সবসময় সম্মুখতালে .... !
মনির খলজি ছেলের বীর মৃত্যু মায়ের মনকে শোকাহত না করে বরং গর্বই এনে দিয়েছে ......খুবই সুন্দর একটা মুক্তিযুদ্ধ চেতনাই আবদ্ধ কবিতা.....এখন সেই মায়েদের আজ খবর কে রাখছে ? শুভকামনা রইল
সৌরভ শুভ (কৌশিক ) ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তোমায় ,আমার লেখা পরে ধন্য করেছ আমায় /@Md. Akhteruzzaman ,@চৌধুরী ফাহাদ @M.A.HALIM
M.A.HALIM সব কিছু মিলিয়ে অপূর্ব একটি কবিতা। শুভ কামনা বন্ধুর জন্য।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪