মা

মা (মে ২০১১)

খন্দকার নাহিদ হোসেন
  • ২৬
  • 0
  • ৯৫
এ শব্দের পর শব্দগুলো যে হাত দিয়ে লিখছি
সে হাত জানে, চোখে লুকানো থাকেনা কোনো দীপ
আধারে; এ ছটফটানি এক কিশোরীর কষ্ট
বেলা শেষের চাঁদটা যার কপালের সাদা টিপ।

যন্ত্রণায় থরথর করে কাঁপা যায় যেন গা চিত্য
চাপা বোধ দুর্বোধ্যে শেষমেশ আছড়ে খুলি ফাটাতে চায়
পুনর্জন্ম আর কর্মফলের ব্যাখ্যায় আমি লাথি মারি
কণ্ঠার ঘৃণা জানাই মানুষ¬¬-মানুষীর জান্তব পুতুল খেলায়।

জাগেনি কখনো সাধ এ বোধ ফেরী করবার
মেয়ে তুই কাঁদিসনা,তুই-ও একদিন মা হবি
পাপীরা দুঃখবিলাস করুক,তবু মাতৃত্বের গল্পে ওরা নেই
ওদের নীল দেয়াল থাকে,থাকে ফ্রেম শুধু থাকেনা ছবি।

এ শব্দের পর শব্দ-নয় বোঝাতে অশ্রু বা গোঙানি
তবে কি লিখছি,কিছু কি লিখছি এই হাতে?
বুকের শুক পাখি জানে,আমার ভালোবাসার কসম
ভালোবাসার সাধ জাগে ব্যথায়,রাতে আর প্রভাতে।

পেটে ধরবার ব্যথা,তীক্ষ্ণ কাতরানি কারে কয় জানবোনা
মেয়ে তুই জানবি,কান্নায় দিবি দুধ কখনো ভাত-রুটি
জানিস বিনিময়ে শিরার লাল-নীল সব রক্তের ফোটা তোর
কাঁদিসনা পাগলি,মা কখনোই বানায়না পুতুল খেলার ঘুঁটি।

সাত আসমানের বিষাদ লিখবো বলেতো নয় কলম ধরা
ক্লান্তিতে হাত ঘড়ি থেমে যায় তবু বুক পোড়ে,পুড়ুক
না খোদা অভিযোগ নয়,নয় প্রশ্নের ভাষায় কেন
অধম আমরা তোমার আশ্বাস,‘নিশ্চয়ই দুঃখের সাথেই আছে সুখ’।

তারপর সুখের খোঁজে ছেনেছুঁয়ে এপিঠ-ওপিঠ দুঃখ দেখি
মেয়ে জানি,বুকের ঘরে রাখবার আগেই বদলে যায় জানা-অজানা
তবু বিশ্বাসের চোখে বিকেলের চাঁদ তোর কপালের সাদা টিপ
আর আমার কবিতারা জানে আমি কতদিন ঘুমাইনা........
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লক্ষীছাড়া ভালো লেগেছে, ভাব বেশ ভালো.
নিভৃতে স্বপ্নচারী (পিটল) আর আমার কবিতারা জানে আমি কতদিন ঘুমাইনা....... অসম্ভব ভাল লিখেছেন......অসাধারণ
শিশির সিক্ত পল্লব সত্যিই ভাই.......সুন্দর একটা.........আশাকরি আগামী সংখ্যায় এমন ভাল কবিতা আবার উপহার দিবেন.....
সূর্যসেন রায় প্রথমেই আমি লজ্জিত এই কবিতাটি এতদিন আমার চোখে না পড়ায় ।বেশ কিছু দিন পর মনে হচ্ছে এই দেশে আরেকজন জীবনানন্দ আমাদের গল্পকবিতা'র ভেতরেই আছে ।শুধু আমরা তাঁকে চিনতে পারিনি ।আর আপনি আমার 'মায়ের পর বৃদ্ধাশ্রমে'কবিতাটি পড়ে কমেন্টে বলেছিলেন," সামনে একজন বড় কবিকে পাচ্ছেন!" ।আমার দেখে খুব হাসি পেয়েছিল ।আসলে আমি গদ্যকবিতা একটু ভিন্ন স্বাদে ভিন্নধারায় লিখি ।এতে অনেকে কবিতায় কি বুঝাতে চাই তা সহজে বুঝে না !। তবে আপনার কবিতায় জীবন ও সময় নিয়ে ভাবনা আমাকে আকৃষ্ট করেছে ।শুভ কামনা রইল.....
ওবাইদুল হক আমার কবিতারা জানে আমি কত দিন ঘুমাইনি । হে ভাইয়া আপনার লেখায় মনে হয় আপনী সখের বশে কবি হতে আসেননী । তার কারন কষ্টের ফল প্রসু একদিনে কেউ পাইনা । সেটার অনেক সাধনা করেত হয় । ভাইয়া একটু আমায় নিয়ে বলি । আমার এই লেখার জীবন দশ বছরের সাধনা । সেই সাধনায় আজ এই টুকু পযন্ত আসলম । জানিনা বাকি টুকু আল্লাহর হাতে । আমার জণ্য দোয়া করবেন আমি তোমার জন্য দোয়া করি । ধন্যবাদ ।
এফ, আই , জুয়েল কবিতায় ভাষার চেয়ে ভাবের প্রভাব বেশী । good.
মোঃ আক্তারুজ্জামান যন্ত্রণায় থরথর করে কাঁপা যায় যেন গা চিত্য- একটু অসতর্কতা আর ভুলের জন্য কবিতাটির সৌন্দর্য্য হানি ঘটেছে! আপনাকে আমার শক্তিশালী কবি মনে হচ্ছে !
আনিসুর রহমান মানিক পেটে ধরবার ব্যথা,তীক্ষ্ণ কাতরানি কারে কয় জানবোনা মেয়ে তুই জানবি,কান্নায় দিবি দুধ কখনো ভাত-রুটি জানিস বিনিময়ে শিরার লাল-নীল সব রক্তের ফোটা তোর কাঁদিসনা পাগলি,মা কখনোই বানায়না পুতুল খেলার ঘুঁটি। -----------ভালো লাগলো /
বিষণ্ন সুমন এই কবিতাটিতে আমি আগেও কমেন্ট করেছিলাম, কিন্তু মুছে দেওয়া হলো কেন বুঝলাম না. তবে আমার কমেন্ট করার কিছুই নেই এখানে, এটা এমন এক সৃষ্টি যা আস্বাদে কেবল নির্বাক হয়ে যেতে হয়. আসলেই কিছু বলার নেই আমার. এ গ্রেট সেলুট ফর ইউ ইয়ং ফেলো . ....অল দা বেস্ট.

২৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪