গর্বে ভরা গাঁও

গর্ব (অক্টোবর ২০১১)

Kazi Mahmood Shakib
  • ৪৫
  • 0
জানো কী কেউ কত সুন্দর মোর গাঁও ?
বঝিবে না আদৌ যদিনা সেথায় যাও।
ছোট সে গাঁ খানি ঢেকে আছে তরুতলে,
ঘেঁষিয়া তাঁরে এক ছোট নদ ভরে গেছে অথৈ জলে।

দিগন্ত জোড়া মাঠ আর মাঠ ভরা ঘাস,
সেথায় এক সবুজ ছায়ায় আমার গাঁয়ের বাস।

যাবি কী তোরা মোর ছোট সে গাঁয়?
সবে (গ্রামবাসী) তোরে করিয়া নিবে আপন ঢাকিয়া রাখিবে নেহায়।
সকলে (গ্রামবাসী) মোরা ভাই-বোন নহে কেহ পর।
বাসি মোরা সকলেরে ভালো।
যেন, গাঁও-ই মোদের ঘর।

আকশ ভরা নীলিমা আর রাত্রি-বেলায় তাঁরা,
তাহার মাঝে এক-খানা চাঁদ দিচ্ছে স্বর্গের সাড়া।

চাষি চাচা চাষ করিছে মাঝি বাইছে তরী,
এক-ধারে তার ছোট ক্ষেত সোনায় গিয়াছে ভরি।
পক্ষি-কূলের গলায় গলায় নানা রং-এর রব।
ছোট-এ গাঁ লইয়া অন্তহীন গরব!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ গ্রামবাংলা সংখ্যায় দিলেও এটা জমতো। এখানেও জমেছে
মনির মুকুল ‘হেথায়’, ‘সেথায়’, ‘মোরা’- এ জাতীয় শব্দের বিকল্প ব্যবহার শুরু হয়েছে অনেক আগে থেকেই। আধুনিক কবিতার শব্দাবলী রাবীন্দ্রিক যুগের আবহে থাকতে চায় না। এই লেখাটার গায়ে এখনও সেই সময়ের চাদর মোড়ানো। সে সময়ে তারাও কিন্তু নতুনের কেতন উড়িয়েছেন।
Kazi Mahmood Shakib ধন্যবাদ @সকলকে।
প্রজাপতি মন চাষি চাচা চাষ করিছে মাঝি বাইছে তরী, এক-ধারে তার ছোট ক্ষেত সোনায় গিয়াছে ভরি। পক্ষি-কূলের গলায় গলায় নানা রং-এর রব। ছোট-এ গাঁ লইয়া অন্তহীন গরব!! অসম্ভব ভালো লাগলো সুন্দর এই কবিতাখানি.
চৌধুরী ফাহাদ স্নিগ্ধ সুন্দর।
Kazi Mahmood Shakib গর্ব বিষয়ে প্রথম কবিতা দিয়ে যেন আজ আমি নিজেই গর্বিত।......@ মনীর দাদা.............................. এটি আমার প্রথম কবিতা তাই কম্পিউটারে টাইপ করতে গিয়ে কিছু বানান-এ ভুল হয়েছে তাই সবার কাছে ক্ষমা ছাইছি......আশা করছি ক্ষমা করবেন........................ ধন্যবাদ সবাইকে...........................।
মনির খলজি গ্রামকে নিয়ে এযেন আরেক জসিম উদ্দিনের কবিতা পড়লাম ...খুব সুন্দর। তবে, 'সকলে (গ্রামবাসী) মোরা ভাই-বোন নহে কেহ পর।' ভাই-বোন এর পর যতই চিহ্ন ( , ) কমা ব্যবহার করা উচিত ছিল বলে মনে হয়...তা না হলে ভাবটা উল্টোও প্রকাশ করছে ....কবির জন্য শুভো কামনা রইল
Kazi Mahmood Shakib Thanks............@মিজানুর রহমান রানা ভাই
মিজানুর রহমান রানা দিগন্ত জোড়া মাঠ আর মাঠ ভরা ঘাস, সেথায় এক সবুজ ছায়ায় আমার গাঁয়ের বাস।-----------------অপূর্ব কবিতা। ভোট দিয়ে দিলাম ভাইজান। ভালো থেকো। শুভ কামনা।
Kazi Mahmood Shakib এইটাই আমার আসল বয়স কিন্তু জন্মনিবন্ধন করা হয়েছে ১৯৯৭,২০মার্চ।@Lover munna দাদা....

২০ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী