ব্যর্থ প্রচেষ্টা

কষ্ট (জুন ২০১১)

রবিউল ই রুবেন
  • ১৮
  • 0
  • ১৭৭
জানি আমার এ কবিতা তুমি পড়বে না
তবু লিখতে হলো
কোন উপায় ছিল না আমার
ভুল হলে ক্ষমা করো।
যাবার বেলায় ভাবলাম আমার
এ মর্মান্তিক কাহিনী,
যা বলতে গেলে দুঃখে ভাঙ্গে বুক
দুচোখে ঝরে পানি।
সর্বক্ষণ অস্থির হয়ে থাকে
বিষাক্ত এই মন,
কুরে কুরে শেষে করে দিচ্ছে
প্রাণটা প্রতিক্ষণ।
কাউকে বলে যদি কিছুটা
হালকা হওয়া যায়।
নেমে গেলাম প্রান্তরে তাই
ব্যর্থ প্রচেষ্টায়।
ঢেকে ঢুকে রাখতে পারলাম না
কোন কিছু,
নির্দ্বিধায় লিখে গেলাম তাই
গোপনীয় সবকিছু।
ভালোবেসে প্রথম যখন
হাতে রেখেছিলে হাত,
চোখে চোখে চোখ রেখে কেটেছিল
প্রায় একটা রাত।
কথা দিয়েছিলে থাকবে তুমি
সারাজীবন আমার,
আমি চাইলে করবে আমার সাথে
গোপনে অভিসার।
কিছুদিন যেতে না যেতেই হয়ে গেলে
তুমি অন্য মনা,
কোথাও বেড়াতে নিয়ে যেতে চাইলে
রাজী হতে না।
সেই থেকে হৃদয়ের তারে
পড়তে থাকল মরিচা,
অনেক চেষ্টাতেও উঠাতে পারলাম না
করে অনেক ঘষা মাজা।
ধীরে ধীরে তুমি চলে গেলে
দূর থেকে বহু দূরে,
পারলাম না দিতে এ মন থেকে
তোমায় মুক্ত করে।
কতদিন, কত রাত তোমায় ভেবে
ফেলেছি চোখের জল,
শেষপর্যন্ত বুঝলাম সবই মিথ্যে
হলো সব বিফল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
sakil ভালবাসার কষ্টে ঘেরা কবিতা সুন্দর না হয়ে যায় না . ভালো লিখেছেন . শুভকামনা রইলো .
সূর্য ভালোবেসে প্রথম যখন হাতে রেখেছিলে হাত, চোখে চোখে চোখ রেখে কেটেছিল প্রায় একটা রাত।>>>>>>ভালবেসে প্রথম যেদিন/ হাতে নিলে হাত//চোখে চোখ রেখে চেয়েছিলে/ কেটে গেছে রাত//-------- খুব বেশি কিন্তু বদলাবার দরকার নেই। শুধু ছন্দের মাত্রাগুলো যদি ঠিক রাখতে পারো এ কবিতাটাই পড়তে ভাল লাগবে। লিখার পড় বার বার পড়, সুর দিয়ে পড়, তাহলেই বিচ্যুতিগুলো নিজের কাছেই ধরা দিবে, সেগুলো সংশোধন কর ব্যস।
সৌরভ শুভ (কৌশিক ) ব্যর্থ প্রচেষ্টা,কবিতা পড়িবার বেড়েছে তেষ্টা /
রবিউল ই রুবেন কবিতা পড়ে ভালো কি মন্দ জানান।
রবিউল ই রুবেন আবু ফয়সাল আহমেদ, শাহনাজ আক্তার, ইফতেখারুল ইসলাম, শিশির সিক্ত পল্লব, মামুন ম.আজিজ, আব্দুল মুকিত আন্ নোমান, খোরশেদুল আলম, সালাউদ্দিন, ডলি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার লিখা পড়ে মন্তব্য করার জন্য।
খোরশেদুল আলম ভালো তবে গল্পের মতো হয়েগেছে কবিতার মতো লিখতে হলে আরো নজর দিতে হবে।
আন্ নোমান ছন্দ-অন্ত্যমিলের দিকে আরেকটু নজর দেওয়া দরকার ।চালিয়ে যান...
মামুন ম. আজিজ ছন্দ কবিতা সে কারনেই ছন্দ রীতি কবিতার চাহিদা। সেই রীতির স্বরবৃত্ত কিবঙা মাত্র বৃত্ত কোনটির পূর্ণতা পরিপূর্ণ নয় বিধায়.....আবৃতি করতে গেরে বাধা আসে ধ্বনি উচ্চারণে। না হলে ভালই হচ্ছিল।
রবিউল ই রুবেন আক্তারুজ্জামান আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৯ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪