স্বপ্ন

স্বপ্ন (জানুয়ারী ২০২১)

দীপঙ্কর বেরা
  • ৬২৪
তুমি স্বপ্ন দেখো
আমি তোমার পাশে আছি
আমরা তোমার পাশে আছি;
সেই স্বপ্ন সাকার করার জন্য
যা যা চাই সব দিতে পারি
আকাশ পাতাল স্বর্গ মর্ত্য
সব জায়গায় থেকে সব কিছু এনে দিতে পারি।

তুমিও জানো
কোন স্বপ্ন মস্তিষ্কের কঠোর শ্রমের বাইরে সফল হয় না
শিক্ষা বাদ দিয়ে সফল হয় না
বইয়ের কালো অক্ষর ছাড়া সফল হয় না
পরিবার প্রতিবেশী গুরু ছাড়া সফল হয় না
সাধনা ছাড়া লক্ষ্য স্থির ছাড়া সফল হয় না
লুকিয়ে চুরিয়ে ফাঁকি দিয়ে সফল হয় না।

স্বপ্ন দেখার আকাশ চিনতে হয়
মাটিতে দাঁড়িয়ে বোধ সংগ্রহ করতে হয়
পারদর্শিতায় মন ঠিক করতে হয়
ভাল লাগার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়তে হয়
নিজের তুলনায় নিজেকে মর্যাদা দিতে হয়
তবেই স্বপ্ন
স্বপ্নচিত্রের আঁকা বাস্তব কথা বলে।

তুমি যদি স্বপ্ন দেখতে না শেখো
তাহলে তুমি মস্তিষ্ক বাদ দিয়ে
বোধ বুদ্ধির মতলবী ভাবনায়
পরিবারকে লুকিয়ে পাড়া প্রতিবেশীকে তোয়াক্কা না করে
গোপনে বিরক্তির উড়ান তৈরি করো
অন্যে যা বলে যা বলা হয় সব কিছুকে ভারী মনে করো
এটা ওটা ছুঁড়ে ফেলো
নিজের না-স্বপ্নকে চাপা দিতে থাকো।

তুমি ভুলে যাও তোমার স্বপ্ন দেখার সাথে
আমি আছি আমরা আছি
সবাই মিলেমিশে তবেই স্বপ্নের সোপান তৈরি হয়
সেই স্বপ্নের চূড়ায় তুমি থাকবে
শুধু তুমি
আমরা সবাই তোমাকে উপরে তুলে দিয়ে
নীচে দাঁড়িয়ে থাকব
হাততালি দেবো
সেই স্বপ্নের তুমিই রাজকুমার তুমিই রাজকুমারী।

তাই তুমি স্বপ্ন দেখো
বড় হওয়ার স্বপ্ন দেখো
মানুষ হওয়ার স্বপ্ন দেখো।

তুমি স্বপ্ন না দেখলে
আমিও যে স্বপ্নহীন হয়ে যাব
আমরা সবাই স্বপ্নহীন হয়ে যাব
দেশ দশ স্বপ্নহীন দিশাহীন ভবিষ্যৎ হয়ে যাবে।

স্বপ্নবিহীন তুমিও
পড়াশুনা খেলাধূলা আঁকা লেখা
সবেতেই ফাঁকি শিখে যাবে
গোপনে নিষিদ্ধ ডেরায় হানা দেবে
মনের মধ্যে আয়েস আরামের বারান্দা গড়ে তুলবে।

তুমি তো জানো
কোন নিষিদ্ধ কখনই স্বপ্ন নয়
নেশা পেশা নেট পেট কিংবা গোপন
এসব কোন কিছুই কারো কোন স্বপ্ন নয়
স্বপ্নের পাতাল প্রবেশ মাত্র।

তাই তুমি স্বপ্ন দেখো
বড় হওয়ার স্বপ্ন দেখো
মানুষ হওয়ার স্বপ্ন দেখো
জীবন হওয়ার স্বপ্ন দেখো।

আমরা তোমার পাশে আছি
সাথে আছি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত apnar lekha ami pori ar porte valolage . abarer lekhata sundor .
ভালো লাগেনি ৮ জানুয়ারী, ২০২১
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০২১
Dipok Kumar Bhadra ভোট দিলাম।
ভালো লাগেনি ৬ জানুয়ারী, ২০২১
আন্তরিক ধন্যবাদ জানালাম ।ভালো থাকবেন ।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০২১
Dipok Kumar Bhadra খুব সুন্দর লিখেছেন।
আতিক সিদ্দিকী চমৎকার হয়েছে।
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০২১
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ।
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০২১
ফয়জুল মহী অনুপম অনুভূতি
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০২১
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০২১

২৬ মে - ২০২০ গল্প/কবিতা: ২৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪