ছলনা

মা (মে ২০২২)

সাদিকুল ইসলাম
  • ৭২
যে চোখের তীক্ষ্ণ তীরের আঘাতে
হার্ট মশাই মাতাল বনে বনবাসী হয়েছিল,
আজ বহুদিন গত হয়েছে,
সে চোখ অবসর নিয়েছে।

চলার চলতি পথে হঠাৎ থমকে দাঁড়াই,
এই সেই হীরক বসানো চিরচেনা চোখ,
যার জলকানীতে আমার চোখের পর্দা ছিঁড়েছে,
যে চক্ষু সাগরে
এক সময় দুঃসাহসীক সিন্দাবাদ হয়ে তরী ভাসাতাম,
পরক্ষণেই গায়ে চিমটি কেটে
নিশ্চিত হই,
অবিকল হলেও ব্র্যান্ড জনিত সমস্যা রয়েছে।

অবসরে যাওয়া চোখ দুটো
পেনশনের রশি ধরে
ঘোরে বেড়ায় মহিনীদের চোখে,
বেখেয়ালে সামনে এসে
পিলে চমকে অবশেষে
বস্তাবন্দী মধুমাখা স্মৃতির আস্ফালন।

যে চোখের পাপড়ি দিয়ে এক সময়
প্রেমের কবিতা লিখতাম ,
যে চোখের এক ফোটা নোনা জলে
বিষাদ সিন্ধু পাড়ি জমাতাম,
সেই চোখ আমার চোখে বৃষ্টি ঝরাতে পারে
ভাবতেই অমাবস্যার চাদরে গা শিউরে উঠে।

তোমার যে চাহনিতে
আসমানের তারা গুলো জোনাকি হতো,
পরান পাখি নাচতে নাচতে অস্কার জয়ের আনন্দ পেতো,
বড্ড মিস করি
তোমার সেই নয়নাভিরাম
চোখের পাতার ডিগবাজি,

আজ নিঃশব্দের সাগরে ডুবে,
জাগতিক চক্ষু বন্ধ করে,
পার্থিব চোখের আয়নায় তোমাকে দেখার চেষ্টা করি।
আর ভাবনার দুলনায় বসে,
হারানো দিনের যৌবনের মৌবনে,
অনামিকার ছলনার চাহুনির মর্ম খুজিঁ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী "অনন্য সুন্দর রচনা প্রিয় " মুগ্ধতা অশেষ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভালোবাসার মানুষ হারালেও মন থেকে মুছে ফেলা যায়না। দৈব ক্রমে স্মৃতি গুলো সামনে চলে আসে।

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪