ছিটকে পড়া কিশোর

শিশু (সেপ্টেম্বর ২০১৯)

সাদিকুল ইসলাম
  • ৭৪৭
ওরা শিশূ ওরা তরুন, ওরা বড় চঞ্চল-
ওরা চায় হাসি খুশি, ওরা চায় উচ্ছল।

দুঃখের কথা এই হলো যে, গরীব মোদের দেশ-
শিশু শ্রমিক ঝুঁকির কাজ, জীবন প্রদীব শেষ।

অনেক শিশু নির্যাতিত, আছে লোকের কাছে-
সুখের দিন আসবে তাদের, এই আশাতে বাঁচে।

ঝুঁকিপূর্ণ অনেক কাজে আছে তাদের হাত-
বৃষ্টি এলে পথ শিশুর কাটেনাতো রাত।

শীতের আঘাত তাদের গায়ে লেপ তোষকের ওম-
পেটের ক্ষুধায় অতিষ্ট সে, কেমনে আসে ঘুম।

লেখা পড়া সবাই করে ওরা করে না-
বই কেনা আর বেতন ফি দিতে পারে না।

সবাই যখন স্কুলে যায় বই খাতা কলম হাতে-
বস্তা কাঁধে নাম লেখায় সে টুকাই হিসাব খাতে।

রাজনীতিবিদ দেখায় লোভ দেবে অনেক টাকা-
ছোট একটা বল লিয়ে জনসভায় ফাঁটা।

টাকার লোভে অস্র ধরে করে মানুষ খুন-
এমন করেই শিশুর মনে ধরায় পাপের ঘুন।

বলবে কে ভাই হক কথা শোনার মানুষ নাই-
ছিন্নমুলকে ভালোবাসার মানুষ পেতে চাই।

সহানুবুতির হাত বাড়িয়ে সবাই আসুন আজ-
পড়াশোনার সুযোগ দেন বন্ধ করে কাজ।

ওরা বড় ওরা মহান, হবে একদিন-
সুখের হাওয়া আনবে ডেকে, রাখবে চিরদিন।

ভালবাসার মনটা দিয়ে তাদের করুন আদর-
তীব্র শীতে হয়ে উঠুন আরামদায়ক চাদর।

সুযোগ পেলে ওরাও হবে দেশের পরম ধন-
ওদেরও আছে সবার মতো কোমল একটা মন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাসুম পান্থ চমৎকার
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১৯
ধন্যবাদ ভাই।
মোঃ নুরেআলম সিদ্দিকী ঠিকই বলেছেন, সবার মতো ওদেরও একটা নরোম মন আছে। ওরা চায় দেশের জন্য কিছু করতে। অনেক শুভ কামনা।।
নাজমুল হুসাইন আপনি ভালো একটি কবিতা লিখবার চেষ্টা করেছেন,কিন্তু কিছু কিছু জায়গাতে অসংগতির দোষে দুষ্ট হয়েছে কবিতাটি।লিখবার সময় এ বিষয়টি খেয়াল রাখা জরুরী যে অন্তানুপ্রাস থাকতেই হবে এমন নয়,তবে যে কথাটি বোঝাতে চাই তা যেন স্পষ্ট এবং গড়মিল ছাড়াই পূর্নাঙ্গতা পায়।লিখে যাবেন,ভুল হোক,চর্চা থামাবেন না,দেখবেন আপনিই একদিন কবিদের কবি হয়ে উঠবেন।ধন্যবাদ।আমার এ মাসের গল্প কালো ডাইরি পড়ার আমন্ত্রণ জানালাম,সেই সাথে কবিতা-দুরন্ত কৈশোর।আসবেন সময় করে।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৯
ধন্যবাদ ভাই । সুন্দর উপদেশ মূূলক অনুপ্রেরনা দেয়ার জন্য।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পথ শিশুর জীবন নিয়ে ভাবনা থেকেই কবিতাটি লেখা।

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী