স্বাধীনতাকে খুঁজি

স্বাধীনতা দিবস (মার্চ ২০১৯)

মুহাম্মদ হুসাঈন ইকবাল
  • ৮৪
আমি প্রাণ ভরে সবুজ অক্সিজেন শূন্য শ্বাস নিতে চাই,
সেখানেও ! আমি স্বাধীনতাকে খুঁজে যাই ভাই।
আমার সবুজ পৃথিবীর আমি প্রিয় আবার আমিই চাষাই,
ভাই, সেখানেও আমি স্বাধীনতাকে খুঁজে যাই।

স্বপ্নের মগডালের ঐ অস্পর্শী চূড়ায় আমার ছোট্ট কুঁড়ে ঘর,
সেখানেও ! স্বাধীনতায় বাঁধ সাধে সবাই, আপন কিংবা পর।
সপ্নের শস্যবীজে উদিত দিগ্ধ আর দিগন্তজোড়া নতুন চিন্তাধারা,
সেখানেও! স্বাধীনতার বুকে বিষাক্ত তীর ছোঁড়া।

খোলস পাল্টে ফ্যাকাশে হয়ে যায় ঘুমিয়ে থাকা নির্জীব সপ্নেরা,
তবুও কারচুপির হাত থেকেই রেহাই পায় না স্বপ্নের স্বাধীনতা।
প্রতিদিন নতুন নতুন অদ্ভুতকর্মা সহাস্যমুখ চটচটে রহস্যের আবিষ্কার,
সেথায়ও স্বাধীনতা হোঁচট খায় একবার নয় বারে বার।

পৃথিবীর মহাব্যস্ত সময় ভুলতে শেখায় আমি আপন আমিই পর,
স্বাধীনতা নিয়ে আজও চেঁচায় সুশীল নামক আহাম্মকের দল।
তবুও রঙিন সপ্নবেলুন আয়োজনের মিছেমিছি জোচ্চুরির বাহার,
জাতির মাথাবলে স্বাধীনতা তোমার আর তোমাদের অধিকার।

মনুষ্যত্ব আর বিবেকের গলায় পরিয়ে ফাঁসি,
চশমখোর চক্ষুওয়ালাদের স্বাধীনতা নিয়ে নির্লজ্জ নগ্ন হাসাহাসি।
মানবতায় পাপ? আর অন্যায়ে, আনন্দের ছাপ,
আর এটাই আধুনিক স্বাধীনতার চূড়ান্ত ধাপ।

স্বাধীনতা তুমি আকাশচুম্বী,
দূরবর্তী কোন এক চাঁদ।
পরাধীনতা তোমার সমার্থক,
শব্দরুপে পৃথিবীর বুকে বেঁচে থাক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী মনুষ্যত্ব আর বিবেকের গলায় পরিয়ে ফাঁসি, চশমখোর চক্ষুওয়ালাদের স্বাধীনতা নিয়ে নির্লজ্জ নগ্ন হাসাহাসি। মানবতায় পাপ? আর অন্যায়ে, আনন্দের ছাপ, আর এটাই আধুনিক স্বাধীনতার চূড়ান্ত ধাপ। বেশ জমিয়ে দিছেন।। খুব সুন্দর কবি।।
আপনাকে ধন্যবাদ, আপনার মূল্যবান মতামতের জন্য। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে আমার পরবর্তী দিনগুলোর লেখালেখিতে অনুপ্রেরণা যোগাবে
মুহাম্মদ হুসাঈন ইকবাল আপনাকে ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান মতামতের জন্য। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে আমার পরবর্তী দিনগুলোর লেখালেখিতে অনুপ্রেরণা যোগাবে এবং অবশ্যই শব্দ চয়নে আরও অধিকতর সতর্কতা অবলম্বন করব।
কাজী জাহাঙ্গীর গল্প কবিতায় স্বাগতম। প্রতিবাদি আবেগটা বেশ স্পষ্ট কবিতায়। তবে শব্দ চয়নে আরে একটু সতর্ক হবেন, আপনার পথচলা আরে মসৃণ সমৃদ্ধ হউক এই প্রত্যাশায় ভোট রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

স্বাধীনতাকে নিয়ে ইহা আমার ব্যক্তিগত উপলব্ধি।

২৭ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪