শুন্যতা।

শূন্যতা (অক্টোবর ২০২০)

আশরাফুল আলম
  • ৫২৩
সারাদিন ব্যাস্ততা,
নাই কোনো অবসর।
কাদা-ঘামে পেরেশানি,
প্রান কাপে থরথর।।

তবু যেনো থেমে নেই,
পথচলা অবিরাম।
সম্পদ-সম্ভ্রম,
যশ খ্যাতি আর নাম।।

রাতটুকু শেষ হলে,
চারদিকে কোলাহল।
ভালোবাসা বেদনায়,
আঁখি হয় ছলছল।।

যতোপাই ততচাই,
শেষনেই চাহিদার।
নীতি বেচে হাতে হাতে,
করে যাই অবিচার।।

দিন শেষে রাত নামে,
নিরবতা করে বাস।
দেহ ঝড়ে আধমরা,
প্রান টা ছাড়ে শ্বাস।।

কোনো কিছু কমনেই,
সবদিকেতে পূর্ণতা।
তবু কেনো অনুভবে,
লাগে ভীষণ শুন্যতা?

প্রতিরাতে নিদ মাঝে,
কেউ যেনো ডেকে যায়।
ঘুমভেঙ্গে উঠেদেখি,
দেহ প্রান ফিরে পায়।।

অযু করে আয় ঘরে,
এই নিশি বৃথা যায়।
নিরবতা আজ রাতে,
খোদার মহিমা গায়।।

হাত তুলে তারে ডাক,
আমি অধম ভ্রান্ত।
দয়াকরে মাফ করো,
মনটা করো শান্ত।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী প্রীতিজনক ও  স্নিগ্ধোজ্জ্বল লেখনী

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবন সংসারে সব সময় শুধু চাওয়া আর চাওয়া।এর যেনো শেষ নেই।কিন্তু স্রষ্টাকে না পাওয়ার শুন্যতা মনকে ব্যাকুল করে তোলে।আর তাই নিরবে নামাজ পড়ার মাধ্যমে রবের রহমত পেয়ে বিচলিত মনটা শান্ত করার কথা বলা হয়েছে আমার কবিতায়।

১৯ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪