অদৃশ্য দেয়াল

অলিক (অক্টোবর ২০১৮)

সোহেল আহমেদ
  • ১৩০
শূন্য সেই পথ মানবহীন
নেই কোন সরকারী ছুটি,
তবুও কেন প্রতিদিনের মত
যাচ্ছে না দেখা দু-একটি জুটি ।

আকাশ পানে নেই যে আলো
মেঘের ঘনঘটা ,
কুয়াশা বৃষ্টি যাচ্ছে দিয়ে
হালকা পানির ছটা ।

বাতাস এসে নিরুৎসাহে
দিচ্ছে উষ্ণ ছোঁয়া ,
গাছ-পালা চুপিসারে
বেরকরছেঅগন্ধধোঁয়া।

পাখ-পাখালির নেই যে কোন
কিচির-মিচির গান,
সবকিছুই যেন নীরবতা,
অসাড় অনড় অপ্রান।



হাতঘড়িটার সেকেন্ড কাটা
সরছে না এক বিন্দু ,
ব্যথায় ভরা হার্টবিটে
জমেছে জল এক সিন্ধু ।

কোথায় এলাম ?বকুল তলার
উঁচু ঢিপির পাশে
কি সুন্দর ! চারদিকে ভরা
ছোট -বড় সবুজ ঘাসে ।

তবে যে ঢিপির উপর
কয়েক মিটার নতুন তোলা মাটি,
মনে হচ্ছেতার নিচে
চাপা রয়েছে শীতল পাটি ।

ব্যাপার কি?ডাকছে কে ?
ঐঢিপিরভেতর থেকে
আমার মতোই সত্যি কি !
কাউকে দিয়েছে রেখে ?




আড়াল হলাম, ,
এলোএকটি মেয়ে গোলাপ হাতে
রাখলো তা ঢিপি অবধি ,
তবে কি এটা,
কারোর নতুন সমাধি?


একি ! সে যে আমার পরিচিত
আমারি সেই ভালোবাসা,
শত আলপনায় আঁকা যার অধরের হাসি
যাকে ঘিরে আমার প্রতিটি ভাষা ।

এই শোন? শুনছো না কেন?
তুমি কি বধির মেয়ে?
যেওনা ফেলে ঘনঅরণ্যে
প্লিজ যাওনা সাথে নিয়ে ।

চলে গেল সে অশ্রু সিক্ত
ভিজিয়ে আঁখি-টারে ,
ধ্যাত কেমন মেয়ে দেখলো না একবারও
দাড়িয়ে থাকা এই আমারে ।



রইলাম তবুও সেখানে
তার ফেরার অপেক্ষায়, অবুঝ প্রাণী হয়ে
হঠাৎকরেইঢিপিটাযেনখুবনড়ছে
যাচ্ছে যে তা ক্ষয়ে ।

যাইহোক , সমাধিতে রাখা তার গোলাপে
কেন এতো ক্ষত ?
আমি যে সুবাসিত পবনে মিশে যাচ্ছি
তবে কি আমি মৃত ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানভীর আহমেদ শুভ কামনা
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।
মাইনুল ইসলাম আলিফ গল্প কবিতায় সু স্বাগতম।চেষ্টা ভাল ছিল।লিখতে লিখতে আরো ভাল হবে।হতাশ হওয়া যাবে না।শুভ কামনা রইল।আসবেন আমার কবিতার পাতায়,আমন্ত্রণ রইল।
আপনার লিখা গুলা দেখলাম ।। অনেক ভালো লিখেন আপনি।। আপনাকে ধন্যবাদ , পরবর্তীতে ভালো কিছু লিখার চেষ্টা করবো ।
নাজমুল হুসাইন আর একটু ছোট হলে ভাল হত।কবিতা রুপক উপমা বেশি আশা করে।ভবিষ্যতে আরো ভালো হবে।শুভ কামনা।
নাজমুল হুসাইন আর একটু ছোট হলে ভাল হত।কবিতা রুপক উপমা বেশি আশা করে।ভবিষ্যতে আরো ভালো হবে।শুভ কামনা।
ধন্যবাদ ভাই ।। পরবর্তীতে বিষয় গুলি খেয়াল রাখবো ।
শাহ আজিজ শব্দের ব্যাবহার কখনো কখনো ছান্দসিক কবিতায় বৈষম্য এনে গতিময়তা হারিয়েছে । আর যত্নবান হতে হবে এ বিষয়ে । চর্চা চলুক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।। পরবর্তীতে বিষয় গুলি খেয়াল রাখবো ।
সৈয়দ আহমেদ হাবিব ভাল লেগছে তবে, আরেকটু গুছিয়ে লেখা যেত মনে হয়। ছন্দ বিচারে অন্ত্যমিলগুলোও একটু দূর্বল মাঝে মাঝে।
ভালো লাগেনি ৩০ সেপ্টেম্বর, ২০১৮
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।। পরবর্তীতে বিষয় গুলি খেয়াল রাখবো ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

অলিক মানেই মিথ্যা অথবা ভুল কিছু । আমার কবিতাই আমি সেইতাই ফুটিয়ে তুলতে চেয়েছি । মরে গিয়েও একটা ছেলে বাস্তবটার সাথে নিজেকে কিভাবে মিল করতে চাচ্ছে আবার তার ভালবাসার মানুষ কোন এক অলিক সুখে দূরে চলে গিয়ে ফিরে এসে আর ভালবাসাটা না পাওয়ার আত্মনাদে কিভাবে বিলীন হচ্ছে তারিই চিত্রকল্প।

১০ সেপ্টেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪