পিরিতি

ভ্যালেন্টাইন (ফেব্রুয়ারী ২০১৯)

মুহম্মদ মাসুদ
  • ১২
  • ৮৯
পিরিতি,
শতকাল শতবর্ষের শতাধিক সর্বাধিক ঘটনার রটে তুমি ।
শত যুগ শত কাল শত বর্ষীয়মান সময়ে আবির্ভাব তুমি ।
শত বর্ষায় শত হেমন্তে শত বৈশাখের আলিঙ্গন ভরা তুমি ।
শত গোধূলি লগনে শত মুক্ত গগনে শত পাহাড়ি কৃষ্ণ চূড়ায় তুমি ।
শত ক্লান্তহীনতায় শত ঐশ্বর্যতায় শত রুপকথায় তুমি ।
শত মফস্সলে শত শত বিজ্ঞানে শত নতুনত্বে তুমি ।

পিরিতি,
কাল অকাল সমাজ সংস্কার সংস্কৃতি বেঁধে ধরা দিয়েছো ।
বর্ণ গোত্র শ্রেণীর বিভাজনে রূপ নিয়েছো ।
কুসংস্কার পৌরানিক মতভেদ সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়েছো ।
মুসলিম হিন্দু বৌদ্ব খ্রিস্টান হতে তোমার জন্ম দিয়েছো ।
শালিস নালিস শাস্তি হুমকিকেও জয় করেছো ।
পরাধীন পরিকল্পিত পরিহাসে নিজেকে আগলে রেখেছো ।
ভয়ভীতি লজ্জা মানহানির পর্দা থেকে উন্মুক্ত হয়েছো ।

পিরিতি,
বয়স বয়োজ্যেষ্ঠতাকে ভেদ করে রয়েছো তোমারি পন্থায় ।
উঁচু-নিচু ধনী-গরিবকে এক করে ছদ্মবেশে আছো মহিমায় ।
খান-বাহাদুর দেওয়ান-সরকার মিলিয়ে নিজেকে রেখেছো উচ্চতায় ।
শ্রেণী-বৈষম্য মারামারি-হানাহানিকে রপ্ত করে আছো অভিনেতায় ।
জেল জরিমানা বিচার কারাগারকে উপেক্ষা করে রয়েছো স্বাধীনতায় ।
আইন মামলা পুলিশের হাত থেকে ঘুরছো মানবতায় ।
দেশ-বিদেশ শহর-গ্রামে ছড়িয়ে পরেছো আলাপচারিতায় ।

পিরিতি,
পরকীয়া তালাক বহু বিবাহ প্রথা তোমারি ছায়াতলে ।
সম্পর্ক আত্মীয়তা ঘনিষ্ঠতার যোগ-বিয়োগ তোমারি অন্তরালে ।
খুন ধর্ষণ আত্মহত্যা তোমারি মনস্থলে ।
ঝগড়া বিভেদ হিংসা প্রতিহিংসা তোমারি ফাঁদের জালে ।
ন্যায় অন্যায় ঘাত প্রতিঘাত তোমারি মন্ত্ররালে ।
পাপ অভিশাপ ঘৃনা বঞ্চনা তোমারি কোলে ।
পাগল সন্ত্রাস মাদকাসক্ত তোমারি সৃষ্টির অনুকূলে ।

পিরিতি,
তুমি গেঁথে আছো কারো চোখের পাতায় ।
এঁকে আছো কারো লুকানো খাতায় ।
স্মৃতি হয়ে আছো কারো ডায়েরির পৃষ্ঠায় ।
হয়ে আছো কারো মধ্যমণি ফ্রেমে ।
পরে আছো কারো মিষ্টি প্রেমে ।
থেমে আছো কারো প্রেমহীন কর্মে ।

পিরিতি,
হয়েছো কখনও হারামী ।
হয়েছো কখনও আসামি ।
হয়েছো কখনও মৃত্যুর একমাত্র কারণ ।
রাঙিয়ে দিয়েছো কখনও ভক্তের আহাজারি ।
ভাঙ্গিয়া দিয়েছো কখনও সম্পকের বাহাদুরি ।
হয়েছো কখনও ভক্তের অক্ষণে মরণ ।

পিরিতি,
আমি দেখেছি তোমায় কখনও বন্ধুর অনুতাপে ।
আমি দেখেছি তোমায় পাশাপাশি অন্য কারো পাপে ।
আমি দেখেছি তোমায় মেঘমালায় আর অদূর স্বপ্নচুরাতে ।
আমি দেখেছি তোমায় নীলিমায় আর মেঠোপথে ।
আমি দেখেছি তোমায় মধ্যে বয়সী নারী পুরুষের হাসিতে ।
আমি দেখেছি তোমায় বৃদ্ধ বয়সী বুড়ো-বুড়ির ছলনাতে ।

পিরিতি,
তুমি রাঙিয়ে দিয়েছো পৃথিবী ।
এসেছো বারে বারে !
তুমি মাতিয়ে রেখেছো যুগল ।
ফিরে আসবে আবার চিরতরে ।
তুমি সাজিয়ে নিয়েছো তোমায় ।
আসবে বলে প্রত্যেকটি প্রেমভীরুর স্মরনে ।

পিরিতি,
আমি এখনও তোমারই অপেক্ষায় ।
এখনও পথ চেয়ে আছি প্রতীক্ষায় ।
এখনও বসে থাকি জানালার পাশে ।
ভাবি শুধু তোমারই শুভাস কখন আসে ।
পিড়িতি ,আমি ভাল আছি ।
তুমিও ভাল থেক ।
কখনও যদি মনে পরে আড়ালে এসে দেখ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মুহম্মদ মাসুদ ধন্যবাদ
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
তানভীর আহমেদ শুভ কামনা।
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
মুহম্মদ মাসুদ ধন্যবাদ
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
মোঃ নুরেআলম সিদ্দিকী পিরিতি, তুমি রাঙিয়ে দিয়েছো পৃথিবী । এসেছো বারে বারে ! তুমি মাতিয়ে রেখেছো যুগল । ফিরে আসবে আবার চিরতরে । তুমি সাজিয়ে নিয়েছো তোমায় । আসবে বলে প্রত্যেকটি প্রেমভীরুর স্মরনে । খুব সুন্দর কবি।।
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
মুহম্মদ মাসুদ ধন্যবাদ, সহকর্মী।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৯
নাজমুল হুসাইন আমি এখনও তোমারই অপেক্ষায় । এখনও পথ চেয়ে আছি প্রতীক্ষায় । এখনও বসে থাকি জানালার পাশে । ভাবি শুধু তোমারই শুভাস কখন আসে । পিড়িতি ,আমি ভাল আছি । তুমিও ভাল থেক । কখনও যদি মনে পরে আড়ালে এসে দেখ ।সাবলিল ভঙ্গিমায় লেখা কবিতা।ভালো লাগা রইলো।আমার গল্প-কবিতা পড়ার আমন্ত্রন জানালাম,আসবেন সময় পেলে।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৯
মুহম্মদ মাসুদ অবশ্যই, ধন্যবাদ।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৯
রুহুল আমীন রাজু ভাল লিখেছ কবি । এগিয়ে যাও ।অনেক শুভ কামনা। আমার পাতায় 'চোখের জলভোজ' গল্পটি পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৯
মুহম্মদ মাসুদ ধন্যবাদ
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৯
মোঃ জামশেদুল আলম বাহ! অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৯

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেম নিয়ে মানুষের মাঝেনা মতবাদ রয়েছে। প্রেম নিয়ে সমাজে নানান রকমের ঝামেলা, মারামারি, খুন, এসিড নিক্ষেপ, আত্নহত্যা, ফাঁসি, পরকীয়া, জেল জরিমানা, বন্ধুত্ব বিসর্জন, মানহানী, ইত্যাদি ঘটে থাকে। তবুও প্রেম চলছে তার নিয়ম মতোই। এত কিছুর পরও মানুষ প্রেম করে প্রেমে পরে। এই প্রেম নিয়ে পত্রিকার পাতায় মেলে ধর্ষণের চিত্র। প্রেম কখনও কারো জীবন রাঙায় আবার কারো জীবন নোনাজলে ভাসায়। আলোচ্য অংশে ধনী গরীব, ধর্ম, জাত, বর্ণ গোত্র নির্বিশেষে প্রেমের সফল কুফল গুলোই ব্যক্ত করা হয়েছে। তাছাড়া বিষয়ের সাথে ভাবগত ভাবে মিল রয়েছে। যা বিষয়কে ছাপিয়ে যাবে।

৩০ মে - ২০১৮ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪