বিসর্জন

উষ্ণতা (জানুয়ারী ২০১৯)

মুহম্মদ মাসুদ
  • ৭০
অবহেলিত ।
অত্যাচার অন্যায় অজোছনায় আক্রান্ত ।
শিক্ষা সিংহাসন সদাচারে দন্ড ।
লোভ লাভ চক্ষু লজ্জায় নিমজ্জিত ।
রিকশাওয়ালা,দিনমজুর,কুলি ।
এটা প্রত্যেক মুহূর্তের সমালোচিত ঘটনা ।
প্রত্যেক দিনের অলিখিত অখন্ডিত দুঃখের পরিহাস ।

পেশা ।
ভয়ানক দুর্বিষহ মারান্তক ব্যাধি ।
কষ্ট বেদনা কান্নার অমীমাংসিত স্বপ্ন ।
রোদ বৃষ্টি ঝড় আর প্রবল হাওয়ার সংকটে ।
রিকশাওলার কাহিনী ।
যার সর্বাঙ্গে এই ছাপ লেগে আছে ।
জীবন যেন কষ্টের নাম ।
নাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বদনাম ।
নিচু জাতির প্রথম শ্রেণীর প্রথম ধাপের মানুষ ।
যার সর্বাঙ্গে কাঁদার স্তূপ ।
দুর্গন্ধের ডাস্টবিন ।

রাত ১০ টা কিংবা ১২ টা ।
২ টাও বাজতে পারে ঘন্টায় ।
সারাদিনের অক্লান্ত পরিশ্রম আর ঘাম জড়ানো ব্যথার শরীর ।
পিপাসা আর হৃদ যন্ত্রণার অবসান ।
তবুও হালকা দেহের শুকিয়ে যাওয়া হাড়ের বুকের মাঝের লুকানো স্বপ্ন গুলি ।
ঘুমন্ত মুহূর্তের সুখের প্রতিচ্ছবি ।
যেন ঘুম ভাংলেই দেখতে পারে সুখের সাম্রাজ্য।

সকাল সকাল ।
৬.১৫ থেকে ৭ টার মধ্যে ।
নিজেকে আরো বেশি কলঙ্কিত মনে হয়।
ওই সময়টার কথা বারবার আরো বেশি চমকে দেয় আমার নিপীড়নের জীবনকে ।
ভাবিয়ে তোলে আমার গরীব হওয়ার সংগ্রামকে।
যে মুহূর্তে দেখি পাশের বাড়ির ছোট্ট ছেলে কাঁধে ব্যাগ, হাতে টিফিন বক্স আর পায়ে সাদা জুতা পরে যাচ্ছে স্কুলে।
খুব ইচ্ছে হয় তখন আমারও যদি হতো এমন ।
কষ্ট গুলো দিতাম পাড়ি রিকশার প্যাডেলে ।
আর দ্যাখেন হায়রে ! কপাল।

অন্ধকার হয় দিন ।
ঝাপসা হয়ে যায় চোখ ।
গলা শুকিয়ে যায় তখন ।
যখন ছোট মেয়ে বলে নূপুর চাই পাশের বাড়ির শিউলির মতন ।
বোবা হয়ে তখন থাকি অনেক ক্ষন ।
কিছুটা সময় পর জোরে একটা নিশ্বাস নেই ।
যেন থমকে যায় জীবন ।
অচল হয় দেহ ।
নিস্তেজ হয় শরীর ।

এই তো নাটক ।
এই তো নাটকের চরিত্র ।
যার প্রতিটা জীবনেই দুঃখ কষ্টের ছায়া ।
যার প্রধান অংশে বিবেক আর শেষ অংশে অপরিকল্পিত জীবনের চাহিদা ।
মাঝখানে শুধু মরুভূমি আর হতাশায়র চর ।

জীবন তো এটাই ।
কষ্টকে সহ্য করা অবহেলাকে মানিয়ে নেওয়া ।
স্বপ্নকে আঁকড়ে না ধরে আকাশে উড়তে দেওয়া ।
আর নিজের কিছু গোপন ইচ্ছেকে নিমেষেই বিসর্জন দেওয়া ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী জীবন তো এটাই । কষ্টকে সহ্য করা অবহেলাকে মানিয়ে নেওয়া । স্বপ্নকে আঁকড়ে না ধরে আকাশে উড়তে দেওয়া । আর নিজের কিছু গোপন ইচ্ছেকে নিমেষেই বিসর্জন দেওয়া । খুব সুন্দর এবং মনোমুগ্ধকর।। শুভ কামনা নিরন্তর
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১৯
নাজমুল হুসাইন নিপীড়িত মানুষের কথা তুলে ধরেছেন।ভালো লাগা রইলো।আমার পাতায় আসবেন,সময় পেলে।কবিতাটা আর একটু ছোট হলে ভালো হত,বোধ করি।
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৯

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পৃথিবীর প্রায় প্রত্যেক মানুষের নানামুখী কষ্ট, বেদনা, যন্ত্রনা, ই, আকাঙ্খা রয়েছে। আমার কবিতায় কষ্টের সাথে ইচ্ছার কথাও আলোকপাত করা হয়েছে। আশাকরি বিষয়ের সাথে ভাবগত সামঞ্জস্যডা রয়েছে। এবং কষ্টকে ফুটিয়ে তুলতে পারবে বলে আমার বিশ্বাস।

৩০ মে - ২০১৮ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪