জীবনের কাছে লেখা চিঠি

কোমল (এপ্রিল ২০১৮)

সালসাবিলা নকি
  • ১৬
প্রিয় জীবন,
কেমন আছো তুমি?
তোমার কাঠিন্যতা নিয়ে জানি ভালোই আছো।
যত কঠিন হতে পারো ততই তো তোমার আনন্দ!
কোমল মনের মানুষগুলো যখন কষ্টের দাবানলে রোজ পুড়তে থাকে,
তুমি তখন বুক ফুলিয়ে অট্টহাসি হাসো!
.
জীবন,
যতই আমাকে বোঝাও খুব কঠোর তুমি,
তোমার পথ কাঁটায় ভরা, উঁচুনিচু এবড়োথেবড়ো,
আমি ততই তোমায় মায়ায় জড়িয়ে নিই,
তোমার কণ্টকাকীর্ণ পথে হেঁটে চলি বিরামহীণ।

.
জীবন,
তুমি যখন দানবের মতো হিংস্র হও,
আমি তখন নির্ভীক হয়ে যাই,
যখন তুমি একের পর এক আঘাত করো,
আমি হাসিমুখে বরণ করে নিই সব।
.
তুমি যতো কঠোর হতে থাকো
আমি ততই কোমল হই,
তোমাতে মিশে যাই আমি,
যেমন চিনি জলে দ্রবীভূত হয়ে
তৈরি করে সমসত্ব মিশ্রণ।

.
জীবন, তুমি কি জানো?
কেন আমি দুই যুগ ধরে পৃথিবীতে টিকে আছি?

অন্য সবার মতো আমিও যে
প্রতিনিয়ত যুদ্ধ করি তোমার সাথে!
পৃথিবীর সূচনালগ্ন থেকে চলে আসছে,
কঠোরতার বিরুদ্ধে কোমলতার এ যুদ্ধ।
তাই তো তুমি যত নির্মমই হও না কেন
তোমাকে বয়ে নিয়ে আমি হেঁটে চলেছি,
নমনীয়তা, সহনশীলতা, কোমলতাকে সঙ্গী করে,
তোমার রুক্ষ পথে নিত্যদিন।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jamal Uddin Ahmed আপনার কবিতা পড়লাম, সবার মন্তব্য পড়লাম। সব্বাই সুন্দর ও ভাল বলে মন্তব্য করেছেন। আমি তাত্ত্বিক বিশ্লেষক নই, তবুও আমার অনেক ভাল লেগেছে। শুভ কামনা।
কাজী জাহাঙ্গীর ‘তারপর সেই দ্রবন জলে একটা স্ফঠিক ঝুলিয়ে আমি কেলাসিত হই, আবর্তিত হতে তোমার কক্ষপথে... হা হা হা। বেশ ভালো লিখেছেন। অনেক শুভাকামনা আর ভোট রইল।
বাহ! আপনার লাইনটিও তো চমৎকার... ধন্যবাদ মন্তব্যের জন্য
মাইনুল ইসলাম আলিফ জীবনকে নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন নকি আপু।শুভ কামনা, পছন্দ আর ভোট রইল।আমার কবিতার পাতায় আমন্ত্রণ রইল,আসবেন।
মোঃ মোখলেছুর রহমান কবির লেখা পরিপক্কতার দিকে যাচ্ছে,বলা যায়।কবির জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ মোখলেছুর রহমান ভাই
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত কবিতার অৰ্থ মুগ্ধ করেছে । ভোট সহ শুভকামনা রইল ।
মাহ্ফুজা নাহার তুলি দারুন একটা কবিতা।ভালো লাগলো।আমার কবিতার পাতায় আমন্ত্রন রইল।
কাজল উপরে অনেকেই আপনার কবিতাটিকে সুন্দর বলেছেন। আমিও বলব চমৎকার। ভোট রইল। আমার কবিতাটি পড়ার আমন্ত্রন জানালাম আপা।
সাদিক ইসলাম ব্যক্তিক থেকে সার্বজনীন যুদ্ধ কঠোরতার বিরুদ্ধে কোমলতা দিয়ে। চমৎকার। শুভ কামনা আর ভোট রইলো। কবিতার পাতায় আমন্ত্রণ।
আন্তরিক ধন্যবাদ সাদিক ভাই
ওয়াহিদ মামুন লাভলু প্রিয় মানুষটি একের পর এক আঘাত করা সত্ত্বেও হাসিমুখে তা বরণ করে নেয়া অত্যন্ত কোমল মনের মানুষের পক্ষেই সম্ভব। কবিতার নায়িকার মাঝে কোমলতার বৈশিষ্ট্য পুরোপুরি বিদ্যমান। কোমল মনের অধিকারী না হলে জীবনের এত খারাপ বিষয় সহ্য করা অসম্ভব। ম্যাডাম, অনেক ভাল লাগলো আপনার কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন লাভলু ভাই

০৫ জানুয়ারী - ২০১৮ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪