বিভীষিকার রঙ

উষ্ণতা (জানুয়ারী ২০১৯)

Jamal Uddin Ahmed
  • ৯১
সময়ের পলেস্তারায় শুধুই খোবল, কদর্য, কলুষ
রেখাচিত্র ধরে রাখে মোদক হুল্লোড় –
অদৃশ্য দেয়ালজুড়ে ছোপ ছোপ বিবস্ত্র বিনাশ
ঝুলে রয় সভ্যতার বিনষ্ট জরায়ু – নিশিথের বাদুড়
আমাকেও আঁচড় দেয় বিষাক্ত নখর
আমারও শোনিত ছোটে সর্পিল নৃত্যে।

খুঁজে ফিরি অম্লজান আশায় আশঙ্কায় দিগ্বিদিক
বড়ই মায়াবী গ্রহ –ধাঁধানো পেখম –
তবে যে গাত্রময় খোদক অসীম, অগুণন
পুঁতিময় খোড়ল মন্থিত বিষ্ঠার বিকারে
ভেসে বেড়ায় চূর্ণিত নষ্টের হাড়গোড় – কালশিটে
বৃক্ষে-বনে হাঁসফাঁস সবুজের।

সময়ের অদৃশ্য দেয়াল খোঁটে কুৎসিত ইঁদুর
ফাটলে পেচ্ছাব করে ঘিনঘিনে ছুঁচো
শয়তানের আঙুল আঁকে বিভীষিকার ছবি –
তুলিতে মাখানো রঙ: লহু আর বারুদের মিশেল;
আমার শরীরজুড়ে ভীতি আর বেদনার হুল
আমার সত্ত্বাজুড়ে অনিমেষ হাহাকার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী সময়ের অদৃশ্য দেয়াল খোঁটে কুৎসিত ইঁদুর ফাটলে পেচ্ছাব করে ঘিনঘিনে ছুঁচো শয়তানের আঙুল আঁকে বিভীষিকার ছবি – তুলিতে মাখানো রঙ: লহু আর বারুদের মিশেল; আমার শরীরজুড়ে ভীতি আর বেদনার হুল আমার সত্ত্বাজুড়ে অনিমেষ হাহাকার। চমতকার ভাব জমিয়েছে, খুব ভালো লেগেছে।।
ভালো লাগেনি ৩০ জানুয়ারী, ২০১৯
Tahmina Alom Mollah সত্যিই তো ভয়াবহ এই দুঃসময়ের মুখোমুখি তুমি, আমি সে ; আমরা। সময়োপযোগী বিষয় আর বুনন ? সব প্রশংসা প্রকাশে পুরো হয় না।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৯
সুপ্রিয় পাঠক, আপনার পর্যালোচনা খুবই দামী।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৯
মোঃ মোখলেছুর রহমান জামাল ভাই দারুন শব্দ রঙ, ভাল থাকুন সতত এই প্রত্যাশা।
ভালো লাগেনি ১ জানুয়ারী, ২০১৯
মোখলেছ ভাই, আপনি এক অনিবার্য প্রেরণা।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৯
কাজী জাহাঙ্গীর বেশ লিখেছেন জামাল ভাই , ভোট আর নতুন বছরের শুভেচ্ছা।
ভালো লাগেনি ১ জানুয়ারী, ২০১৯
ধন্যবাদ। জেগে থাকুন, ভাই।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৯

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যে সময়ে আমরা বাস করছি তা বৈশ্বিক প্রেক্ষাপটে মোটেও সুখকর নয়। কান পাতলেই শোনা যায় ভাঙ্গনের শব্দ। ধ্বংস-মৃত্যু-কান্না প্রাণীকুলের একমাত্র বসতিএই পৃথিবীর পুরো অবয়বকে বিকৃত করে ফেলেছে। পৃথিবীর মানবজাতি কষ্টের দুর্লঙ্ঘ্য পারাবার পেরোতেতো পারছেইনা বরং ক্লেশের দুর্ভেদ্য নিঃসীম আঁধারে নিমজ্জিত হচ্ছে ক্রমশ। কবিতায় এসব কষ্টের ছবি আঁকার চেষ্টা করা হয়েছে।

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৪৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪