বস্তুবাদী প্রেম

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

আহমদ মুসা (স্নিগ্ধ মুগ্ধতা)
মোট ভোট ১৪ প্রাপ্ত পয়েন্ট ৪.৯
  • ৪৪০
আমি কবিতা শিখতে জানি,কবিতা লিখতে জানি
কিন্তু আজগুবি কিছুকে কবিতায় আনতে পারি নে,
মানতে পারি নে।
হয়তো এই কারণেই আমার কবিতাগুলো কবিতা হয়ে ওঠে নি।
তুমি মেঘ-রঙা এক শাড়ি পরে আবেশী চোখে আমায় বলেছিলে— আমার জন্য এনে দিতে পারো একশটা নীল পদ্ম?
আমি কোনও ছদ্ম স্তুতি নয়,কোনও পদ্য-প্রস্তুতি নয় —
চাঁছা-ছোলা গদ্যে বলেছিলাম—অসম্ভব, আমি সাঁতার জানি নে!
শুধু সাঁতার নয়,সেতারও আমার জানা নেই।

সেতার আমার জানা ছিল না—তবে সেতারের সঙ্গে আমার জানাশোনা ছিল।
সত্যি বলতে, তোমার কণ্ঠের চেয়ে মিষ্টি কোনও সেতার এখনও শোনা হয়ে ওঠেনি আমার!
এমনকি এই মিউজিক-বহুল বেতারের যুগেও!

তুমি সেদিন চেয়েছিলে— আমি যেন তোমায় পরিয়ে দিই খোপায় তারার ফুল!
সেই নজরুলীয় কারবার!
আমি বারবার হেসেছিলাম— তারা হলো নক্ষত্র!কোটি ডিগ্রির ভ্রুকুটি যার তাপমাত্রায়।
তারার ফুল ভুল করে পরতে চায় কেবল অপরিণামদর্শীরাই,
তোমার মতোন কোনও ফুলপরির কি চাওয়া সাজে?

আমি তারার ফুল দেখি নি।আমি তারার ফুলকি দেখেছি—
তোমার চোখের তারায়।

শীতের এক বিষণ্ণ বিকেলে প্রসন্ন একঝাঁক উড়ন্ত পাখিদের তুমি দেখেছিলে!
গলার হারের মতো সার বেঁধে উড়ে যায় ওরা।
তুমি চেয়েছিলে ওই হার পরতে,ওই হার ধরতে।

আমি হারের কাছে হার মেনেছিলাম।
তোমার উন্মুক্ত গলার চেয়ে মুক্ত আকাশেই কি বেশি মানায় না ওদের?
তাছাড়া, তোমার ওই সুতন্বী গলার জন্য কি উপযুক্ত ওরা?
বরং উচ্ছল ওই গলায় জড়িয়ে থাক আমার দুটি হাত।
বলো, কবির হাতের চেয়ে সুধাবর্ষী আর কী আছে পৃথিবীতে?




আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী আপনার লেখার ভিতরে আলাদা একটা আকর্ষণ আছে, তেমনি আবার ভাবও। যা সহজে পাঠককে আকৃষ্ট করে ফেলা যায়। আমিও অসাধারণ ও চমৎকার একটি লেখা বলবো। শুভ কামনা নিরন্ত।। আমি হারের কাছে হার মেনেছিলাম। তোমার উন্মুক্ত গলার চেয়ে মুক্ত আকাশেই কি বেশি মানায় না ওদের? তাছাড়া, তোমার ওই সুতন্বী গলার জন্য কি উপযুক্ত ওরা? বরং উচ্ছল ওই গলায় জড়িয়ে থাক আমার দুটি হাত। বলো, কবির হাতের চেয়ে সুধাবর্ষী আর কী আছে পৃথিবীতে?
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২০
ইভিএমেও নাকি ভোট চুরির সিস্টেম আছে। তাই ইভিএম ছাড়াই গোপনে পুরো ভোট দিলাম। হা হা
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২০
আহা! এই ভোরে মনটা ভরে গেল। মন্তব্যে আমার গন্তব্য একটু হলেও মসৃণ হলো। ভোট পেয়ে অন্তরের চোট উপশম হলো।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০২০
ফয়জুল মহী সুনিপুন ভাবনা।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২০
যার যত সুনিপুণ ভাবনা / তারে ততো যেতে হয় “পাবনা”
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২০
মাইনুল ইসলাম আলিফ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ.............. ভোট রইল। আমার কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
EVM মেশিন ছাড়াই ভোট দিয়ে দিলেন?
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
ধন্যবাদ। ভালো লাগল।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
আইরিন kobita pore mon valo hoye gelo...ki osadhaon! vote roilo ..
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০২০
ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতার বিষয়ও প্রেম। প্রতিযোগিতার বিষয়ও প্রেম। কাজেই দুটোই সামঞ্জস্যপূর্ণ।

১৮ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

সমন্বিত স্কোর

৪.৯

বিচারক স্কোরঃ ২.১ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪