কষ্টের আহাজারি

কষ্ট (জুন ২০১১)

sumon miah
  • ৩৩
  • 0
  • ২০
আজ মানুষে মানুষে কেন এত ভেদাভেদ ?
কেন এত মারামারি ?
আজ চার দিকে শুনি
বেদনার চিৎকার আর কষ্টের আহাজারি ।

আজ কেন হয়ে গেলো মানুষ গুলো
মানুষ নামের অন্য ?
আমরাতো মানুষ , কেন সামান্য কারণে ,
হয়ে যাই মোরা, পশুর সমান বন্য !!!

হঁঠাৎ জেগে উঠি
এই বুঝি কারো আত্ম চিৎকার
ভেসে আসে এই কানে ,
দুঃস্বপ্নের ঘুম ভেঙ্গে যায়
ঝড় বয়ে যায় এই প্রাণে ।

ঘুটি ঘুটি পায়ে ,দুরু দুরু বুকে ,
দাড়াই পথের দারে ,
দেখি চারিদিক হল লণ্ড ভণ্ড
হিংস্রতা নামের ঝড়ে।

আশাহত হই, ভাষা হারিয়ে যায়
আর নির্বাক চেয়ে থাকা ,
সময় যে নেই আজ আমাদের
পিছনে পিরে দেখা ।

চলো চলি সবে সরাই যত
জঞ্জাল ভুবন জুড়ে ,
ব্যথা দুঃখ কষ্ট হিংস্রতাকে পেলি
আজ যে আঁস্তাকুড়ে।

চাই আজ মোরা এই ধরাটাকে
সুন্দর ফুলের মত ,
কাঁদে কাঁদ রেখে , হাতে হাত রেখে
সামনে চলবো যে অবিরত ।

অবশেষে
এই আমি অধমের,শুধুই চাওয়া
উপরআলার তরে ,
ধরণীটা যে হয় যেন আজ
সুখ নামের এক নীড়ে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ সেই প্রয়োজনীয় আকুতি.. বেশ
মনির মুকুল লেখাটার মধ্যে আপনি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরেছেন তবে এর উত্তর মিলেবে কিনা জানিনা। আপনার জন্য শুভকামনা রইল।
সূর্য মিতা, কমন কিছু বানান ভুল আছে। আমার কিবোর্ডের বা দিকের "সিফট" মাঝে মাঝে আটকে যায় তখন প এর যায়গায় ফ ধরনের ভুল হয়। তোমারওকি এই সমস্যা আছে? ---------- কবিতায় অন্তমিল এবং ছন্দ ভাল হয়েছে, মাত্রাটা সমান রাখতে পারলে অনেক পরিনত হত। ছন্দ যেহেতু ভেতরে আছে বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ্ । ----------------- অপ্রচলিত কিছু বানান আমারও ভুল হয়। একটা বাংলা-বাংলা ডিকশনারী কিনতে হবে।
junaidal ভাল লিখেছেন।
মিজানুর রহমান রানা চাই আজ মোরা এই ধরাটাকে সুন্দর ফুলের মত , কাঁদে কাঁদ রেখে , হাতে হাত রেখে সামনে চলবো যে অবিরত ।---------------Very fine
sumon miah সবাইকে ধন্যবাদ পড়ার জন্য । আর বানান সেটা তাড়া হুড়া করে জমা দিতে গিয়ে ভাল করে কন্ট্রোল করা হয়নাই ।- দুঃখিত ...।।ভাল থাকবেন সবাই ।
মোঃ আক্তারুজ্জামান কাঁদে কাঁদ রেখে- কাঁধে কাঁধ রেখে হবে| এই ধরনের ভুল বানান খুবই ক্ষতি কারক| ভালো হয়েছে|
এস, এম, ফজলুল হাসান ভালো লাগলো কবিতাটি , অনেক ধন্যবাদ আপনাকে
বেলাল আহসান অনেক অনেক ভালো লাগলো .....

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪