অন্ধত্ব

অন্ধ (মার্চ ২০১৮)

Shahadat Hossen
আমি তো সেই কূল হারা এক পাখি ,
রাত-বিরাতের স্বপ্ন আমায় দিচ্ছে ডাকাডাকি ।
কল্পনার সেই রঙে আমার হাজার স্বপ্ন বুনা ,
সব শেষে এক অন্ধকারেই যাচ্ছে দিন গুণা ।

রূপ-নগরের রূপকথায় ছিলো আমার গান,
না দেখেই বলতে হয় ছিলাম প্রতিভাবান ।
দৃষ্টিশক্তির হাতিয়ার হয়তো আমার নেই,
দিনগুলো সব কাঁটতো আমার অন্ধ চলা-ফেলায় ।

যাচ্ছে তো দিন যেমন-তেমন,
দৃষ্টি আমার কালো ।
স্বপ্নের ঐ রঙটা আমার
থাকছে অগোছালো ।

প্রহর গুনার কাব্যগ্রন্থে জীবন আমার গাঁথা ,
অন্ধত্বের এক গুণে আমার সব-ই অদেখা ।

নীরবতার স্বপ্ন দিচ্ছে আমায় উঁকি,
আকাশের ঐ চন্দ্রটাও ছিলো চোখের পাখি ।

প্রকৃতির এই রূপ-রেখায় নেই তো আমার চোখ ,
অন্ধকারের দৃষ্টি নিয়েই ধমকে যাই রোজ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু স্বপ্নের রঙ যদি অগোছালো থাকে তাহলে তো সব আশাই শেষ হয়ে যায়। কারণ মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন স্বপ্ন বুনেই তো স্বপ্নের বিষয় বস্তবে পাওয়ার আশা নিয়ে সে বেঁচে থাকে। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ প্রিয় ভাই,,ভালোবাসা রইলো
মোঃ মোখলেছুর রহমান সম্ভবত অন্তঅনুপ্রাসের একটা প্রয়াস ছিল কিন্তু সব স্থানে টেকেনি,থাকলে আরও বেশি ভাল লাগত,তবে কবিতা বেশ ভাল হয়েছে।ধন্যবাদ।
ধন্যবাদ প্রিয় ভাই,,,আপনাদের দোয়া প্রত্যাশি
সাদিক ইসলাম ভালো লাগলো নতুন কবি। কবিতায় আমন্ত্রণ থাকলো।
ধন্যবাদ প্রিয় ভাইযান,,অবশ্যই আপনার আমন্ত্রণের পাতায় খুব তাড়াতাড়ি পা রাখতেছি,,দোয়া করবেন
মামুনুর রশীদ ভূঁইয়া গত সংখ্যার ‘স্বপ্নের ভীড়ে রমনী’’র চেয়ে এ সংখ্যার কবিতাটি বেশ ভালো হয়েছে। দিনে দিনে লেখা যথেষ্ট পরিপক্ক হচ্ছে। আপনার লেখালেখিতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে সময় দিতে হবে। আমার ভীষণ ভালো লেগেছে আপনার কবিতাটি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আসবেন আমার পাতায়। তবে হ্যাঁ মনে রাখবেন কবি হচ্ছে পুলিশ আর শব্দগুলো হচ্ছে চোর; অনেকটা চোর-পুলিশ খেলার মতো। কবির কাছ থেকে শব্দগুলো কেবলি পালিয়ে যেতে চায় চোরের মতো। কবির কাজ হলো সে শব্দগুলোকে বেঁধে আনা। এবার এ কাজটি গতবারের তুলনায় ভালই করেছেন কবি। শুভকামনা।
ধন্যবাদ প্রিয় ভাই,,,আপনাদেের দোয়া আর। ভালোবাসাতে সীমাবদ্ধ হোক আমার কবিতার চরণ,,♥♥♥♥♥
সালসাবিলা নকি চমৎকার লিখেছেন। 'ফেলায়'-'ফেরায়', 'ধমকে'-'থমকে' হবে। মনে হয় টাইপিং মিস্টেক ছিল।
হুম,,,অনেক অনেক ধন্যবাদ আপনাকে,,আপনার ধারণা ১০০% সত্য,আসলে টাইপিং-এ ভুল উঠছে যা আমি খেয়াল করি নি, শেষবেলায় সামান্য মিস্টেক করে কবিতার ছন্দের মিল-টা হারিয়ে ফেললাম,,,
কারিমুল ইসলাম কল্পনা ভালো, তবে শব্দচয়ন, চর্চার উপর জোর দিতে হবে
ধন্যবাদ প্রিয় ভাই,,,আশা করি পাশে থাকবেন সব সময়
ম নি র মো হা ম্ম দ শুভকামনা নিরন্তর....সময় পেলে আসবেন এই অধমের কবিতাখানি একবার পড়ে আপনার মন্তব্য জানিয়ে অনুপ্রাণিত করবেন।
মোস্তফা হাসান ছন্দের মিল ভালো লেগেেছে।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতা সুন্দর হয়েছে। তবে বেশি বেশি করে চর্চা করতে হবে এবং অন্যের লেখা পড়তে হবে। শুভকামনা নিরন্তর....

১৭ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪