ফেব্রুয়ারি বলতে আমার কল্পনায় জাগে ভাষা আন্দোলনের গান,
ফেব্রুয়ারি বলতে বুঝায় আমার ভাইয়ের রক্তে লেখা ভাষার জন্য প্রাণ ।
ফেব্রুয়ারি আমায় শিখিয়েছে সংগ্রামি সেই পদধূলী,
ফেব্রুয়ারি আমায় মনে করিয়ে দেয় আন্দোলনের এক প্রতিচ্ছবি।
ফেব্রুয়ারি শুধু একা আমার নয়,
সেটা বাঙালি জাতীর ভাষার জন্য প্রাণ ।
ফেব্রুয়ারি বলতে বুঝে যাই আমি আমার মায়ের ভাষার ঘ্রাণ,
ফেব্রুয়ারি আমায় বুঝিয়ে দেয় ভাষার জন্য আমার ভাই হারানোর গান ।
আত্তত্যাগের বিনিময়ে পেয়েছি আমাদের ভাষার স্বাধীনতা,
রক্তের বিনিময়ে ফুটিয়েছি আমরা বাংলা বর্ণমালা ।
ফেব্রুয়ারি বলতে মনে করিয়ে দেয় আমাদের বিশাল এক ইতিহাস,
গল্প কিংবা কবিতা,উপনাসে যার হবে না পূর্ণতার স্বাদ।
আমি ভুলতো পারবোনা ফ্রেবুয়ারি মাসে আমাদের ভাষার ইতিহাস,
আমি ভুলতে পারবোনা সেই আমার ভাইয়ের আত্তত্যাদের ঘ্রাণ ।
ফেব্রুয়ারি আমায় দিয়েছে গৌরবের এক মাস,
তাই তো আমি লিখে যাই তার মাঝে হাজারো গল্প-কবিতা কিংবা উপন্যাসের ইতিহাস ।
advertisement