অলিক অাশা

অলিক (অক্টোবর ২০১৮)

এস জামান হুসাইন
  • ৮৩১
পথিক চলিছে একা আপন মনে,
সাথী, দূত কেহ নাহি তাহার সনে।
ছুটে আলেয়ার পিছে,
ঘুরাঘুরি মিছে মিছে,
ভয়ে কাঁপিতেছে, পাছে
পাবে ঠিকানা?
বন্ধুর গিরিপথ নহে অজানা?

পথিক চলে নির্জন প্রান্তরে,
নাহি ভয় নাহি শঙ্কা অন্তরে,
নাহি কথা - আলাপন,
জপে নাম সারাক্ষণ,
ভাবে সারা দিনমন
ক্ষনে বিক্ষনে।
ছুটেছে অজানায়, কিবা আছে মনে?

মরিচিকারা নিত্য আশা জাগায়,
ছুটেছে পথিক সে অলিক আশায়।
আগুন ফুলকি মাখা
নিভে যায় তার শাখা,
পিঁপড়ার উঠে পাখা
মরার তরে।
আলেয়ার পিছে ছুটে, কিসের ভরে?

কেহ জানেনা কোথা আছে, কোনখানে?
খুঁজিছো যাহা, আছে তাহা এইখানে!
এখানে মধুর হাড়ি,
করিতেছে গড়াগড়ি,
ছুটে এসো তাড়াতাড়ি
ভোর বিহানে।
খুঁজিছো যাহা, আছে তাহা এইখানে।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস জামান হুসাইন যারা মমন্তব্যের করেছেন, সময় দিয়েছেন, উৎসাহ, পরামর্শ দিয়েছেন সকলকে ধন্যবাদ ও অান্তরিক শুভেচ্ছা।
মোঃ মোখলেছুর রহমান জামান ভাই,ভাল লিখেছেন।
তানভীর আহমেদ অনেক শুভেচ্ছা রইলো
মাইনুল ইসলাম আলিফ ভাল লেগেছে জামান ভাই।আসবেন আমার পাতায়।
মোঃ নুরেআলম সিদ্দিকী অনুকাব্যের মত ছোট ছোট অংশে লিখেছেন, সুন্দর হয়েছে কবিতা। তবে চলিত ও সাধু ভাষার মিশ্রণ হয়েছে। আশা করি দ্যাখে নিবেন। অনেক শুভ কামনা, ভোট ও শুভেচ্ছা রইল।। ভালো থাকুন ভাই।।
(স্যরি ভোটিং অপশন বন্ধ)
শাহ আজিজ ভাল্লাগছে । আরও উন্নতি হোক।
নাজমুল হুসাইন ভালো লাগা রইলো।
শামীম আহমেদ বেশি ভালো লাগল লাইনটা
শামীম আহমেদ খুঁজিছো যাহা, আছে তাহা এইখানে

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মানুষ বেশির ভাগ ক্ষেত্রে বাস্তবতা চিন্তা না করে উদ্দেশ্যহীন ভাবে ছুটাছুটি করে। মরিচিকা যেমন ধরা দেয় না তেমনি তার উদ্দেশ্য ও সফল হয়না। কিন্তু শেষ সময়ে তার সবকিছু হারিয়ে সে নিঃস্ব হয়। তার অধিকাংশ চিন্তা বা কর্মই হচ্ছে অলিক। তাই অামি মনে করি কবিতার বিষয়বস্তু অলিক সংখ্যার সাথে সামঞ্জস্য হয়েছে।

০৭ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ৭৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪