মহাজন

দাম্ভিক (জুলাই ২০১৮)

বিশ্বরঞ্জন দত্তগুপ্ত
  • ৯৮
দুপপুর থিইক্কে অপেক্ষায় আছি , তু আসবি বুলে -
আর তু-কিনা ঢুকছিস ঘরে সেই আঁধার রাতটো কইরে !
আজযে তুর জনম দিন --
ইকসাথে আনন্দ কৈরে কাটাইবো আজের দিন ।
লাল শাড়ীটো পৈরে , ঠোঁটটাতে রঙ লাগাইএ , মাথায় ফুল গুঁইজে ,
ইকসাথে যাব মোরা " মারাঙবুরুর থ্যাইনে " ।
ইটারপরেএ ... , হাঁড়িয়া খাইয়ে , মাদল বাজাইয়ে -
লাজবো মোরা সববাই ইকসাথে ।

নে , নে , ইবার বুল -- তুর জনম দিনটো বুলে আজই ,
" মহাজনটো " তুকে আজ খুব মিঠাই খাওয়াইছে বুঝি ?
আর আদর কৈরে তুর ব্যাগটোতে অনেক উপহার দিছে কত্ত কি !!
জানিস মরদ , আজ আমার মোনটোতে খুব দম্ভ হৈছে বটে ,
" মহাজনটো " তুকে ভাললোবেসে কততো উপহার দিছে ......
আরে , আমি তক্ষন থিকে বকবকাইছি , আর তু চুপ কেনে বটে ?
দিখা , দিখা ভাললোবেসে " মহাজনটো " তুকে কি উপহার দিছে !!!

তবে দিক , আজ আমার জনম দিনে --
" মহাজনটো " আমায় কি উপহার দিছে !!!!
হাইই বাপ , ইভাবে তুর সারা পিঠটোতে চাবুক চালাইছে ?
হ্যারে বউ , উযে " মহাজন " আর " গাঁও বুড়া " আছে বটে ,
ঐ দম্ভে সারা গাঁওটাকে শাসন কৈরছে চাবুক মাইরে মাইরে ...
অপরাধ আমার -- দুপপুরবিলায় ছুটটি চাইছি বুলে ।

তু দিখিস মরদ , ই অনাচার চোইলতে পারে না দিনেএর পর দিন --
উর দম্ভই উকে শেষ কোইরবেক ,
সেই দিনটো আইসতে আর লাই বেশশিদিন ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতা দাদা।
ধন্যবাদ । ভাল থাকবেন ।
মিঠুন মণ্ডল খুব ভাল হয়েছে...
ধন্যবাদ ভাই । এবারের সংখ্যাতে কোন লেখা দেখলাম না । ভাল লেখেন । সামনের সংখ্যাতে লেখা পড়বার অপেক্ষায় রইলাম ।
জাতিস্মর চমৎকা। ভোট সহ ভালোবাসা।
সেলিনা ইসলাম সাঁওতালদের নিজস্ব ভাষায় লেখায় তাঁদের অত্যাচার ও বঞ্চিত হবার কাহিনী কবিতায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। স্বাধীন দেশের নাগরিক হয়েও ওরা,কিছু মানুষরুপি হায়েনা দ্বারা নির্যাতিত হয়। যা খুবই দুঃখজনক! ওদের কষ্ট ব্যথা আনন্দ আরও বেশি বেশি তুলে ধরুন। একদিন পরিবর্তন আসবেই...! ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা নিরন্তর।
আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
মোঃ জামশেদুল আলম সাওতাল ভাষায় বোধহয় তাদের বৈষম্যের কথা। ভালো লেগেছে। শুভেচ্ছা আপনাকে।
Jamal Uddin Ahmed সাঁওতালদের ভাষার গন্ধতো পেয়েছিই দাদা। সাজিয়েছেনও চমৎকার করে। অনে শুভকামনা।
মোঃ নুরেআলম সিদ্দিকী হা হা হা...। আঞ্চলিক ভাষাই অসাধারণ লিখেছেন দাদা। কবিতা খুব ভালো লাগলো। অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই । সাঁওতালদের জীবন নিয়ে লিখবার চেষ্টা করেছি ।
মোঃ মোখলেছুর রহমান দাদা চমৎকার ভাষা শৈলি,ভোট ও শুভকামনা রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতার বিষয়বস্তু সাঁওতাল পরগনায় এক সরল ক্ষেত মজুর সাঁওতালের উপর তার মালিক / মহাজনের অত্যাচারের কাহিনী । এই সব ক্ষমতাবান লোকেরা তাদের অর্থ আর দম্ভের দাম্ভিকতায় গরীব লোকেদের উপর নানা দিক থেকে অত্যাচার আর শোষণ করে ।

১২ আগষ্ট - ২০১৭ গল্প/কবিতা: ৪৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪