বর্ষা ছিল সবার প্রিয়

বর্ষা (আগষ্ট ২০১১)

Abu Umar Saifullah
  • ৮০
  • 0
  • ১৮
সে পথটি আজো আছে সে মাঠটি ভাই
দৌড়ে ফিরে যেতাম আমরা নদীর কিনারায়।
হরেক রকম খেলতাম খেলা কত রঙ্গের মেলা
নাওয়া খাওয়া ভুলে গিয়ে পার করিতাম বেলা।
গায়ে থাকত সুঁতোর গেঞ্জি লাগত কত কাঁদা
সন্ধ্যে পুকুর ডুবডুবিতে শীত কাঁপনের দাঁদা।
সকাল বেলা পানত্দা ভাত ইলিশ মাছের ঝোল
মায়ের কোলে খোকা সেজে শুনতাম মধুর বোল।
ঝড়ের দিনে আম বাগানে যেতাম সবার আগে
পিছলা পথে পড়ে দাপুস কাঁদতাম তারি রাগে।
বর্ষার জলে বাসত কত কলাগাছের পানসী
খালি গায়ে নোঙর দেখে হাসত পাড়া পড়শী।
বিলের ধারে ঝোপের কাছে লুকিয়ে থাকত মাছ
বশর্ী জালে খটখটিয়ে লাফিয়ে উঠত কি যে নাঁচ।
চালে থাকত মিষ্টি কুমড়া শাকশবজী ১২ মাস
ভোরবিহানে মিষ্টি রোদে ফুলের সুবাস চারিপাশ।
দিদির সাথে বিকেল বেলায় দোলতাম কত দোল
শির শিরিয়ে টানতো দিদি সুপারী গাছের খোল।
হাঁটের দিনে ছোটর সাথে দেখতাম বাইস্কোপ
একটাকাতে দুই টিকেট থাকতনা ভয় খোঁপ ।
ফেরার পথে আঁেখর ক্ষেতে করতাম কুষুল চুরি
চুরি কুষুল মিষ্টি বেশি, বলতো হেসে নুরি।
মজার খানা তালের ডাব আর কত কি যে
রঙ্গিন ঘুড়ি উড়িয়ে দিতাম আকাশেরী মাঝে।
সবুজ নাঁয়ের, গাঁয়ের কোলে, কিচিরমিচির পাখীর ডাক
বউ কথা কও পাখির ডাকে মনটা যেত নদীর বাঁক।
ঝাঁকে ঝাঁকে উড়তে পাখী হতাম সুরের সাঁকী
টগর-পলাশ, শাপলা-শিমূল হৃদয় নিত মাখী।
পালকী চঁড়ে পল্লী বালা যেত দুরের গাঁয়ে
গরুর গাড়ী দুই দ্বারেতে গাইত মাঝি নাঁয়ে।
বিকেল বেলা বসতো, আসর বাউলা গানের সুর
যাত্রা পালায় দেখত সবে, রঙ্গিলার ঐ নুপুর।
ভাটিয়ালি জারীসারী পললী গানের দিন
হারিয়েছে রাখাল বাঁশী, বেঁদসাঁপুড়ীর বীণ।
কোথায় গেল মাঝি মাললার হারানো সেই গান
কুসত্দি-বলি হাডডু-ডু আনন্দ জড়ানো প্রাণ।
রসের হাড়ি খির ফিরনী সব গিয়েছে চলে
কত স্বাদের পিঠা খেতাম চাল পিষিয়ে শীলে।
আগের মত দিনও আছে আগের মত সময়
আগের মত সব কি আছে বয়স হয়ছে ক্ষয়।
বৃষ্টির পানি ঝর ঝরিয়ে বন্যা হয়ে রয়
বর্ষা ছিল সবার প্রিয় এখন কেন নয়?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শামীম আরা চৌধুরী কাচা হাতে ছন্দোবদ্ধতায় স্মৃতিরোমন্থন। ভাল
রুমা খুবই সুন্দর ।
মনির খলজি আপনার ছন্দ-তালে লিখা কবিতাটা সম্পর্কে আমি আর কি বলব ? যেসব সুন্দর কমেন্টগুলো পোস্ট হয়েছে তার সবগুলোই এ-কবিতার জন্য যথার্থ !! ভালো থাকুন ।
Muhammad Fazlul Amin Shohag ছন্দ অনেকটা মিলেনি, ছন্দ মিললে আরো খবু ভালো লাগতো।
প্রজ্ঞা মৌসুমী আর সবার মত আমিও হারিয়ে গেলাম। এটা যেন ব্যক্তিগত স্মৃতি না, পুরো বাংলার স্ম্রৃতি। আমার কপাল খারাপ আমি ছোটবেলায় গ্রামে কাটাইনি; পাঁচ বছর কাটিয়েছি কিন্তু বড় হয়ে। শহুরে অনুভূতি নিয়ে খানিকটা দর্শকের মত। এরকম দূর্দান্ত কোন কিছুই করা হলোনা। আপনার কবিতা পড়ে মনে হলো এবার ঐসব দামাল ছেলেদের দলে ভিড়লাম। সুন্দর লিখেছেছেন। আচ্ছা কুষুলটা কি?
Abu Umar Saifullah বিন আরফান. বন্ধু অল্প মন্তবের বেস্তাতা ঘিরে থাকা আমাকে ভাবলে ও আমার ভালবাসা নিতে ভুল কর না
Abu Umar Saifullah প্রজাপতি মন ধন্যবাদ আপনাকে
Abu Umar Saifullah আহমেদ সাবের অনেক অনেক সালাম নিবেন

০৯ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪