কোথায় হারালো সেই সারল্য
সেই নির্মল আবেগ
কোথায় হারালো সব; কোথায়?
হারিয়ে গেছে যান্ত্রিকতায়
আমি, তুমি; আমার সব
হয়েছে সব শৃঙ্খলিত;
নিষ্পেষিত প্রতিনিয়ত
পার্থিব কঠিন শেকলে
বড্ড শক্ত সে শেকল
ছেঁড়া সম্ভব নয়, যায় না ভাঙাও
সেই ভীড়ে মিশতে হয়
অনেকটা বাধ্য হয়েই;
হারিয়ে গেছি আমি ।
খুঁজে ফিরি নিজেকে
হাতড়ে ফিরি স্বপ্ন
হাতড়ে খুঁজি নিজস্বতা, স্বকীয়তা
কিন্তু পাই না সেই নিজেকে;
আমায় গ্রাস করেছে কৃত্রিমতা
গিলে নিয়েছে প্রায় পুরোটাই ।
হারিয়ে খুঁজি আমায়
পাই না পুরনো সরলতা
অকৃত্রিম হতে দেয় না, বাস্তবতা;
ফিরে পেলেও
হারিয়ে গেছে কিছু স্বকীয়তা
নিজেকে খুঁজে পাই নতুনভাবে
কৃত্রিম অচেনা রূপে ।