সবটুকু আলো তোমার দখলে

মা (মে ২০১৯)

মোঃ মোখলেছুর রহমান
  • ৫৯৪
সবটুকু আলো তোমার দখলে জানি
তোমার অবুঝ সন্তানেরা বে- দখল দিতে চায়
তোমার ভালবাসা শয্যা পাতে তবুও অন্ধকারে,
গাল মন্দ জমেনা কখনও চিবুক চোয়ালের পাঠে
অনন্য হাসিতে নেভাও দাবানল;
নিবিড় বনানীর নির্ভর আবাসে।

তোমার হাসি কতটুকু চিনি
খরায় ডোবা নদীর মতন ভুলি
বিনি সুতোয় মালা গাঁথো একাকী কূলে।

নিশাচর নিভৃত দুখের কথামালা
আর কারও ভাল জানা নেই; তুমি স-ব জানো।
ভালবাসার বিস্তৃত সৈকতে
বেঁচে থাকে অজস্র ম্যানগ্রোভ সন্তান।

পাখিরা নীড়ে রচে নরম আদর
নদীরা পথ খোঁজে বর্ষার অতল জলে
তোমার দুখেরা পায় নান্দনিক বিজয়;
বিনম্র শদ্ধা হে 'জননী'
সীমাবদ্ধ নও কখনও শ্রদ্ধার উৎসবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jamal Uddin Ahmed জননীকে বিনম্র শ্রদ্ধা। অনেক শুভ কামনা মোখলেছ ভাই।
ম নি র মো হা ম্ম দ বরাবরের মতই দারুণ লিখেছেন।মুগ্ধ হয়ে পড়লাম।।ভোট ও শুভকামনা রইল।
অনেক অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
মাইনুল ইসলাম আলিফ বিনম্র শদ্ধা হে 'জননী' সীমাবদ্ধ নও কখনও শ্রদ্ধার উৎসবে। এই দুটি পঙক্তি কবিতাকে করেছে অসাধারণ।কবিতার সারমর্ম হয়তো এখানেই।শুভ কামনা আর ভোট রইল।
মোঃ নুরেআলম সিদ্দিকী পাখিরা নীড়ে রচে নরম আদর নদীরা পথ খোঁজে বর্ষার অতল জলে তোমার দুখেরা পায় নান্দনিক বিজয়; বিনম্র শদ্ধা হে 'জননী' সীমাবদ্ধ নও কখনও শ্রদ্ধার উৎসবে। একটি চমৎকার লেখা পড়লাম দাদাভাই। সহজে বলব- অসাধারণ। শুভ কামনা ও বরাবরের মতো ভোট রইল।।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মা সন্তানের প্রথম শিক্ষাগুরু তথা আলোর দিশারি।তিনি নানা ভাবে কষ্ট করেন সন্তানের সুখের জন্য,গড়েন নির্ভর আবাস। যখন মা থাকেননা তখনই বুঝতে পারে তাঁকে ঠ্যাস দিয়ে বেড়ে উঠা,তাঁর আদর। বিজয়ী হন জননী;শ্রদ্ধায় নত তখন সন্তান।

১৯ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪