যেমন ইচ্ছে

অন্ধ (মার্চ ২০১৮)

মোঃ মোখলেছুর রহমান
  • ১৪
  • ১২
কি সুর শুনাবে শুনাও
অতসত নেই বাপু দেমাগের তনু-
হাত ধরে নিয়ে চলো তোমার অলিন্দে,
কাজরির ঢঙে-
একফালি হাসি চিরে আমার অন্দরে
দিও, দেবে কি টোকা!
ছেলের হাতের মোয়া ভেবে না হয় নিও
বৃষ্টির চেনা সুরে কদমের রোয়া।

স্থির-চোখে চেয়ে থাকা যমুনার জলে
ভালবাসা বাসি হয় সকাল দুপুর,
বধুয়ার মধুমাখা ছল! কি পিছল!
ভজনে ভেঁজেনা ক্ষীণ সুরের নূপুর;
তুলে দিও তাতে, কিছু ভাঙা সুর।
ঝাল-নুন চেকেচেকে দিওগো সন্ধান-
কতটুকু মিশে আছে অরূপের ভেজাল,
যে খাবারে মিশে থাকে তোমার সকাল।

যা দেবে তাই নেব ,দুহাত সরায়ে-
ছুঁয়ে দাও মন মুকু অলস বেলায়,
সাদাকালো বাসি বলে করোনা হেলা-
হাত দিয়ে না নিলেও, নিও তুলে
পা দিয়ে জড়ায়ে।

নয়নে নয়ন রেখে দিওগো বুঝায়ে
যত বাণি যত সুর আলো-
এ বিশ্বের খেলা,
দেখিনি যা দিওগো দেখায়ে
আমার করুন সুরের বেলা।

বুঝিনা তানপুরা তবলা ফেলে
কি সুরে গায় ভালবাসা অদেখা অবলা হলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আসাদুজ্জামান খান বেশ সুন্দর কবিতা। আরো লিখুন। শুভকামনা।
অনেক অনেক শুভকামনা রইল।
সেলিনা ইসলাম 'নয়নে নয়ন রেখে দিওগো বুঝায়ে যত বাণি যত সুর আলো- এ বিশ্বের খেলা, দেখিনি যা দিওগো দেখায়ে আমার করুন সুরের বেলা।' বেশি ভালো লাগল। শুভকামনা রইল।
আবু রায়হান মিছবাহ অনেক-অনেক সুন্দর হয়েছে বড় ভাই । শুভ কামনা রইলো আপনার জন্য।
অনেক অনেক ভালবাসা রইল।
ইমরানুল হক বেলাল একদম নিখুঁত কবিতা। মন ছুঁয়ে গেল পাঠে। মুগ্ধতা রইল প্রিয় কবি।
সাদিক ইসলাম অনেক ভালো লাগলো। ব্যতিক্রমী ছন্দ। শুভ কামনা আর ভোট রইলো। আমার কবিতায় আমন্ত্রণ।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
ওয়াহিদ মামুন লাভলু যমুনার জলে সত্যিই ভালবাসা বাসি হয় সকাল দুপুর। শুধু সেটা দেখার মত দৃষ্টি লাগে। বধূয়ার মধুমাখা ছল পিছল হলেও তা কিন্তু খুব আনন্দ দেয় পুরুষের হৃদয়ে। অনেক ভাল লাগলো কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
মোঃ গালিব মেহেদী খাঁন ভাল বেশ ভাল এবং সংগতিপূর্ন।
অনেক অনেক শুভকামনা রইল।
মামুনুর রশীদ ভূঁইয়া কি বলব বা মূল্যায়ন করব ঠিক বুঝতে পারছি না। একবার মনে হলো কবিমন তবলায় শব্দের ঝংকার তুলেছে; আবার মনে হলো বীণার সুরমালায় গেঁথেছেন শব্দমালা। কবিতার ঢং-টি ভালো লেগেছে। এককথায় আমি অভিভূত। ধন্যবাদ কবি।
পাতায় সময় দেয়া ও মন্তব্য করার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালবাসা।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর কবিতা
অনেক অনেক শুভকামনা রইল।

১৯ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪