অবহেলা

অবহেলা (এপ্রিল ২০১৭)

তাসলিমা ফেরদোস
কি হবে বাঁচিয়া থাকি,যদি মনের মানুষ মন না বোঝে,
কি হবে আক্ষেপ করি!
যদি আশার মানুষ অন্তরে অন্যথা খোজে।
বক্ষে বিরহ চাপায়ে সদা,অস্থিরতার অনর্বে বসবাস,
যাহাতে আশ্রয় খুজি আমি,বুঝিনা আদৌ তার আশ।
বাংলার বধু বুক ফেটে যায়,তবু মুখে নাহি কিছু কহে,
তাহারই সুযোগ লয় যে সবে,এ যাতনা আর কত সহে।
প্রেমেতে পড়িয়া যবে,করেছি কি যে ভুল,
বিরহ কাজরী বুকে,নয়নের অঝর ধারা,দেয় তারই মাসুল।
যে বোঝেনা মন তব,এতো ভালবাসো কেন তারে,
নিশিদিন ঘুমহীন দু’নয়ন,না থামা জলে ভরে।
বুঝিবে যেদিন জানি,মোরে পাবেনা ফিরে আর,
তবুও বলি যে সদাই
প্রিয়তম,সেদিন রেখনা মুখটা ভার।
নতুন আশায় নতুন স্বপ্নে,সাজিয়ে নিও তব জীবন,
কভু নতুন সাথিরে দিওনা বিরহ,অধম এই আমার মতন।
তারে কাছে রেখ,ভালবেসো,কভু দিওনা এতোটুকু ব্যাথা,
ভুলে যেও,মুছে দিও বক্ষ হতে চিরতরে
এই বিরহিনীর কথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাসলিমা ফেরদোস ধন্যবাদ।সেলিনা ইসলাম আপু।
সেলিনা ইসলাম স্বাগতম গল্পকবিতায়! অন্যের লেখা বেশি বেশি পড়ুন...আরও ভালো ভালো কবিতা লিখুন সেই শুভকামনা।
আলমগীর কাইজার খুব সুন্দর ভাবনা, তবে সাধু চলিত মিশ্রণ আর কিছু বানান ভুল আছে। শুভকামনা রইলো।
কাজী জাহাঙ্গীর একটু বিশ্লেষন দরকার- ‘প্রেমেতে পড়িয়া যবে, করেছি কি যে ভুল’ এখানে দুটো ক্রিয়া পদের একটা লিখলেন সাধু ভাষায়- ‘পড়িয়া’, আরেকটা লিখলেন চলিত ভাষায়- ‘করেছি’ তাহলে একই লাইনে সাধু-চলিত মিশ্রণ হয়ে গেল না? তাহলে পুরোটা যদি আপনি সাধু ভাষায় লিখতে চান লিখতে হবে ‘ প্রেমেতে পড়িয়া যবে, করিয়াছি কি যে ভুল’ অথবা লিখতে হবে ‘প্রেমে পড়ে যবে, করেছি কি যে ভুল’ আশা করি বুঝতে পেরেছেন। গল্প কবিতায় স্বাগতম, অনেক শুভকামনা আর আমার পাাতায় আমন্ত্রণ।
অনল গুপ্ত ভাল চালিয়ে যান লাইক আর ভোট দিলাম
মোঃ নুরেআলম সিদ্দিকী বাহ! আপু এক কথায় বলবো, ফাটাফাটি হয়েছে..... দারুন লাইন গুলো তুলে ধরেছেন। আর কিছু বলার নাই। ভোট দিলাম পাঁচে পাঁচ। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
sukriah.asole ami ekhane notuto tai ekhono sob kisu bujte parsina

১৩ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪