ছোট্ট খোকা,মস্ত বড়
বুড়ো বুড়ি, থর থর
আদেশ সব, বাষ্পীভূত
নির্বিকার চোখ, ভারে নত
কাঁদছে দেখ ,সুর মিলিয়ে
মানুষ নই, সরীসৃপ হয়ে
কুমোরের, মাটির হাঁড়ি
অধিকারের, শেষ দাঁড়ি
ঘরোয়া যে, ভবঘুরে
জমেছে,বয়স্কের ভিড়ে
সমব্যাথায়,সম দুঃখী
মৃত্যুর আড়ালে, সুখী
স্বর্গমহল, হল যে নরক
কাদা এড়াতে,গড়া সড়ক
সোহাগের,সোনার মণি
দূর গভীরে,কয়লা খনি...
জমেছে,বয়স্কের ভিড়ে
সমব্যাথায়,সম দুঃখী
মৃত্যুর আড়ালে, সুখী ----------অনবদ্য