এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
তোমাদেরে ভুবনে রাখিয়া আমি চলিলাম শবে। খুঁজিয়া পাবে না মোরে কেউ কভু খনে। নিয়তির পরিণাম আমার এ অবস্থান, আসা যাওয়ার মাঝে থাকিব অবিরাম। শাস্তি আমার পেতেই হবে কৃতকর্মের তরে, বিদায় দিও আমায় তোমারা, আসিতে হয় না যেনো আর এ ভবে।
মোঃ নুরেআলম সিদ্দিকী
অন্যের গল্প কবিতা গুলো একটু পড়তে চেষ্টা করুন। ভালো লাগার উপরে ভিত্তি করে তাকে মন্তব্য করুন এবং ভোট দিন। দেখবেন নিজের লেখার মান বাড়বে এবং এক সময় তরুন প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে পারবেন। শুভকামনা রইলো।