বৃক্ষ

কাঠখোট্টা (মে ২০১৮)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • ১৬
  • ৭৭১৩
ঠাঁয় দাঁড়িয়ে থাকো
মৃত্তিকার ওপর
পরোপকারী বন্ধু তুমি
কদাচিৎ চাও না
প্রতিদান হে বন্ধু আমার।

তোমার অবদানে
পরিপূর্ণ মানবকূল
দিয়েছ উজাড় করে
কিঞ্চিত রাখনি বাকি
তোমার সেবায়
কপটতা নেই এতটুকু
তুমি ই প্রকৃত বন্ধু।

শ্যামল ছায়া দাও
অপরুপ তব শোভা
নির্মল তোমার পবন
জুড়ায় দগ্ধ হৃদয়
তোমার শাখা-প্রশাখা
মোটেও ফেলনা নয়
সবই যে দরকারি।

তোমার দেওয়া ফুল-ফল
তৃপ্তি দেয় সদা
নিবারণ করে উদর
তোমার দেয়া আহার
তুমি বন্ধু সবার।

বিধাতার হুকুম
ঠাঁয় দাঁড়িয়ে তুমি
করছো যে পালন
এতটুকু ক্লেশ নেই
উজাড় করে দাও
বিনিময়ে কিছু নাহি চাও।

জীবনের শ্বাস দাও তুমি
শুরু থেকে শেষ
মানবের তরে তুমি
করে যাও জীবন দান।

মানবকূল হায়
কপটতায় জীবন রাঙায়
অযথাই তোমারে বিনাশে
তুমি প্রকৃত বন্ধু যে
বোঝে না তারা মোটে।

আজি তোমার থেকে
শিক্ষা নিয়ে
অভাগা এ মানবকূল
হয় না কেন তোমা সম
প্রত‌্যুপকার না চেয়ে
পরোপকার করুক সবাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আল মামুনুর রশিদ অসাধারণ লিখেছেন। শুভকামনা রইল
রবিউল ইসলাম খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি। আপনার জন্য শুভ কামনা ও ভোট রইল। আমার কবিতা ও গল্পে আমন্ত্রণ রইল।
মোঃ মোখলেছুর রহমান পড়লাম কবিতা কিন্তু কেন জানি মনে হচ্ছে আসলটা পাচ্ছিনা বন্ধ,ভাল থাকবেন।
নাফ্হাতুল জান্নাত ভাল লাগল কবিতাটি। ভোট দিলাম।আমন্ত্রণ রইল আমার পাতাই।
ওয়াহিদ মামুন লাভলু আপনি ঠিকই লিখেছেন। বৃক্ষের কাছ থেকে মানবকুলের শিক্ষা নেওয়া উচিৎ। বৃক্ষ যেমন উপকার করে যায়, মানুষেরও সেরকম পরোপকারী হওয়া প্রয়োজন। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য শুভকামনা রইলো। ভাল থাকবেন।
অমিত কুমার দত্ত খুব সুন্দর লিখেছেন। পাঠে মুগ্ধ। ভাল থাকবেন কবি।
মোঃ নুরেআলম সিদ্দিকী সুন্দর একটি বিষয় খোঁজে নিয়েছেন ভাই, কবিতা মনকাড়া লেগেছে। শুভকামনা বরাবরের মতই....।।
মাহ্ফুজা নাহার তুলি খুব ভালো হয়েছে ভাইয়া।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইলো।
মাইনুল ইসলাম আলিফ ভাবনাটা দারুণ।শুভ কামনা।পছন্দ ভোট আর শুভ কামনা রইল।আপনিতো আমার পাতায় কখনোই আসেন না!!ভাল থাকবেন ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বৃক্ষ কবিতাটি মানুষের সাথে তুলনা করা হয়েছে। মানুষ জীবন ধারণে কঠোরতা অবলম্বন করে কিন্তু বৃক্ষ তা করে না তাই মানুষের জীবন ধারণে বৃক্ষের মতো হওয়ার আবেদন করা হয়েছে এ কবিতায়।মানুষ কঠোরতা ভুলে বৃক্ষের মতো পরোপকারি হয়ে উঠবে এ প্রার্থনা ।অতএব কবিতাটি সামঞ্জস‌্যপূর্ণ।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪