কেউ কি নেই...!

অবহেলা (এপ্রিল ২০১৭)

খাজা হারুন হারুন
  • ২০
আঁধারে পথ হারিয়েছি ---
বিপন্ন নিয়তি দাঁড়িয়ে আছে দেয়ালের আবছায়ায়!
গোলকধাঁধায় মন ঘুরে গুহার ভেতর।
নিজের ঊর্ধ্বশ্বাসে শিন শিন শব্দ।

আজ হেমন্তের বাগানে ফুলের ঘ্রাণ নেই,
বিষন্ন চুলে ফাল্গুনী হাওয়া নেই,
মাঘের গায়ে কুয়াশা ছিড়ে প'রার শব্দ নেই!

আছে শুধু---
রাতের নিস্তব্ধতায় ইদুর-বিড়ালের দৌড়-ঝাপ,
শিয়াল-কুকুরের হাক-ডাক,
নিমপেঁচাটির কন্ঠে ভেসে আসা--- শোকের মাতম!

করুণ চোখে তাই---
ধূসর আকাশে জ্যোৎস্না খোঁজি;
কিন্তু উদাসী জ্যোৎস্না কোথায় লুকিয়ে---
তা চোখ জানেনা!
নিরাশার চোখে শত ফোঁটা অশ্রু।

কেউ কি নেই, আঁধারের গুহা খুলে দেবার?
কেউ কি নেই, প্রদীপ হাতে কাছে দাঁড়াবার?
কেউ কি নেই, ডুবন্ত আশাগুলো জাগাবার?

অসময়ের যাতাকলে নিস্তব্ধ চারিদিক।
অসহায় আশাগুলো---
নির্মম ব্যথায় ডুবতে ডুবতে ডুবে যায় নিরাশায়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু anek sundor akti kobita......thank's.
জয় শর্মা (আকিঞ্চন) শেষের ক'টি লাইন দারুণ, খুব সুন্দর কবিতা। ভালোলাগা রইল!...
খাজা হারুন হারুন আপনার প্রতিও অনেক শুভ কামনা। যাবো বেড়াতে আপনার উঠোনে।
অনল গুপ্ত কেউ কি নেই, আঁধারের গুহা খুলে দেবার? কেউ কি নেই, প্রদীপ হাতে কাছে দাঁড়াবার? কেউ কি নেই, ডুবন্ত আশাগুলো জাগাবার? আছি বন্ধু... শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ
আলমগীর সরকার লিটন আছে শুধু--- রাতের নিস্তব্ধতায় ইদুর-বিড়ালের দৌড়-ঝাপ, শিয়াল-কুকুরের হাক-ডাক, নিমপেঁচাটির কন্ঠে ভেসে আসা--- শোকের মাতম!-------------
বোধের বাধন হোক সময়ের। অনেক ধন্যবাদ।
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ তো! এক কথায় বলবো- অসাধারন হয়েছে। খুব খুব ভালো লাগলো। ঠিক আগের মতই পাঁচে পাঁচ ভোট দিলাম। ভালো থাকবেন। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
ধন্য হলাম কবি। কবিতার মাঝে আমরা আমাদের খোঁজি। আমাদের খোঁজা-খুঁজি নিরন্তর থাকুক সব সময়। অনেক শুভ কামনা রইল।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪