মা

মা (মে ২০১৯)

মোঃ নুরেআলম সিদ্দিকী
  • ৭৩০
নীলখাম থেকে শুরু করে নীল রঙ, নীল সাগর কিংবা ক্ষুদ্র পাহাড় থেকে শুরু করে আকাশ সম,
প্রতিটি অস্তিত্বের, প্রতিটি অরণ্যের কোণেকোণে বয়ে চলে যদি রক্তক্ষরণ
তবুও জানিও না তাকে!

আমি না হয় ভেসে চলবো ডায়েরির প্রতিটি পাতার কোমল স্পর্শে, উপেক্ষার রৌদ্রজ্জ্বলে
গোধূলি বিকেল পেরিয়ে গভীর রাত্রির গাঢ় অন্ধকারে;
কখনো দখিনা বাতাস, কখনো অঝোর তোফানে বাজনা বাজাই শ্রাবণের মেঘে,
যদি উত্তাল পাতাল সমুদ্র ঝড়ে আতকে উঠে প্রণয়ের সুর
বারণ, তবুও তুমি জানিও না তাকে!

যদি ভেঙে ছাড়খার হয় হৃদয়ের প্রাঙ্গণ;
ঝিলে ফোটা শাপলার মত আমি পড়ে থাকি শৃঙ্খলিত রাজ দরবারে
কিংবা সেই রাত যদি হয় আমার ক্লান্ত অবসাদ,
আর আমি উন্মাদ বসুন্ধরায় সাজানো স্বপ্ন চোখে রেখে দীর্ঘ মৌনতা শেষে ঘুমিয়ে পড়ি চিরদিনের জন্য,
তবে মুঠোমুঠো ক্ষমা রেখো, জান্নাতি হাসি রেখো
তবুও কাঁদতে দিও না, তবুও আমার এই নিখাদ অভিমানের কথা জানিও না তাকে!

প্রভু, সে তো আমার মা! গর্ভধারিণী, আমার জন্মদাত্রী।
কত আহার, নিদ্রা, সুখ ত্যাগ করে আমায় জন্ম দিয়ে অতঃপর মানুষ করেছেন;
যদি না শোনে, তবে আমার দুঃখবিলাসী মা দু'চোখের জলে ভেজাবে এই এটেল মাটি,
তবুও কান্নার সমাপ্তি হবে না!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম, ম শফিকুল ইসলাম প্রিয় উপেক্ষার রৌদ্রজ্জ্বলে। বাহ অনেক সুন্দর।
Jamal Uddin Ahmed মর্মস্পর্শী কথামালা। অনেক শুভ কামনা।
মোঃ মোখলেছুর রহমান আজ ঢু মারতেই আমার কবিতায় দাদু ভাইয়ের মুখ। অনেক ব্যস্তছিলাম
কবিতা বরাবরের মত, বলার তেমন নেই,রইল শুভাশিষ।
Ahad Adnan অনেক অনেক সুন্দর। শুভকামনা।
ম নি র মো হা ম্ম দ দারুন প্রকাশ, অনবদ্য।।ভোট রেখে গেলাম।
মাইনুল ইসলাম আলিফ রভু, সে তো আমার মা! গর্ভধারিণী, আমার জন্মদাত্রী। কত আহার, নিদ্রা, সুখ ত্যাগ করে আমায় জন্ম দিয়ে অতঃপর মানুষ করেছেন; যদি না শোনে, তবে আমার দুঃখবিলাসী মা দু'চোখের জলে ভেজাবে এই এটেল মাটি, তবুও কান্নার সমাপ্তি হবে না! //এক কথায় অসাধারণ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পৃথিবীতে মায়ের তুলনায় হয় না কোন কিছুতে। যদিও বলে থাকি আহার, নিদ্রা, সুখ ত্যাগ করে মা জন্ম দিয়েছেন, মানুষ করেছেন। কিন্তু তারচেয়েও মা বেশি কষ্ট সহ্য করে থেকেছেন। একজন মায়ের কাছেই সন্তানের সবচেয়ে সুস্পষ্ট রুটিন জানা থাকে। মায়ের ধৈর্যের বাঁধ কখনো ভাঙে না। আমার "মা" কবিতাটি হয় তো অনেকে ভাবতে পারেন সন্তানের নিষ্ঠুরতার কথা, কিন্তু এটাকে নিষ্ঠুরতা বলে না। আমি বুঝাতে চেয়েছি- মা দশমাস দশদিন সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন, কত খাবার মাটি করেছেন, সন্তানের কিছু হবে বলে সতর্কতার সাথে চলাফেরা করেছেন, কখনো কখনো সন্তান নাড়াছাড়ার কারণে ব্যথায় মুখ চেপে সব কষ্ট জ্বালান দিয়েছেন, আবার জন্ম দেওয়ার সময় শরীরের কোন মাংস কাটলে যতটা ব্যথা না হয়, তারচেয়ে বহুগুণ ব্যথায় ব্যথিত হয়ে সন্তান জন্ম দিয়েছেন। নিজের মরণ চেয়েছেন, সন্তানের নয়। আবার জন্মের পর থেকে অবধি পনর থেকে বিশ কিংবা বাইশ থেকে পঁচিশ বছর পর্যন্ত খেয়ে, না খেয়ে, কত সুখ উপেক্ষা করে, কত ধৈর্য ধরে সন্তান মানুষ করেছেন। কখনো কখনো সন্তানের স্বপ্ন পূরণের জন্য কান্নায় ভেঙে পড়েছেন। অতঃপর সে মা যদি শোনেন সন্তান আজো কষ্টের পাহাড়ের সাথে দিনরাত্রি যাপন করেন, তখন সন্তানের বেদনায় কাতর হয়ে পড়বেন.....কান্নার জোয়ার দুর্বার গতিতে বয়ে চলবে, তবুও মায়ের কান্নার সমাপ্তি হবে না। তাই সন্তানের কষ্টের কথা মা যেন না জানে---- এমন আবেগময় হয়ে এই কবিতাটি লেখা মাত্র। আশা করি, বিশ্লেষণে বিষয়ের সাথে শতভাগ সামঞ্জস্যতা পাবে

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী