যৌবনের ঋণ

ভ্যালেন্টাইন (ফেব্রুয়ারী ২০১৯)

মোঃ নুরেআলম সিদ্দিকী
  • ১২
  • ১৩৪
এখনো কি তুমি হাসো, এখনো কি কিছুটা প্রেম আমার জন্য আঁকো;
দ্যাখো নিবিড় নক্ষত্রের সাথে চলে আমার দ্রোহের কবিতা
মাঝরাতে আমার সাথে ছলনা দেখায় পূর্ণিমা;
নীলিমারা কত রঙে সাজে, অদ্ভুত রকমে খেলে
আমিও লুকিয়ে লুকিয়ে হাসি, প্রেম কলসির গান মুখে তুলি!

শরীরও বুঝে অন্তিম-আদি নেশা, মনও বুঝে আদিত্যপনার মায়াজালে স্বপ্ন কতখানি ভাসে
তুমিও জানো সভ্যতা দিয়ে যাচ্ছে লম্পট স্বার্থপরতা,
আমিও জানি মন ভেজা নীলের আকাশে উড়ছে শিশিরে ভেজা বেমালুম হাওয়া;
তবুও কেন মুঠোমুঠো কোলাহল, তবুও কেন নৈশব্দের রেখাপাত এঁকে যায় নিরেট আশা,
এক একটি গুমোট ভালোবাসা?
কখনো মেঘ, কখনো বৃষ্টি ছুঁয়ে যায় আমার বিশ্রি মনের দাগ
নিমজ্জিত বেদনা গুঁটিয়ে তুলে বিশ্বাসহীনতার অতীত,
এ আমার অভিজ্ঞতা ছিল না বন্ধু প্রতিদিনের অসুখ!

ইচ্ছেগুলো অদৃশ্য কালবৈশাখি ঝড়ে হারিয়ে যায় অচেনা শহরে,
নিশ্বাসের পারদ পোঁছে যায় চূড়ান্ত চূড়ায়; আমি অবাক হই, ভাঙনের দ্বিধাগ্রস্তে ব্যাকুল হই
তবুও মন, তবুও যৌবন আর একবার জেগে উঠে ধারণের অক্ষমতায়।
যদিও বর্ণনাতীত রাত বলে যেত সূর্যের অস্তমিত কথা,
যদিও বিষণ্ণতার স্মৃতি দিয়ে যেত জ্যান্ত পদ্মপাতার ব্যথা
তবুও আমি যত্ন করে সাজিয়ে নিতাম গীটারের ছন্দমিল, হারমনিয়ামের সুর;
অতঃপর... অতঃপর তাও একদিন সেই প্রতীক্ষার দরোজায় জেগে উঠতে চাইনি
অপেক্ষার চরাভূমীতে নিজেকে মিঠেল রোদে হাসার ইচ্ছে জাগাইয়নি!

পুরনো চিঠি, পুরনো চিরকুট প্রতিনিয়ত জুড়ে দেয় মাতলামি
আবৃত্তির ভাব ছুঁয়ে যায় আমার হাত, মুখ, পুরো শরীর;
আর আমি ভাবি ভালোবাসার স্বাদ, শস্যক্ষেত্র, আমার গল্পের পাড়াগাঁয়,
অথচ এই তৃষ্ণাত্ব আমাকে শুধু পোড়ায়নি, গোসল করাই, বেঁধে ফেলে যৌবনের ঋণ;
ধীরে ধীরে সর্বগ্রাসী ক্ষুধা আমায় ডাকে মনের আদালতে, চিকিৎসালয়, গোরস্তানে
অথচ কত দিন পেরিয়ে রাত,মাস পেরিয়ে বছর, কত ভ্যালেন্টাইন পেরিয়ে মহা উৎসব
তবুও তোমায় দেখার ইচ্ছে কমেনি, একটু কথা বলার স্বাদ হারায়নি,
কিন্তু মেয়ে সে তুমি আর এলে না, ভুল করেও আর সে পথ একবার চেয়ে দেখলে না!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর হা হা হা, আসতে একটু দেরি হয়ে গেল রে ভাই, বেশ ভাল লাগলো আওড়াতে। অনেক শুভকামনা রেখে গেলাম।
অনেক শ্রদ্ধা ভাইয়া। এটা ফেব্রুয়ারী সংখ্যার, বর্তমান সংখ্যার গল্পতে দাওয়াত রইল। শুভকামনা ভাইয়া আপনার জন্যেও।।
রণতূর্য ২ ভালো লেগেছে কবিতা টা।আমার পাতায় আমন্ত্রন রইল।
Ahad Adnan শুভকামনা
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৯
শুভেচ্ছা যেন।।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৯
রুহুল আমীন রাজু মুগ্ধ হলাম কবির কবিতায় ।অনেক শুভ কামনা। আমার পাতায় 'চোখের জলভোজ' গল্পটি পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৯
ধন্যবাদ শ্রদ্ধেয়।।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৯
বালোক মুসাফির আমার প্রিয় বন্ধুর প্রিয় লিখনি বরাবরই আমায় মুগ্ধ করে। তার লিখনীতে ভালো না লাগার একটু কারনও খুজে পাইনা। শুভ কামনা সিদ্দিক ভাই। সাহিত্য সাধনায় দীর্ঘ হোক আপনার জীবন।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৯
অনেক ধন্যবাদ ভাই।। আপনাদের উৎসাহ আমাকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সাহসিকতা বাড়িয়ে তোলে। শুভ কামনা।।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৯
মোঃ জামশেদুল আলম শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৯
শুভেচ্ছা ভাই।।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৯
তানভীর আহমেদ চমৎকার। শুভ কামনা।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৯
কৃতজ্ঞতা জানবেন ভাই।।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৯
ওমর ফারুক sundor kobita.
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৯
ধন্যবাদ ভাই।।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৯
মাইনুল ইসলাম আলিফ তবুও তোমায় দেখার ইচ্ছে কমেনি, একটু কথা বলার স্বাদ হারায়নি, কিন্তু মেয়ে সে তুমি আর এলে না, ভুল করেও আর সে পথ একবার চেয়ে দেখলে না!//অসাধারণ ভাই,জবাব নেই।শুভ কামনা আর ভোট কিন্তু বন্ধ।আসবেন আমার পাতায়।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৯
অনেক ধন্যবাদ ভাই।।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৯
নাজমুল হুসাইন পুরনো চিঠি, পুরনো চিরকুট প্রতিনিয়ত জুড়ে দেয় মাতলামি আবৃত্তির ভাব ছুঁয়ে যায় আমার হাত, মুখ, পুরো শরীর; আর আমি ভাবি ভালোবাসার স্বাদ, শস্যক্ষেত্র, আমার গল্পের পাড়াগাঁয়,aro aro aro likhun,likhe zan,apnar hat peke geche bole bodh kori.
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৯
অফুরান কৃতজ্ঞতা দাদাভাই।। আরও এগিয়ে যাওয়ার সাহস যোগালেন যেন।।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৯

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতার সাথে বিষয়ের সামঞ্জস্যতাঃ লেখক এখানে সে হারিয়ে যাওয়া দিনের কথা ভাবছেন, সে পাশে বসে কথা দেওয়া নেওয়ার কথা বলেছেন। কিছু প্রেম, কিছু ভালোবাসা যে সারাজীবন বুকে এসে বিঁধে থাকে, যত্ন করে লালিত হয় তার কথা তুলে ধরার চেষ্টা করেছেন। যা বিষয়ের সামঞ্জস্যতার সাথে মিল পাবে বলে আমি আশা করি।

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪