তোমার প্রেমে আমি নিশ্চল কাকতাড়ুয়া

কোমল (এপ্রিল ২০১৮)

মোঃ নুরেআলম সিদ্দিকী
  • ২৩
  • ১০
এখন আর দেখি না তোমায় এমন পানকৌড়ির সন্ধ্যাবেলায়;
বিষন্নতায় পুড়ে পুড়ে হই আকাল, শুধু জমে থাকে ছাইয়ের স্তুপ
রংবাহারি ফুল ফোটে ঝড়ে যায় আঙিনায়,
ডুবন্ত সূর্যের দিকে চেয়ে বাড়াই আক্ষেপ।
মনের উচাটন নিমেষে জলের সাথে করতালি;
আদিম উষ্ণতায় জমানো সান্দ্র আঁধারে উপেক্ষিত ফেরোমন
ঘোলাটে অনুশোচনায় মেঘাচ্ছন্ন কুয়াশার পদযুগল,
ছুটন্ত ব্যাকুলতার মায়াডোরে বাড়াই দীর্ঘশ্বাস।
নিকষকৃষ্ণ বৈরী ঝড়ে ছেয়ে আসে অবগুণ্ঠিত সংকোচ;
মুগ্ধতার প্রেমানলে হাত বাড়িয়ে দেয় উঠোন কুড়ানো অভিমান
লাবণ্য রজনী আজ ডেকে বলে যেতে দীর্ঘ বিষাদে ভরা জলের গহীনে,
এই তুমিহীনা নিঃসঙ্গ একাকী রাতে মন শুধু তোমারি খেয়াল আঁকে।

চেয়ে দ্যাখোনা, নীলগিরির বুক বেয়ে আটকে আছে কত তুষারপাতের আঘাত
অথচ রাত্রি গভীরে হেলে পড়লে ঠাঁই দাঁড়িয়ে থাকি নিশ্চল কাঁকতাড়–য়া;
ধূসর চোখের অন্ধকূপ থেকে মুহূর্তে নেমে আসে অবিশ্রান্ত বর্ষণ,
তবুও দ্বিধা করি না, পান্ডুলিপির ভালোবাসা জমা রাখি বুক পকেটে।

মোহনার তীরে আজ সমর্পিত করলাম মরুভূমির কোলাহল
চৈত্রের খরা রৌদ্রে মিশে যাক না আমার সুনিপুণ তীব্র বিষের দহন;
এক বসন্তে যদি কুয়াশায় ঢাকা পড়ে যায় তোমার স্মরলিপির সুর
কিংবা অন্য এক বসন্তে যদি আটকে থাকো সামাজিক দায়
অথবা অনুভূতির নির্যাস পাহাড় নিয়ে,
তবুও ফের বসন্তে ফিরে আসো; আমি পাখির কলতান, কুঞ্জকানন
আর ভ্রমরের গান নিয়ে ছুঁয়ে দিবো তোমার বাসন্তী বাতায়ন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আল মামুনুর রশিদ খুব ভালো লাগলো। এগিয়ে যান...
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন, শুভকামনা
সেলিনা ইসলাম বেশ ভালো লাগলো। শুভকামনা সতত।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি মনের উচাটন নিমেষে জলের সাথে করতালি; আদিম উষ্ণতায় জমানো সান্দ্র আঁধারে উপেক্ষিত ফেরোমন ....../// খুব ভালো লাগলো কবিতা ...অনেক ধন্যবাদ সিদ্দিকী ভাই......
মোঃ গালিব মেহেদী খাঁন সত্যিই অসাধারণ কবি। শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া। অনুপ্রাণিত হলাম।
মোঃ নূর ইমাম শেখ বাবু অসাধারণ লেগেছে। যাকে বলে কোমলময়ী কবিতা।
ওয়াহিদ মামুন লাভলু রংবাহারি ফুল খুব সুন্দর। তাই সেই ফুল যদি ফুটে ঝরে যায় আঙ্গিনায় তবে সূর্য ডুবে যাওয়ার কারণে দিন শেষ হয়ে যাচ্ছে ফুলও ঝরে গেছে একথা ভেবে আক্ষেপ করা ছাড়া সত্যিই আর কোনো উপায় থাকে না। ভ্রমরের গান নিয়ে বাসন্তী বাতায়ন ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটা চমৎকার। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
রবিউল ইসলাম বাবারে , শব্দের সেকি ফাটাফাটি ব্যাপারস্যাপার ! Go ahead! Best wishes and vote for you.
শাহ আজিজ বাবারে , শব্দের সেকি ফাটাফাটি ব্যাপারস্যাপার ! কবিতায় উন্নতি এসেছে , ভাল্লাগছে ।
অনেক ধন্যবাদ দাদা ভাই। চেষ্টা করছি ভালো লেখার জন্য, দোয়া করবেন। শুভকামনা রইল আপনার জন্য...
Fahmida Bari Bipu আগেও পড়েছিলাম। মন্তব্য মনে হচ্ছে মুছে গেছে। কবিতাটি খুব ভালো হয়েছে। অনেক শুভেচ্ছা রইলো।
আপনার কাছ থেকে এটা আমার অনেক বড় পাওনা। কয়েকটা বানান ভুল আছে, ঠিক করার মত সময় হয়নি। তবুও বলেছেন ভালো হয়েছে; দেখে সত্যি অনুপ্রাণিত হলাম। কারণ আপনি কাউকে সহজে কখনও বলেন না যে, ভালো হয়েছে। :) আর আপনার কাছ থেকে আমার অনেককিছু শেখার আছে। কিছু শিখাবেন এমন প্রত্যাশায় আপনার জন্য অনেক শুভকামনা রইল, সে সাথে বাংলা নতুন বছরের শুভেচ্ছাও।।
হাহ হা...সহজে কাউকে বলি না যে, ভাল হয়েছে। কথাটা ভুল নয়। অনেকসময় ভাল হয়েছে, খুব ভাল লাগ্লো... এই মন্তব্যগুলো ভুল নির্দেশনা দেয়। কেউ সমালোচনা করলে নিজের লেখার প্রতি মনোযোগ বাড়ে। বুঝলেন তো! অবশ্য সমালোচনা আর অহেতুক হয়রানি কিন্তু আবার এক জিনিস নয়। আপনার জন্যও নতুন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা।
কাজল এখন আর দেখিনা পানকৌড়ি সন্ধ্যাবেলা... অামি শুধু মুগ্ধ চোখে দেখি কবির কবিতাটি। ভোট রইল। আমার কবিতাটি পড়ার আমন্ত্রণ।
অনেক ধন্যবাদ। এমন মন্তব্য পেলে মুগ্ধ না হয়ে পারা যায় না!! শুভকামনা রইল....

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪