যেথায় থাকো ভালো থাকো।

কি যেন একটা (জানুয়ারী ২০১৭)

abu bakar Rasel
  • 0
নদীর এই পার আমার বাড়ি
ঐ পার বন্ধু তোমার,
ভালোবেসে হয়েছিলাম
দুজন দুজনার।
নদীর পারে প্রতিদিনই
থাকতাম আমি বসে,
মন জুরানো এ প্রেম কভূ
হয়না যেন মিচে।
ছিল আমার একটি নৌকা
কর্মে আমি মাঝি,
তোমার ভালোবাসার টানে
রসিক আমি সাঝি।
মাঝে মাঝে তোমায় নিয়ে
ঘুরতাম নদীর প্রাণে,
বলতে তুমি পাশে বসে
ভূলোনা আমারে।
বলতাম আমি তোমায় বন্ধু
কি করেযে ভূলি,
পারতাম যদি দেখিয়ে দিতাম
অামার হৃদয় খুলি।
হঠাৎ একদিন নদীর পারে
হলো যখন দেখা,
বললে তুমি যাবে দূরে
অামায় করে একা।
দু দিন পরে তোমার নাকি
হয়ে যাবে বিয়ে,
অন্য একজন যাবে তোমায়
দূরে কোথাও নিয়ে।
বললে তুমি নয়ন ভরে
দেখ শেষ বার,
হয়ত আমার পাবেনা দেখা
এই জগতে আর।
বুকটা আমার ভেসে গেল
দু নয়নের জলে,
কেমন করে থাকবে দূরে
আমায় একা করে।
সেযে তুমি চলে গেলে
দিলানা আর দেখা,
আমায় নিঃশ করে বুঝি
সুখি হলে একা।
যেথায় থাকো বন্ধু তুমি
থাকো অনেক সুখে,
দুঃখ যেন না ছোয় তোমায়
পার্থনা মোর বুকে।।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর কবির নামটা ইংরেজীতে কেন ভাই, কোথাও অন্তমিল আছে কোথাও নাই, আর বানান গুলো দেখুন জুরানো/মিচে/নিঃশ/পার্থনা , আরো সতর্ক হতে হবে বানানে, গল্প কবিতায় স্বাগতম, নতুন বছরের শুভেচ্ছা, শুভ কামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
আশা জাগানিয়া লিখতে থাকুন। শুভকামনা রইল।

১০ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪