ইন্দ্রিয়ভুল

কি যেন একটা (জানুয়ারী ২০১৭)

নাহিদ বিন জাহিদ
আমার ইন্দ্রিয়গুলো খুব সচকিত হয়ে থাকে,
অনুভব করার চেষ্টা করে সকল বাহ্যিক উদ্দীপনা।
শব্দ, গন্ধ, রঙ; কিছুই বাদ রাখে না।
হঠাৎ থমকে দাড়াই, কেউ আসছে কি!
নাকি কেবলই আমার মনের ভুল।

ডানদিকে ঝাউবন, সবুজ সমারহ
বামে কয়েকটি বেঞ্চ পাতা, তাতে কতকগুলো যুবক-যুবতী গল্প করছে।
নাহ; কোন পরিবর্তন নেই।
আবহাওয়া থমথমে নয়, গুমটও নয়,
রোদ্দজ্জল আকাশ, একরাশ নীল
আগের মতই।

মনে আছে তোমার?
যখন আমরা হাত ধরে হাটতাম,
তুমি কথা বলতে আর আমি শুনতাম।
আমি কখনওই বেশি কথা বলতে পারতাম না,
আজও পারি না।
তবু আজ বড্ড কথা বলতে ইচ্ছে হচ্ছে।
শেষবার যখন কথা হয়েছিল, তুমি কাঁদছিলে,
তোমার কান্না ভেজা কণ্ঠ কেমন যেন তীব্র হয়ে আমার কানে আঘাত করছিল।
সত্যি বলতে সেদিন আমার কষ্ট হচ্ছিল না,
ভয় হচ্ছিল, ভীষণ ভয়।

নাহ; কেউ আসছে না,
আমার সচেতন ইন্দ্রিয়গুলো বারবার ভুল করে, বারবার।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা বাহ্! অনেক সুন্দর সাবলিল কথামালা। অধরার জন্য মনকে সেই কখন যে ছুটি দেয়া হলো, সে আর ফিরে এলোনা... অনেক অনেক শুভকামনা জানাই
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৭
সেলিনা ইসলাম পেয়েও হারাবার ভয়,জয় করেও অজেয় থাকা! অপেক্ষায় থেকে অনুভূতিতেও অধরা থেকে যায় সে...! বাহঃ চমৎকার কবিতা। শুভকামনা রইল।
কাজী জাহাঙ্গীর ভাই বিষয়টা অধরাই থেকে গেল বুঝি, গল্প কবিতায় স্বাগতম,নতুন বছরের শুভেচ্ছা, শুভ কামনা আর আমার পাতায় আমন্ত্রন।

০৫ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪