'পৃথিবী' এবং 'তুমি

কি যেন একটা (জানুয়ারী ২০১৭)

M. U. Rakib
  • 0
  • ১০
পরন্তু বিকেলে রে'লাইন ধরে তোমাকে নিয়ে অসীমে পাড়ি দ্যাবো। অসীম দূরত্বে।
লাইনের ডা'পাশ থাকবে আমার দখলে আর বা'পাশটা তোমার। জানি; আপত্তি নেই তোমার।


ডা'হাত তোমার বা'হাতে থাকবে সমান্তরাল আমার। পা'চারটে লাইনে রাস্তার।
পৃথিবী তোমার পেছনে রাখিও।
সুখ আমি সামনে রাখবো।
আর ছায়া হবে আমাদের দুঃখো।


ভয় পাবে নাতো? সুখ আমাদের সামনে থাকবে।
দু'টো চোখ তোমার, থাকবে দিকে দু'চোখে আমার।
তারপর দ্যবো পাড়ি, সুখের উদ্দেশ্যে।


যতবার বিচ্যুত হবো,
ততোবার বাধা পাবো।
যে যতো অল্পসংখ্যক লাইন বিচ্যুত হবো,
সে ততোবেশি পরিমাণ ভালোবাসবো।


ভয় পাবে নাতো? হাত দুটো পৃ-সমান্তরালে থাকবে।
গন্তব্য; সুখো সন্ধানে।
বলো যাবে কি? যদি তা হয় অসীমে।


দিব্যি হেতো তোমায় দিলাম,
ছাড়বো না কখনো তোমার হাত।
যতক্ষণ না পৌঁছবো রাজ্য সুখে আজ।


বলো রাজি কি? যেতে অসীমে।
সেখানে না থাকবে দুঃখো আমাদের ছায়া হয়ে,
পারবো না ফিরতে আর পেছন পৃথিবীতে।


আপত্তি নেইতো তোমার? যেতে হাত ধরে আমার।
চিরসুখী হবো সে অসীমে,
রেখে পৃথিবী মায়া ত্যাগে।


"রাজি!"
চলো এবার,
পরন্ত বিকেলে রে'লাইনটা ধরে অসীমে।
সন্দানে চিরসুখো, আছে তা অসীমে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর এভাবে সুইসাইড করার দরকার কি, আগে নামটা বাংলায় লিখুন, বানান গুলো ঠিক করে দেখুন, সুখ দুঃখ বানান একেবারে সোজা, কবিতার প্রথম শব্দটাই বানান ভুল ? ইচ্ছে অনিচ্ছায় হতে পারে মানছি কিন্তু সতর্ক হতে হবে ভাই, গল্প কবিতায় স্বাগতম আপনাকে, আবেগ বেশ ধারালো আছে দরকার ধৈর্য্য আর অভিজ্ঞতা, আসরের অন্যান্য কবিতাগুলো ঘুরে ঘুরে পড়তে থাকুন, এতে সমৃদ্ধ হবেন, অনেক শুভ কামনা আর আমার পাতায় আমন্ত্রন

০৫ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী