লেগেছে ভালো

আমার স্বপ্ন (ডিসেম্বর ২০১৬)

মোঃ নিজাম গাজী
লেগেছে তোমায় অনেক ভালো,
ভালবাসি তোমায়!-কিভাবে বলিব,বলো?
আমার আঁখি দুটি প্রতিনিয়ত থাকে তোমার মুখপানে,
পাব কিনা তোমায তা ঐ আল্লাহ্ জানে ।
ঐ আল্লাহ্ যে করেছে তোমায় এত সুন্দরী,
তাইতো তোমার রুপে আজিকে আমি মরি ।
তোমারও দেখা পেলে জান্নাতের সুগন্ধি মেলে,
মম হৃদয়ে ভালবাসার শুধু সুখ খেলে ।
সখি আমার হৃদয়ে যতন করিয়া রাখিব তোমায়,
একবার বল তুমি ভালবাসো আমায় ।
তোমার ঐ আঁখি দেখিয়া আমার আঁখি,
ভালোবেসে ফেলেছি,দিওনা আমায় ফাঁকি ।
সঙ্গী করে নাও আমায় ক্ষিপ্র,
তোমায় আমি চাই শীঘ্র ।
আমার ভালবাসা নাও তুমি টানিয়া,
না হয় যে আমি ছাড়িবো দুনিয়া ।
হে তুমি যে আমার প্রেয়সি,
একবার বলো- ভালবাসি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন আমার ভালবাসা নাও তুমি টানিয়া, না হয় যে আমি ছাড়িবো দুনিয়া । হে তুমি যে আমার প্রেয়সি, একবার বলো- ভালবাসি ।ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
জয় শর্মা (আকিঞ্চন) শিরোনাম টা যদি "একবার বলো ভালোবাসি" এরকম হতো! যাই হোক খুব ভালো লিখেছেন। প্রথম কবিতায় আমিও বেশ, বেশ-ভুল ত্রুটি করেছি। ধীরেধীরে সব ঠিক হয়ে যাবে। তবে তার জন্য প্রয়োজন সবার লেখা পড়ে দক্ষতার বিচার করা। বেশি বেশি পড়ুন। আমার মনে হয় না আপনি বেশ পুরনো কবি... শুভকামনা।
কাজী জাহাঙ্গীর নিজাম ভাই গল্প কবিতায় আপনাকে স্বাগতম, এবার না হলে সামনের বার নিশ্চয় হবে তবে প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। কথাগুলো যত সহজে বললেন আসলে কি তত সহজ? একটু কাব্যিকতা যদি না থাকে তাহলে কি হয়, যাক সুন্দর আগামীর প্রত্যাশায় রইলাম , আবারো শুভেচ্ছা।

২৪ নভেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪