অলিক স্বপ্নের জাল।

অলিক (অক্টোবর ২০১৮)

নাজমুল হুসাইন
  • ৮৩৬
শত স্বপ্ন,সাধনার ডিঙিয়ে চলা ঢেউ,অতল জলরাশির বুকে,
ক্ষনিকের পুলক মেটা পিয়াস মাত্র।
আলতা রাঙা আলেয়ার রোমাঞ্চকর ক্ষত,
জীবন মোড়ানো পুতুল খেলার ছল।
ল্যাংটা কালের লাজ-সরম,
দাগ কেটে যায় দাগী আসামির মত।
মরে যাওয়া প্রাণে ছলনার অবসান,
মাতাল জটাধারীর,ভন্ডামীর বস্ত্রাহরণে,স্বাদের মজা লুকানো।
মোহ মায়ায় আচ্ছন্ন চেতনার নিদ্রায়,
মিথ্যা বন্দিদশার পাজরে,ঠুকে দেয়া পেরেক সম গর্ত।
আসমান-পাতাল একাকার মহাশকট যেন,
উড়ে চলার পতঙ্গ ডানা।
ভয়,ত্রাস,কম্পনের অদৃশ্যমান সিগন্যালের স্লোগান,
জর্জরিত অলিক আঘাতে ঘায়েল বিলাসী বাসনা।
নরাধমের কাঙাল রুপের,বিজলীর ফেড়ে ফেলা মেঘের কান্না,
চৈত্রের জ্বালানো চিতায়,অনলের ঘসাঘসির প্রেম তূল্য।
মরণ পরিক্ষায়,পরাজয় পত্রে,লিখে দেয়া অবশেষ নিঃস্বাস,
জীবন,জগৎ,প্রলাপ,প্রলয়,সনাতন,শব্দের্,নিরর্থক ধাঁধা।
প্রতিটা রাতের শেষে,ফিরে আসা আত্নার,অলসতার হাইতোলা,
জানান দিয়ে যায়,গত হওয়া কাল ছিল,অলিক স্বপ্নের জাল বোনা।



আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আকাশ আহমেদ চমৎকার, ভোট রইলো।
বালোক মুসাফির গতিময় কবিতা। অসাধারন আপনার লিখার হাত। ভালো লাগা সহ শুভ কামনা। অনেক দিন পর আসলাম গল্প কবিতার পাতায়।
রঙ পেন্সিল দারুন লিখেছেন! শুভকামনা রইলো
মাইনুল ইসলাম আলিফ আপনার কবিতার থিম তো আমার কবিতার থিমের সাথে মিলে গেছে নাজমুল ভাই।সুন্দর লিখেছেন।তবে আপনিতো এত জটিল করে কখনো লিখেন না।এবারেরট বোধ হয় একটু জটিল হয়েছে,আমার কাছে মনে হয়েছে।শুভ কামনা আর ভোট রইল।আসবেন ভাই আমার পাতায়,থিমটা একটু মিলিয়ে নেবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী মরণ পরিক্ষায়,পরাজয় পত্রে,লিখে দেয়া অবশেষ নিঃস্বাস, জীবন,জগৎ,প্রলাপ,প্রলয়,সনাতন,শব্দের্,নিরর্থক ধাঁধা। প্রতিটা রাতের শেষে,ফিরে আসা আত্নার,অলসতার হাইতোলা, জানান দিয়ে যায়,গত হওয়া কাল ছিল,অলিক স্বপ্নের জাল বোনা। চমতকার একটি লেখা পড়লাম। ভীষণ ভালো লেগেছে। বরাবরের মত-ই শুভ কামনা রইল।।
ধন্যবাদ সিদ্দিকি ভাই,কবিতাটি মূল্যায়ন করার জন্য।
মোঃ মোখলেছুর রহমান নাজমুল ভাই,আগেরচে' অনেক পরিপূর্ন,শুভকামনা রইল।
কাজী জাহাঙ্গীর জাল বুনতে থাকুন। এদিন বাস্তবে ধরা দেবে হয়তো...। ভাল লিখেছেন, অনেক শুভকামনা আর ভোট রইল।
জাহাঙ্গীর ভাই আপনাকে ধন্যবাদ।অনেক দিন পর আপনাকে পেলাম মনে হয়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মানুষের জীবনের সকল বাস্তবতার কিছু পরম সত্যের পেছনেও লুকিয়ে থাকে,মিথ্যা/অলিক চিত্র ও চরিত্র।অতল জলরাশির বুকে পাহাড় সম ঢেউ যখন,দুরন্ত মাঝির বুকে মৃদু কম্পন তুলে দেয়,তখন সাধের স্বপ্নও তার চোখে কেবল অলিক হয়েই ভেসে ওঠে।এভাবে জীবনের নানা টানা পোড়ান শেষে,যখন মানুষ শেষ নিঃস্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমায়,চোখে মুখে যন্ত্রনার ছাপ ফুটে ওঠে,তখন জীবন তো তার কাছে অলিকই মনে হবার কথা।যেমন দুঃসহ স্বপ্নে কাটানো রাতের শেষে,চেতনা ফিরে পাওয়া তনু বলে ভয় পেয়েছি,অথচ সারা রাতের স্বপ্ন! অলিক নাটকের মঞচায়ন ঘটিয়েছে সারা রাত।সুতরাং বাস্তবতার পেছনে প্রচ্ছন্নভাবে অলিকেরাই বসবাস করে।

২৯ সেপ্টেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৩৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪