তবুও আকুল প্রাণ

এ কেমন প্রেম (আগষ্ট ২০১৬)

আহসান জুয়েল
  • 0
মেঠ পথে চলতে
পা দু’টোকে অসাড় মনে হয়।
শুকিয়ে গেছে ক্ষত বহু আগে,
শুধু চিহ্নটুকু রয়ে গেছে।
শিরের কেশ যেন শরতের মেঘ,
তবু দু’চোখেতে জ্বলে অনল।
অন্তরখানা রয়েছে সেই আগেরই মতন,
এখনো সেথায় খেলে বসন্ত, ফাগুন।
মনে পড়ে যায় সেই কবেকার কথা,
তিমির রাত, মেহেদি রাঙানো প্রিয়ার হাত,
চারিদিকে হায়েনার তর্জন গর্জন।
মাগো তোমার প্রেমে,
প্রিয়ার ভালবাসাকে করেছি বিসর্জন।
আজ আর হায়েনারা নেই,
রয়েছে তাদের ছায়া, প্রেতাত্মা।
ডুকরে কেঁদে ওঠে মন,
আজও বিভাজিত জাতিস্বত্তা।
চলে না পা, কাপে দু’টি হাত,
তবু জানি নিশির পরে আসবে প্রভাত।
জরাতে কেবলি বাঁধা
নতুনের মাঝে জয়গান,
ওরাই যে শক্তি, ওরাই যে প্রাণ।
ছেড়ে হুঙ্কার, দুই হাত কর শক্ত,
সব বাধা পেড়িয়ে
তোমরা আবার করহে মুক্ত।
তোমাদেরই মাঝে রয়ে যাব আমি
জন্ম জন্মান্তর,
মাগো, তুমি যে কেবলি আপন
অন্যেরা সব পর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাব্যের কবি মাগো তুমি যে কেবলি আপন অন্যেরা সব পর। ভালো লাগলো। আমন্ত্রণ রইলো।
পন্ডিত মাহী কবিতার বার্তা সবার মাঝে প্রতিধ্বনিত হোক। ভালো লেগেছে
মনোয়ার মোকাররম সুন্দর দেশপ্রেমের কবিতা...ভালো লাগলো ...
শাহ আজিজ মা ই আসল শক্তি । কিন্তু মায়েরা এখন নিষ্ঠুর হয়ে গেছে।

০৬ জুন - ২০১৬ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪