আবারও প্রতীক্ষায়

আমার আমি (অক্টোবর ২০১৬)

ফয়সাল আহমেদ
  • ১১
প্রতীক্ষায় কেটে গেছে নির্ঘুম রাত ;
প্রতীক্ষায় কেটে গেছে প্রশান্ত প্রভাত ;
দ্বিপ্রহরের সময়টাও কেটে গেছে চুপে-চুপে ;
ভাবছি তখন আসবে তুমি, গোধূলির রঙ্গিন রূপে।
কিন্তু পশ্চিমাকাশে যখন ডুবছে রবি, যাচ্ছে অস্ত-ক্ষণ,
তখনও নেই কোন সাড়া নেই, শুধুই নির্ভাবনায় মন।
আবারও স্বপন দেখালে তুমি, ইঙ্গিতে বললে আমায়ঃ
'আসব আমি আসব, থেকো আগামী দিনের আশায়’।
আবারও কোন প্রভাত, কোন একটি দ্বিপ্রহরের মাঝে,
কোন এক দিগন্ত-অপরাহ্ণ কিংবা কোন এক সাঁঝে।
তবে আমি কি থাকব, এই প্রতীক্ষার বেড়াজালে?
থাকব কি অবিরাম এই ঝলকানি আশার হালে?
হেন কোন কালে, মিলবে কি দেখা তোমার?
নাকি মরীচিকার পথে হেঁটে নিচ্ছ আবার
খালি পায়ে মোর, তপ্ত বালুর পাথারে?
ঘুমে-নির্ঘুমে দেখেছি যে স্বপ্ন বারে বারে,
তা কি করবে না সত্যিই কোন অর্থ বহন?
উফ! কেন মেলেনা এই প্রতীক্ষার সমীকরণ!
অকারণেই কেন স্বপ্ন আঁকি তবু চক্ষু-নীলিমায়?
তা বুঝেও যেন বুঝি না, থাকি আবারও প্রতীক্ষায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাস‌রিন নাহার চৌধুরী কবিতার উপস্থাপন দারুণ দর্শনীয় হয়েছে। তাকিয়েই আছি কবিতার দিকে। ভোট রইল।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর । ডেকোরেশনও সুন্দর । আামার পাতায় আমন্ত্রণ
আহা রুবন স্বপ্নের জন্যই বেঁচে থাকা। ভাল লাগল। শুভেচ্ছা।
ধন্যবাদ। আপনিও শুভেচ্ছা জানবেন
কাজী জাহাঙ্গীর প্রতীক্ষায় থেকে থেকে যেন শিকড় গজিয়ে নয়া যায়, ভাল লিখেছেন, শুভেচ্ছা ভোট আর আমার পাতায় আমন্ত্রন।
ধন্যবাদ কবি

১৪ মে - ২০১৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪