ঊনসত্তর টাকার গল্প

এ কেমন প্রেম (আগষ্ট ২০১৬)

ফেরদৌস আলম
  • ১৩
  • ১৭
শুধু ঊনসত্তর টাকা !
তাও বুঝি সম্ভব ?
বাইশ কেজি হলে ওজনে পাকা,
রোদ্ররশ্মি ফিকে হয়ে গেলে,
তখনই মিলবে কড়া ছাপা হাতে,
ঐ ঊনসত্তর টাকা !

বাগানের মজুর ওরা, চা বাগানের কুলি,
জীবন চলে দাস-খেটে
জন্ম-জন্মান্তরে নিয়তির লাথি
পড়ে তাই ওদেরই পেটে !

ঊনসত্তর টাকায় দু’ কেজি চালও
জোটেনা মোটে বেশী কিছু আর
তেল নুন লাকড়ি, পথ্য বা গুড় মুড়ি
কিছুই কি নেই তবে দরকার ?

ম্যানেজার সাব, কী অমানবিক আপনারা !
কী যে বলেন না মশাই ?
উপবিষ্ট ঐ উপরতলায়, উপরের আরাম কেদারায়
ওরাই তো মানব কসাই !

চা করে পান উষ্ণ সুবাসে
জুড়াই দেহের ক্লান্তি
ও যে রক্ত-পানি, নোনতা স্বাদের ঘাম
ভাঙ্গেনা, আজীবন এই ভ্রান্তি !

ঐ রক্ত, ঐ ঘাম, ঐ শোষিত মানবতা
নেই কোন দাম তার ?
ধুর মশাই, আছে তো !
ঐ যে,
ঊনসত্তর টাকার !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনজুরুল ইসলাম Valo theme kintu chondo paton ghotece.shuvo kamona roilo.
কোথায় কোথায় ছন্দপতন ঘটেছে যদি উল্লেখ করতেন তবে ঠিক করে নিতাম !
Rashed Chowdhury valo laglo . go a head
কৃতজ্ঞতা নিবেন।
ফেরদৌস আলম ধন্যবাদ আপনাকে !
নিশাত আনাম মানবতার কবিতা... শুভ কামনা ও শুভেচ্ছা...
ধন্যবাদ আপনাকে !
ফেরদৌস আলম অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
কাব্যের কবি আপনার কবিতায় বাস্তবতার চিরাচরিত রূপ ফুটিয়ে তুলেছেন।এক কথায় অসাধারণ।আমন্ত্রণ রেখে গেলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
সেলিনা ইসলাম অত্যাচারের গভীর দৃষ্টান্ত! যাদের জীবনে কষ্টের সীমা না থাকলেও আছে নামমাত্র মূল্যে পারিশ্রমিকের সীমারেখা! শুভকামনা রইল।
ধন্যবাদ, অনেক অনেক।
আহা রুবন ভাল লাগল। এরা যে কতটা অসহায় এদের সঙ্গে না মিশলে বোঝা কঠিন। মৌলভিবাজারে কিছুদিন খুব কাছ থেকে দেখেছিলাম। একদিন একজনকে জিজ্ঞেস করেছিলাম এসব না করে রিক্সা চালানো বা অন্য কোন কাজও তো করতে পারেন। উত্তর দিয়ছিল কেউ কেউ করে, আমরা বাবু হারামিপনা করব না মনিবের সাথে। মানুষ হিসেবে যে তাদের কিছু অধিকার আছে সেই বোধই তাদের গড়ে উঠতে দেয়া হয়নি।
ঠিক বলেছেন রুবন ভাই। আমিও প্রথম যেবার চা বাগানে যাই, সেদিন রাত্রে বাসায় ফিরেই কবিতাটি লিখেছিলাম।
শাহ আজিজ উড়িষ্যা থেকে ইংরেজরা এই দাস ধরে এনে চা বাগানের কাজে লাগিয়ে দিল। ব্যাস দাসবৃত্তির শুরু এবং এখনো চলছে। বামদের শক্তি মিছিলের কাজে। ভাত না পেলে দেখেনা চেয়ে। শ্রীমঙ্গলে চা বাগান দেখার পাশাপাশি ওদের ঝুপড়ির বাগান দেখেছিলাম।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
মনোয়ার মোকাররম খুব ভালো লাগলো আপনার কবিতা ... খেটে খাওয়া মানুষের কথা উঠে এসেছে অত্যন্ত নিপুণভাবে... শুভ কামনা
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।

২৬ ফেব্রুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪