স্বাধীনতার বানী

স্বাধীনতা (মার্চ ২০১১)

ডা. মো. হুসাইন আলী
  • ২০
  • 0
  • ৭২৪
বাংলা মায়ের সন্তান তোরা
ঘুমাসনে আজ আর।
ভোরের রবি ডাকছে তোরে
দেখ খোলে তাই দ্বার।
কাননে ফুল ফুটছে বলে
বাতাস আনছে ঘ্রাণ।
মৌমাছি সব জুটছে আসি
নাচিছে তাই প্রাণ।
আষাঢ় মাসে বাংলাদেশে
উঠছে অনেক ঢেউ।
আজকে তোরা ঘুমিয়ে হেথা
থাকিস নে তাই কেউ।
এখনো দেখ লুকিয়ে আছে
হেথায় যে দস্যু কত।
তোদের ধন নিচ্ছে কেড়ে
নিত্যই আগের মত।
ঘুমের ঘোরে থাকবি কত
জাগনারে তাই সব।
বাংলার জয় হবে যে আজ
সব উঠেছে রব।
কাটবি যে তোর সোনার ফসল
ভরবি গোলায় ধান।
মায়ের বুকে আবার সুখে
গাইবি যে তুই গান।
ভাবিসনে তুই ঘুমের ঘোরে
সে বাধন গেছে টুটি।
ঐ দস্যুরা সব লুকিয়ে আছে
নেয়নি আজও ছুটি ।
হেথা মুখোশ পড়ে আছে শত
মীর-জাফরের দল।
মায়ের কোলেই থাকছে তারা
করছে আবার ছল ।
তোদের ভাগ্য লয়ে করছে খেলা
তারই যে বার বার।
জেগে দেখ না চোখ খোলে তোর
এদের কি কারবার ।
জানিস না তুই মায়ের চোখের
অশ্রু গেছে শুকে।
কত কাঁদবে সে আর
অনেক বেদনা বুকে।
সে দিন যখন নিতে চাইলো কেড়ে
আমার মুখের ভাষা।
মায়ের বুকে প্রাণ দিয়েছে ভাই
আমার মিটাতে আশা।
ঘুমাসনে তাই আজকে তোরা
মায়ের অনেক শোক।
মিটিয়ে দেনা তার বেদনা
জুরিয়ে যাকনা বুক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মা'র চোখে অশ্রু যখন সুন্দর হয়্হেছে .ছন্দময় কবিতা আমার অনেক পছন্দ
Rajib Ferdous আমি বরাবরই ছন্দের কবিতার প্রতি দুর্বল। আমার এরকম একটি ধারনা আছে যে, ছন্দের কবিতাই একমাত্র কবিতা যেখানে কবিতার বিষয়টি ফুটিয়ে তোলার পাশাপাশি কবিকে ছন্দের যথাযথ মিলের জন্যও মাথা ঘামাতে হয়। যা খুবই কষ্টসাধ্য কাজ। তবে আপনার কবিতায় লয়ে, হোথা, কোথা, সেথায়, হেথায় সহ আরও অনেক শব্দের প্রতি আমার খুব আপত্তি আছে। তাছাড়া সাধু চলিত ভাষার দুষনে দুষিত।
বিন আরফান. চমত্কার স্বরবৃত্তে লেখা মনে হয়. আপনার লিখার হাত নিখুত. চালিয়ে যান. অভিনন্দন রইল.
ডা. মো. হুসাইন আলী সাদিয়া আপু, কবিতাটি আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম। ভবিষৎতে আরও ভালো কবিতা উপহার দিবার ইচ্ছা রইল।
ডা. মো. হুসাইন আলী ষাইফুল ইসলাম ভাই ,ষুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।ভবিষৎতে আরও ভালো কবিতা আপনাদের উপহার দিবার ইচ্ছা রইল।
ডা. মো. হুসাইন আলী ZeRo ভাই ,ছন্দময় কবিতাটি পছন্দ করেছেন বলে আপনাকে ধন্যবাদ।
ডা. মো. হুসাইন আলী ওয়াছিম ভাই , কবিতার অর্থ বুঝতে পারার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ডা. মো. হুসাইন আলী বিন আরফান ভাই,এই কবিতাটি পড়েছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াছিম আশা জাগানো একটা কবিতা।

০৫ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪