দুষ্টু মিষ্টি প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত (জুন ২০১৬)

ফাহিম আজমল রেম
  • 0
  • ২৮
কেটে গেছে অনেক বসন্ত
কেটে গেছে বহু গ্রীষ্মের হালখাতা
তবুও ভুলতে পারিনি আজও
সেই স্বাধীনচেতা শান্ত মেয়ের কথা।
আমরা ছিলাম একই কলেজে
থাকতাম দুজনে বেশ ভদ্রবেশে সেজে গুজে
মাঝে মাঝে চলত ধুন্দুমার কথার খুনসুটি
হঠাৎ হঠাৎ খেতাম আমরা চিকেন আর নানরুটি।
কলেজের ব্যস্ততাময় পড়াশুনার ফাকে
নিজেদের জন্য সামান্য টুকু সময় রেখে
ঘুরতে যেতাম ক্যাম্পাসের পাহাড়ি এলাকায়
যেখানে জুটি বেধেই আসত সবাই।
তবে এই বন্ধু্ত্ব ছিল রস আর বিতর্কের ছড়াছড়ি
মেধাবী সে মেয়েটি দেখে চলত সর্বদা ঘড়ি
এত নিয়মমাফিক চেতনা লাগত না ভাল আমার
তাই ঝগড়া হতো আমাদের মাঝে বার বার।
সীমিত হতে লাগল এ বন্ধুত্বের সীমারেখা
এক সপ্তাহ পর পর হতে লাগল আমাদের দেখা
দৈনন্দিন নানা ব্যস্ততার মাঝে তখন
ভুলতেই বসেছিলাম তাকে
জানতাম না একদিন হারিয়ে যাবে সে
নিষ্ঠুর বাস্তবতার বাকে।
আমার অপছন্দ কে জানিয়ে সম্মান
সে ছেড়ে দিয়েছিল এই বন্ধুত্ব
আর দিল সে পড়ায় তীব্র মনোযোগ
বাড়িয়ে দিল আমাদের মাঝে এক অস্বাভাবিক দূরত্ব
শুরু হল আমাদের একলা পথচলা
অনিয়মিত অগোছালো এই আমি
মিস করতে শুরু করলাম মেধাবী মানবীকে
আর বইতে লাগল মনে আবেগের সুনামি।
তখন ভাবলাম বদলে ফেলব নিজেকে
সেই নিয়মিত সময়ানুবর্তী মেয়ের মতো
পড়াশুনায় দিব তীব্র মনযোগ
প্রায়শ্চিত্ত করবো যত পারি তত।
শুরু হল আমার নিজের সাথে সংগ্রাম
যুদ্ধ করতে লাগলাম বানাতে সব হ্যান্ডনোট
আর নীরবে প্রদান করতাম মেয়েটিকে সেগুলি
বিপদে আপদে সে যেন না খায় কোন হোচট।
মেয়েটি পারল না বুঝতে কখনো
আমার এই আড়ালে বদলে যাওয়া
ফলাফল বেরুলে মুখে হাসি ফুটিয়ে
খেতে লাগলাম একলা একলা মিষ্টিমধুর হাওয়া
সেই পাহাড়ী এলাকায় একদিন আসলাম আবার
কি মনে করে যেন একটু হাটতে
ঘটনাক্রমে হঠাৎ চোখ ফিরে তাকাতে
মেয়েটি পেল আমাকে দেখতে।
ছুটে এল সে আমার কাছে
কৃতজ্ঞতা জানাল খুব করে
কফি খেতে চাইল ঠিক দুপুরে
টেনে নিয়ে গেল আমাকে ক্যাফের দ্বারে।
তারপর হল কত অনুরাগ বিরাগের খেলা
ক্ষমা চাইলাম আমি একান্তে
মুছে দিতে পুরনো শত অবহেলা।
পাল্টা জবাবে মেয়েটি বলে সহসাই
বন্ধু আর করিসনা প্রায়শ্চিত্ত
আমি হয়ে গেছি খুব যে ঋনী
এই নিয়মমাফিক বদলে যাওয়া গোছানো ছেলেটির কাছে
হার মেনেছে আমার দৃঢ চিত্ত
চল আবার মিলে যাই আমরা দুজন
হয়ে যাই একে অপরের যথাযথ সতীর্থ।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু সুন্দর কবিতা... বেশ লাগলো ।
নাস‌রিন নাহার চৌধুরী বাহ্ কবিতার ছলে একটি গল্পই যেনো আমাদের উপহার দিলেন। কবিতায় ভোট রইল।
ফেরদৌস আলম কাব্যিক গল্পটি দারুণ লেগেছে ফাহিম ভাই।

২৯ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪