দুঃখ

দুঃখ (অক্টোবর ২০১৫)

রফিকুল ইসলাম রবি
  • ১০৩
হৃদয় জুড়ে অমানিশা মেঘ তিলে তিলে হল মলয়
কাঁদছি আমি জ্বলছি আমি তোমার প্রেমো জ্বালায়।
নভবর্ষণে বর্ষিত হল পৃথিবী প্লাবিত হল সিন্ধু,
আর তোমার হেলায় গোধূলী বেলায় একেলা আজো বন্ধু।
নাওনি খবর এসে তুমি চাওনি কভু জানতে,
কতটা যন্ত্রনা কতটা হাহাকার এবুকেরি প্রান্তে।
জানি না আজ কোথায় আছো আছো তুমি কেমন,
আমিতো আছি না মরে বাঁচি এই তুমি ছাড়া থাকি যেমন।
বহু দুরন্তের পথ পেরিয়ে আসবো তোমার কাছে,
প্রবলে রৌদুরে ফেটে চৌচির এ বুক আজো তোমার আশায় বাঁচে।
তবু হায় জানি না, কোথায় কতটা দূর তোমার সেই স্বগ রাজ্য,
রাজ্য আমার তুমি রাণী আমি তোমারি প্রাজ্য।
তিল তিল করে স্বপ্ন বুনে, সে স্বপ্নতো খেলে ঘুনে,
জানি না আজ কতটা ঘেণ্যা করো নাকি রাখো হৃদয় কোণে।
হৃদয় জুড়ে বেদনার ঝড় আমিতো শূণ্য সবিতো তুমি আর কি আছে বাকি,
গহীন বনে ঘুরছি আমি খুজছি তোমায় এক পথ হারানো পাখি।
খুজতে খুজতে কাটলো আমার একুশটি বছর,
আজো কি হয়নি দেখা ওগো তোমায় দেখার প্রহর।
হৃদয় জুড়ে হায় ঘন কালো মেঘ চারিদিক অন্ধকার,
চিনবো তোমায় কেমনে আমি বলে দাও একবার।
বলছে তবু মন যে আমার, আসবে তুমি ঠিকই এবার আরতো কয়টা মাস,
তোমায় ভেবে কাটছে জীবন তোমার ও প্রেম করি আজো এই বুকেতে চাষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ গল্প কবিতায় এটাই প্রথম কবিতা হলেও বেশ সুন্দর ! খুব ভাল লাগল ।
রেজওয়ানা আলী তনিমা বেশ ভালো লিখেছেন।
কবি এবং হিমু নভবর্ষণে বর্ষিত হল পৃথিবী প্লাবিত হল সিন্ধু, আর তোমার হেলায় গোধূলী বেলায় একেলা আজো বন্ধু....ভালই লাগলো
তৌহিদুর রহমান বলার ভাষা হারায়ে ফেলছিরে ভাই। বেশ ভালো লিখেছেন। শুভকামনা রইল। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
আমার লেখা কবিতাটি পড়ার জন্য আর ভোট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধনবাদ, আমি আমার বাস্তব জীবনকে এখানে কবিতায় তুলে ধরেছি মাত্র, আর হ্যা আমি আপনার কবিতা অবশ্যই পড়বো আর ভোট ও দিবো।
সম্রাট আলী অনেক সুন্দর একটি কবিতা এটা খুব ভার হয়েছে।
কমেন্ট করার জন্য ধন্যবাদ যদি আমি বিজয়ী হতে পারি তবে আরো কবিতা পোস্ট করবো আর না হলে আর কবর না।
সম্রাট আলী অনেক সুন্দর একটি কবিতা এটা খুব ভার হয়েছে।
গোবিন্দ বীন খুজতে খুজতে কাটলো আমার একুশটি বছর, আজো কি হয়নি দেখা ওগো তোমায় দেখার প্রহর। হৃদয় জুড়ে হায় ঘন কালো মেঘ চারিদিক অন্ধকার, ভাল লাগল, পাতায় আমন্ত্রন রইল। ভোট রেখে গেলাম।
কমেন্ট করার জন্য ধন্যবাদ যদি আমি বিজয়ী হতে পারি তবে আরো কবিতা পোস্ট করবো আর না হলে আর কবর না।
এফ, আই , জুয়েল # সুন্দর কবিতা ।।
কমেন্ট করার জন্য ধন্যবাদ যদি আমি বিজয়ী হতে পারি তবে আরো কবিতা পোস্ট করবো আর না হলে আর কবর না।

২৪ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪